গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

বাজারে চার ক্যামেরার গেমিং স্মার্টফোন

নতুন প্রজন্মের গেমিং স্মার্টফোন বাজারে এনেছে ইনফিনিক্স। ফোনটির মডেল হট ২০এস। চীনা কোম্পানির তৈরি এই ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত রিফ্রেশ রেট, হাইপার ভিশন সমৃদ্ধ গেমিং ডিসপ্লে। সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু রঙের ডিভাইসটি কেনা যাবে ১৮ হাজার ৯৯৯ টাকায়।

ইনফিনিক্সের হট সিরিজের এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬৪ বিটের মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টা-কোর প্রসেসর। এতে দুটি শক্তিশালী আর্ম করটেক্স এ৭৬ ও ছয়টি করটেক্স এ৫৫ কোর রয়েছে, যা সর্বোচ্চ ২ দশমিক ৫ গিগাহার্টজ গতিতে চলতে সক্ষম। নতুন স্মার্টফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ব্রাউজিংয়ের পাশাপাশি গেম খেলায় সুবিধা দেবে।

ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস হাইপার ভিশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হাইপার ভিশন থ্রিডি ডিসপ্লে প্রযুক্তি সর্বোচ্চ রেজুলেশনসহ অত্যাধুনিক হলোগ্রাফিক ইমেজ তৈরি করে।

৮ জিবি র‍্যামের ফোনের স্টোরেজ ১২৮ জিবি। মেমোরি এক্সটেনশনের কারণে র‍্যাম ৫ জিবি বাড়িয়ে নেওয়া যাবে। সেই সঙ্গে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।

আরও দেখুনঃ সেরা বাজেটের মধ্যে আইটেল মোবাইল দেখুন

চার ক্যামেরার এই ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সুপার নাইটস্কেপ সেন্সর, ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর এবং ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটিতে ত্রিমাত্রিক বায়োনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও ফোনটি গরম হবে না। গেমিং ডিভাইসটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সাধারণ ব্যবহারে একবার ফুল চার্জে টানা তিনদিন ডিভাইসটি ব্যবহার করা যাবে।

দেখুনঃ কিভাবে বাড়িতে বসেই মোবাইল দিয়ে টাকা আয় করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *