বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ ২০২৩
আমাদের মধ্যে অনেকেই আছেন কম দামের মধ্যে ল্যাপটপ খুজে থাকে কিন্তু একটি বিষয় অনেক বেশী খেয়াল করা যায় আর সেটি হচ্ছে কম বাজেটের সমস্ত ল্যাপটপ গুলো খুজে পাওয়া অনেক বেশী কস্ট হয়ে যায়। তাই আজ বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ গুলোর মধ্যে যে সমস্ত ল্যাপটপ গুলো রয়েছে সমস্ত ল্যাপটপ গুলো একসাথে তুলে ধরা হবে।
ল্যাপটপ যে বাজেটের মধ্যে হোক সেটর ফিচার ও কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে সেই ল্যাপটপ ব্যবহার করা অনেক বেশী কস্ট হয়ে যায়। তাই আজ এমন কিছু ল্যাপটপ নিয়ে আলোচনা করা হবে যেগুলোর ফিচার, দাম ও কনফিগারেশন সমস্ত কিছুই অনেক ভালো ও সাধ্যের মধ্যে থেকে যায়।
আপনি শুধু একটু সময় নিয়ে ল্যাপটপ গুলোর স্পেসিফিকেশন দেখুন এবং আপনার কাছে যে ল্যাপটপটি সেরা মনে হবে সেটিই কেনার চেষ্টা করুন। আপনি অবশ্যই বাজারের সেরা ল্যাপটপটি বেঁছে নেয়ার চেষ্টা করবেন।
বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ দেখুন
আজ যে সমস্ত ল্যাপটপ গুলো নিয়ে আলোচনা করা হবে সমস্ত ল্যাপটপগুলো ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া তাই দাম একটু কম বেশী হতে পারে। আপনি যখন কিনতে যাবেন তখন অবশ্যই একটু দাম দর করার চেষ্টা করবেন।
তাহলে চলুন আজকের রিভিউ শুরু করা যাক,
Asus X441MA Celeron Dual Core

দামঃ ৳26,500
কনফিগারেশন
Asus X441MA মডেলের এই ল্যাপটপটিতে আপনি দেয়া রয়েছে Intel Celeron N4000 প্রসেসর এবং যার সাথে যুক্ত রয়েছে ৪মেগাবাইট ক্যাশে। এছাড়াও এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ১৪ইঞ্চির ডিসপ্লে যার রেজোলিশন থাকছে 1366×768 পিক্সেল।
স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখে পাওয়া যায় যে, এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে 4GB DDR4 র্যাম এবং সেই সাথে ১টেরাবাইট হার্ডড্রাইভ। এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে Intel UHD Graphics 600 যার ফলে ভিডিও থেকে শুরু করে সফটওয়্যার গুলো খুব স্মুথলি চলতে পারবে।
বেস্ট চার্জিং ক্যাপাসিটির জন্য এই ল্যাপটপটির সাথে থাকছে 3 Cells ওয়ে একটি ব্যাটারি এবং সেই সাথে একটি চার্জার সাথে থাকবে যেটির ইনপুট থাকছে 100 -240 V AC এবং আউটপুট থাকছে 19 V DC
তাছাড়াও এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে Super-Multi DVD রাইটার। যেটি ব্যবহার করে যেকোনো সিডি রাইট করা যাবে। এছাড়াও HDMI ও VGA port এর পাশাপাশি এই ল্যাপটপটি থাকছে 1.7 kg ওজন এবং এটি কালো কালারে পাওয়া যাবে।
Dell Inspiron 15

দামঃ ৳50,500
কনফিগারেশন
Dell Inspiron 15 মডেলের এই ল্যাপটপটির সাথে ব্যবহার হয়েছে ইন্টেল Core i3 প্রসেসর যেটি ১১ তম জেনারেশনকে সমর্থন করে থাকবে। সেই সাথে এই প্রসেসরে কোর সংখ্যা থাকছে ২ এবং সেই সাথে ৬ মেগাবাইট ক্যাশে।
এছাড়াও এই ল্যাপটপটিতে 15.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এবং যার রেজোলিশন থাকছে 1920 x 1080 পিক্সেল। সেই সাথে এই ডিসপ্লের ফিচার হিসাবে যুক্ত করা আছে এন্ট্রি গ্লেয়ার ব্লু লাইট প্রটেকশন।
4GB DDR4 র্যামের পাশাপাশি এই ল্যাপটপটিতে পাওয়া যাবে 1TB হার্ড ডিক্স ও সেই সাথে এটির সংগে থাকছে Intel UHD Graphics ইন্টারনাল গ্রাফিক্স কার্ড। এদিকে এর সাথে থাকছে 3-Cell ব্যাটারি।
আপনি এই ল্যাপটপটির সাথে পেয়ে যাবেন জেনুয়িন Windows 10 অপারেটিং সিস্টেম এবং সেই সাথে ২ বছরের ওয়ারেন্টি। জদিও এই ল্যাপটপটির বাজেটি একটু বেশী তারপরেও আপনি এটি কিনতে পারেন।
আরওঃ ডাউন পেমেন্টে সিঙ্গার ল্যাপটপটের দাম জানুন ও কিনুন
Toshiba Dynabook Satellite Pro C40-G-109

দামঃ ৳31,500
কনফিগারেশন
তোসিবার এই ল্যাপটপটি বর্তমান বাজারে অনেক কম বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ইন্টেল Celeron 5205U সিরিজের প্রসেসর ও সেই সাথে ২মেগাবাইট ক্যাশে এবং এটি একটি ১০তম জেনারেশনের ল্যাপটপ।
এটিতে ব্যবহার হয়েছে ১৪ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে ও সাথে ডিসপ্লের রেজুলেশন থাকছে 1,366 x 768 পিক্সেল এর। আপনি এটির মনিটরে ফিচার হিসাবে পাবেন এন্ট্রি ব্লু লাইট প্রটেকশন যার ফলে চোখের কোন প্রকার ক্ষতি হবেনা।
স্টোরেজ হিসাবে এই ল্যাপটপটির সাথে থাকছে 4GB র্যাম এবং সেই সাথে 128GB সাটা এসএসডি। তাছাড়াও আপনি চাইলে এটিতে আলাদাভাবে ১৬জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন।
Intel UHD Graphics এর পাশাপাশি এটির সাথে থাকছে micro SD card slot ও এইচডিএমআই। এছাড়াও এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে 2 cell lithium-ion ব্যাটারি ও 45W এডাপ্টার।
জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ল্যাপটপটিতে ২ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।
Lenovo IdeaPad Slim 3i 15IGL

দামঃ ৳36,000
কনফিগারেশন
ইন্টেল Celeron N4020 প্রসেসরের পাশাপাশি এই ল্যাপটপটিতে থাকছে 15.6 Inch ডিসপ্লে যার রেজুলেশন থাকছে 1366×768 পিক্সেল। এছাড়াও এই ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে 4GB ডিডিআর৪ র্যাম ও সেই সাথে ১টেরাবাইট হার্ড ড্রাইভ।
এটির সাথে ইন্টারনাল গ্রাফিক্স দেয়া আছে Integrated Intel UHD Graphics 600 এবং আপনি এই ল্যাপটপটির সাথে উইন্ডোজ ১১ জেনুইন পেয়ে যাবেন যেটি আগে থেকেই সেটাপ করা থাকবে।
২ বছরের ওয়ারেন্টি সহ আপনি চাইলেই এই ল্যাপটপটি কিনতে পারেন। দেশের যেকোনো শোরুম থেকে আপনি অনায়াসে এই ল্যাপটপটি কিনতে পারবেন।
দেখুনঃ HP G3 ল্যাপটপটি কেমন এবং এর দাম কত
Lenovo IdeaPad D330 10IGL

দামঃ ৳39,000
কনফিগারেশন
IdeaPad D330 10IGL মডেলে এই ল্যাপটপটিতে থাকছে 4GB DDR4 র্যাম ও সেই সাথে 128GB এসএসডি ড্রাইভ। এছাড়াও এই ল্যাপটপটির সাথে থাকছে 10.1 ইঞ্চি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে 1280 x 800 পিক্সেল এর।
এছাড়াও এই ল্যাপটপটির সাথে আরও থাকছে ইন্টেল Celeron N4020 প্রসেসর এবং এর সাথে থাকছে 4 MB ক্যাশে ধারণ ক্ষমতা। Intel UHD 600 Graphics এর পাশাপাশি এই ল্যাপটপটিতে থাকছে Standard Keyboard ও High Definition (HD) Audio, Stereo speakers
Genuine Win 10 home অপারেটিং সিস্টেমের পাশাপাশি এর সাথে থাকছে Li-Polymer এর 39Wh ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি ও সেই সাথে চার্জ করার জন্য 45W AC adapter তো থাকছেই।
আপনি এই ল্যাপটপটির সাথে আরও পাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি। তাই দেরি না করে এখনই ল্যাপটপটি কিনে ফেলুন।
Great article.
Thanks