টিপসব্লগ পোস্ট

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

আসসালামু ওয়ালাইকুম, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম গুলো কি কি রয়েছে।

বিশেষ করে আমাদের মধ্যে থাকা প্রবাসী ভাই তাদের উপার্জিত টাকা বাংলাদেশের তাদের পরিবারের কাছে পৌঁছাতে সহজ উপায় খুজে থাকে। আর আমি মনে করি সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা পাঠানো।

আর আপনি যদি একজন প্রবাশী হয়ে থাকেন তাহলে আমি মনে করি এই পোস্টটি আপনার জন্য বেস্ট হতে চলেছে কারণ এই পোষ্টে আপনি কিভাবে এবং কোথা থেকে খুব সহজে টাকা পাঠানো যাবে সেটি নিয়ে আপনাকে বিস্তারিত ধারণা দিয়ে দিবো।

তাই আপনি কষ্ট করে একটু সময় নিয়ে এই পোস্টটি পড়ুন এবং নিয়ম গুলো জেনে নিয়ে বিদেশ থেকে আপনার অর্জিত কষ্টের টাকা গুলো বাড়িতে নিরাপদে পাঠিয়ে দিন। তাহলে চলুন পরবর্তি বিষয় গুলো জানা শুরু করে দেই।

ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা

আপনি শুধু মাত্র বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানলেই হবেনা সাথে সাথে এর কি কি সুবিধা রয়েছে সেটিও জেনে নিতে পারেন। বাংলাদেশে অনেক গুলো মাধ্যম রয়েছে বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য।

সব গুলো ব্যাংকেই কম বেশী সুবিধা রয়েছে দেশের বাইরে থেকে টাকা পাঠানোর জন্য। ঠিক তেমনি ডাচ বাংলা ব্যাংকেও কিছু সুবিধা রয়েছে। আর কি কি সুবিধা তারা আপনাকে দিয়ে থাকে তার একটি তালিকা দেয়ার চেষ্টা করছি আপনি শুধু একটু দেখেনিন।

সুবিধা গুলোর জানার পরে আপনি নিজেও বলবেন অন্য কোন মাধ্যম ব্যবহার না করে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে। তাহলে চলুন জেনে নেয়া যাক কি কি সুবিধা পাওয়া যাবে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং থেকে।

  • একদম সহজ কিছু স্টেপ মেনেই খুব সহজেই দেশে টাকা পাঠানো যাবে।
  • এটি বাংলাদেশের একটি বৈধ ব্যাংকিং মাধ্যম।
  • এই মাধ্যমে ব্যবহার করে বৈধ প্রক্রিয়ার টাকা পাঠালে সরকার থেকে ঘোষিত প্রণোদনা পাওয়া যাবে।
  • যেকোনো দেশ থেকে টাকা পাঠানো হলে রিসিবারের নিজের অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে যার ফলে টাকা তুলতে কোন প্রকার সমস্যার তৈরি হবেনা।
  • এই মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোন প্রকার সমস্যার মধ্যে পরতে হবেনা। মাত্র কয়েক মিনিটেই টাকা চলে আসবে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে।
  • কোন প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।
  • একদম কম খরচেই টাকা লেনদেন করা যায়।
  • চাইলে এজেন্ট বা নিজের থাকা কার্ড থেকেই টাকা তোলা যাবে।

আরওঃ মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বর্তমানে বাংলাদেশে এমন কোন জায়গা নেই যে, সেখানে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট নেই। আপনি যে জায়গায় মানুষ হউন তাতে কোন সমস্যা নেই। গ্রাম বা শহর যেকোনো জায়গা থেকে আপনি অতি সহজেই বাড়িতে টাকা পাঠাতে পারবেন।

তাছাড়াও আপনি চাইলে সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে হলে আপনার বাড়িতে থাকা যেকোনো এক জনের একটি ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতে হবে।

আর যদি তেমন ব্যবস্থা না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অথবা যে কোন একটি এজেন্ট ব্যাংকের নাম্বার নিয়ে নিতে হবে। ভালো হয় একটি অ্যাকাউন্ট করে নিলে।

কারণ অ্যাকাউন্ট করলে তেমন বাড়তি ঝামেলা থাকেনা। বিশেষ করে যেকোনো সময় টাকা পাঠানো যায় এবং চাইলে যেকোনো সময় ক্যাশ আউট করা যায়। তাই আপনি বাড়িতে বলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলেবেন।

আপনার যদি একটি অ্যাকান্ট থেকে থাকে তাহলে আপনাকে রিসিভার থেকে সেই অ্যাকাউন্টের নাম্বার সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করছেন।

তাছাড়াও অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার নাম্বার তারাই দিয়ে দিবে। নাম্বার জানার পরে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম ব্যবহার করা হয়েছে সেই নাম সংগ্রহ করতে হবে। এটিও অ্যাকাউন্ট তৈরি করার সময় পাওয়া যাবে।

অ্যাকাউন্ট তৈরি করার সময় খেয়াল রাখতে হবে সেই নাম যেন আইডি কার্ড এর সাথে মিল করে হয় এবং কোন প্রকার নামের ভুল যেন না হয়। মনে রাখবেন কোন একটি তথ্য যদি ভূল হয় তাহলে আপনি টাকা পাঠালে সেই টাকা বাংলাদেশে আসবেনা।

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম বিস্তারিত

আপনি কিছু জরুরী বিষয় নোট করে রাখুন যেগুলো আপনাকে ফলো করতেই হবে। তাহলে চলুন ব্যাসিক নিয়ম গুলো জেনে নেয়া যাক,

  • প্রথমেই আপনাকে একটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে আর এর জন্য ডাচ বাংলা ব্যাংক এর কাছে গিয়ে অথবা নিজে নিজে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
  • আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার নিয়ে নিতে হবে।
  • অ্যাকাউন্টের মালিকের পুরো না নিতে হবে। যে নাম দিয়ে সে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। খেয়াল রাখবেন নাম যেন ভুল না হয়।
  • কোন
  • নাম এবং মোবাইল নাম্বার জমা দিতে হবে যেখান থেকে বা যে এক্সেঞ্জ অফি থেকে আপনি টাকা পাঠাবেন। বিদেশে অনেক গুলো এক্সেঞ্জ মাধ্যম রয়েছে তার তালিকা দিয়ে দিবো আপনি শুধু একটু কষ্ট করে এক্সচেঞ্জ অফিস খুজে নিবেন।
  • যে টাকা আপনি এক্সঞ্জ হাউজ থেকে পাঠাবেন সেই টাকা প্রথমে আপনার তৈরি করা বা যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে জমা হবে।
  • টাকা জমা হয়ে গেলে কাঙ্ক্ষিত নাম্বারে এসএমএস দিয়ে জানিয়ে দেয়া হবে।
  • ব্যাল্যান্স চেক করে যখন দেখতে পাবে টাকা জমা হয়েছে তখন যেকোনো এজেন্ট থেকে খুব সহজেই টাকা তুলতে পারবে।

আরও দেখুনঃ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে টাকা আয় করার উপায়

একনজরে যা যা লাগবে

প্রথমেই অ্যাকাউন্ট নাম্বার লাগবে
যার অ্যাকাউন্ট তার পুরো নাম লাগবে এবং নামের কোন কিছু ভূল থাকা যাবেনা
যে শাখা থেকে অ্যাকাউন্ট খোলা সেই অ্যাকাউন্টের নাম
শাখা কোড বা ব্রাঞ্চ কোড লাগবে

শুধু মাত্র এই কয়েকটি বিষয় হলেই আপনি সহজেই ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এখন এই সমস্ত তথ্য নিয়ে বিদেশে টাকা এক্সেঞ্জ করে এমন কোম্পানির কাছে যেতে হবে এবং টাকা পাঠাতে হবে।

বিদেশে থাকা অনেকেই জানেননা যে, কি কি ব্রাঞ্চ রয়েছে যেগুলো থেকে অতি সহজেই বাংলাদেশে টাকা পাঠানো যায়। তাই আপনাকে একটু খোঁজ করে মানি এক্সচেঞ্জ কোম্পানির কাছে গিয়ে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে হবে।

অনেকেই জানেননা যে, বিদেশে থাকা কোন কোন এক্সচেঞ্জ কোম্পানি থেকে টাকা পাঠানো যায়। তাই আপনার আগে থেকেই জেনে থাকা দরকার কোন কোন কোম্পানি থেকে অতি সহজেই টাকা পাঠানো যায়।

আপনাদের সুবিধার জন্য কিছু টাকা লেনদেন কোম্পানির নাম বলে দিচ্ছি যেগুলো থেকে আপনি সহজেই বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কিছু মানি এক্সচেঞ্জ কোম্পানি
১। ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার
২। ইউ.এ.ই এক্সচেঞ্জ সেন্টার এল.এল.সি – ( Uae Exchange Canter L.L.C., U.A.E )
৩। আল আনসারী এক্সচেঞ্জ এল.এল.সি, ইউ.এ.ই – ( Al Ahalia Money Exchange Bureau, U.A.E )
৪। এক্সপ্রেস মানি ফিনান্সিয়াল সার্ভিসেস ( Xpress Money Financial Service )
৫। চেঞ্জ এক্সচেঞ্জ কোং, বাহরাইন ( Change Exchange Cong, Bahrain )
৬। ট্রান্সফাস্ট রেমিটেন্স এল.এল.সি ( Transfer Remittance L.L.C )
 ৭। ইনস্ট্যান্ট ক্যাশ ( Instant Cash )
৮। প্লাসিড এক্সপ্রেস ( Plastid Express )
৯। মারকেনট্রেড এশিয়া সেন্ডিরিয়ান বেরহাদ ( Markentred Asia Senriyan Berhad )
১০। প্রভু মানি ট্রান্সফার ()
 ১১। রিয়া ফিনান্সিয়াল সার্ভিসেস, ইউ.এস.এ।
 ১২। বিএফসি এক্সচেঞ্জ লিমিটেড (ই.জেড.রেমিট)।
১২। হাবিব এক্সচেঞ্জ কোম্পানি।
১৪। লুলু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এল.এল.সি।
 ১৫। ওরিয়েন্ট এক্সচেঞ্জ কোম্পানি এল.এল.সি।
 ১৬। ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ সেন্টার এল.এল.সি।
১৭। আল-ফালাহ এক্সচেঞ্জ কোম্পানি।
১৮। আল-আহালিয়া এক্সচেঞ্জ ব্যুরো কাতার।
১৯। লারি এক্সচেঞ্জ কোম্পানি।
২০। ডলার এক্সচেঞ্জ কোং লিঃ ইউ.এস.এ।
২১। আই.এম.ই রেমিট ইনকরপরেশন।
২২। স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।
২৩। ওয়াল স্ট্রিট ফাইনান্স এল.এল.সি।
 ২৪। ইউ.এস মানি এক্সপ্রেস কোম্পানি  ওমান।
 ২৫। আল জাদিদ এক্সচেঞ্জ এল.এল.সি।
 ২৬। ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অস্ট্রেলিয়া।
২৭। এস.বি.এক্স মানি প্রাইভেট লিমিটেড।
২৮। আই.এম.ই(এম) সেন্ডিরিয়ান বেরহাদ।
২৯। ব্যাংক আল বিলাদ জাপান।
৩০। ইস্ট বেঙ্গল এক্সচেঞ্জ ইনকরপরেশন।
৩১। হ্যালো পয়সা প্রাইভেট লিমিটেড ইতালি।
৩২। ন্যাশনাল এক্সচেঞ্জ।

আরও দেখুনঃ কিছু সময় মোবাইল ব্যবহার করলে গরম হলে কি করবেন?

এখন আপনাকে যে ৩২টি মানি এক্সচেঞ্জ কোম্পানির তালিকা দিলাম তার মধ্যে যেকোনো একটি থেকে আপনি অতি সহজেই বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যেম বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।

বিদেশে থাকা অনেক গুলো নামিদামি কোম্পানি রয়েছে সেগুলো থেকে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। আপনাকে শুধু মানি এক্সচেঞ্জ কোম্পানির গুলো খুজতে হবে এবং জানতে হবে তারা ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠায় কিনা?

যদি পাঠিয়ে থাকে তবেই আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন নতুবা আপনি পারবেননা আপনাকে অন্য একটি কোম্পানি থেকে টাকা পাঠাতে হবে। আশা করছি আপনি এই তালিকা দেখে দেখে অতি সহজেই কোম্পানি গুলো খুজে নিতে কোন সমস্যা হবেনা।

আপনি এই লিস্ট থেকে দেখে দেখে খুজতে থাকুন। যেহেতু এখন বিশ্ব অনেক উন্নত তাই খুজে পেতে আপনাকে কষ্ট করতে হবেনা শুধু গুগলে সার্চ করতে হবে। এক্সেঞ্জ কোম্পানি গুলোর নামের পাশে আপনি যে দেশে থাকেন সেই দেশের নাম লিখে দিলেই হয়ে যাবে।

যদি সেই দেশে থাকে তাহলে আপনাকে দেখাবে এবং সেই সাথে যাওয়ার রাস্থাও দেখিয়ে দিবে। আপনাকে শুধু ইংরেজিতে টাইপ করতে হবে। আপনি তাদের লোকেশন জেনে নিয়ে সেখানে সরাসরি গিয়ে টাকা পাঠিয়ে দিতে হবে।

ডাচ বাংলা ব্যাংক রেমিটেন্স নিয়ে কিছু কথা

বিদেশে থাকা প্রতিটি মানুষ চায় তার কষ্টে অর্জিত টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে কিন্তু সেই টাকা যদি বৈধ পথে পাঠিয়ে অবৈধ পথে পাঠায় তাহলে টাকা হারিয়ে যাওয়ার চিন্তা সব সময় মাথার মধ্যে থাকে।

আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে অতি সহজেই বাংলাদেশে টাকা পাঠানো যাবে আবার সেটি বৈধ পথে যার ফলে টাকা পাওয়া নিয়ে কোন প্রকার চিন্তা করতে হবেনা।

তাই এই ক্ষেত্রে আপনার বৈধ পথে টাকা পাঠনো উচিৎ যেন কোন প্রকার ঝামেলার মধ্যে পরতে না হয়। আর এখন আপনি একদম সহজ এবং নিরাপদ উপায় অবলম্বন করে বাংলাদেশে টাকা পাঠাতে হবে।

মিনিটের মধ্যে টাকা হাতে পাওয়া যাবে এই ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করার মাধ্যমে। আপনার টাকা নিরাপদে দেশে পাঠিয়ে দেয়ার জন্য ডাচ বাংলা ব্যাংক আপনার জন্য সহজ উপায় নিয়ে এসেছে।

ডাচ বাংলা ব্যাংক আপনার জন্য এমন এক সুবিধা নিয়ে এসেছে যে, শুধু মাত্র কয়েকটি নিয়ম মেনেই দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক আপনাকে এমন এক নিশ্চয়তা দিচ্ছে যে, আপনার টাকা কোন ভাবেই অন্য কেও পাবেনা।

এর কারণ হচ্ছে আপনার দেয়া তথ্য যদি ভূল হয় তাহলে তারা আপনার পাঠানো টাকা হোল্ড করে রাখবে এবং পরবর্তিতে আপনি সেই টাকা ফেরৎ নিতে পারবেন। যদিও আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু তারপরেও আপনি অনেক বড় একটি নিশ্চয়তা পাচ্ছেন তাদের কাছে।

আর আপনি সব সময় চেষ্টা করবেন আপনার দেয়া তথ্য যেন একদম সঠিক হয়। কারণ সঠিকভাবে তথ্য গুলো দিয়ে দিলে আপনাকে পরবর্তিতে কোন প্রকার ঝামেলার মধ্যে পরতে হবেনা।

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম আপনার পছন্দ হলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টি সম্পর্কে জেনে থাকে এবং তারাও তাদের টাকা অতি সহজেই বাংলাদেশে পাঠাতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *