প্রযুক্তি খবর

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপন সেবা বন্ধ বা সীমিত থাকবে

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটা প্ল্যাটফর্মগুলোর অফিসিয়াল বিজ্ঞাপন সেবা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ‘বন্ধ বা সীমিত’ থাকবে। মেটা-র বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড বলেছে, চলমান ডলার সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার গ্রাহকদের দেওয়া চিঠিতে এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, কোম্পানিটি ডলার পেতে এবং বিদেশে মেটার আয় পাঠাতে সমস্যায় পড়েছে।

এর ফলে মেটা প্ল্যাটফর্মে এইচটিটিপুল পর্যাপ্ত অ্যাড স্পেস দিতে পারবে না।

এইচটিটিপুল বলেছে, ডিজিটাল বিজ্ঞাপনী গ্রাহকরা বিজ্ঞাপন দেওয়া স্পেস কম অথবা না-ও পেতে পারেন। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে বলে জানিয়েছে।

বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রতিদিন অনেকটা সময় ব্যয় করে ফেসবুকে। ফলে বাংলাদেশে বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফরম হিসেবে আবির্ভূত হয়েছে ফেসবুক।

এখন বিজ্ঞাপনের স্পেস কমে যাওয়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন বাংলাদেশের গ্রাহকরা। বিশেষ করে ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *