শিক্ষা

বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

সুপ্রিয় সিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনি? আশা করছি আপনি অনেক ভালো আছেন। আজ আমি আপনাকে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন কিভাবে লিখতে হয় তার নিয়ম ও আবেদন লিখে দিবো।

যেটি দেখে দেখে আপনি খুব সহজেই খুব সুন্দর একটি আবেদন পত্র লিখে ফেলতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটি আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে তেমন বেশী অবগত নয়।

যার ফলে তার আবেদনের যে ফুল মার্ক থাকে সেটি পায়না। তাই আপনার উচিৎ হবে কিভাবে সঠিক নিয়মে একটি আবেদন পত্র লিখতে হয় সে বিষয় সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জেনে নেয়া।

তাই আপনি অবশ্যই এই আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন। আজ এই আর্টিকেল থেকে আপনি ভালো কিছু শিখতে চলেছেন তাই অবশ্যই সময় নিয়ে পড়বেন। তাহলে চলুন পরবর্তি বিষয় গুলো সম্পর্কে জেনে নেই।

আবেদনপত্র কি?

সঠিক কাঠাম ওঃ নিয়ম মেনে কর্তৃপক্ষের কাছে যেকোনো একটি পত্র বা চিঠির মাধ্যমে আবেদন বা আর্জি জানানো হয় আর তাকেই আবেদনপত্র বলে।

আমদেরকে কাজ অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ধরনের দরখাস্ত লিখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নানান বিষয় থেকে শুরু করে , চাকরির জন্য দরখাস্ত, অফিস থেকে ছুটি নিতে হলেও দরখাস্ত লিখতে হয় এবং আর্জি জানাতে হয়।

আর এই ধরখাস্তকেই মূলত আবেদন পত্র বলা হয়। এখন চলুন আবেদন পত্র লেখার জন্য যে নিয়ম গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা শুরু করি,

আবেদন পত্র লেখার সঠিক নিয়ম

আবেদন পত্র লেখার জন্য নির্দিষ্ট একটি ফরম্যাট রয়েছে আর সেই ফরম্যাট অনুযায়ী প্রতিটি আবেদন পত্র লিখতে হয় হোক সেটি ইংরেজি বা বাংলা। আপনি যদি সঠিক নিয়ম না মেনে আবেদন পত্র জমা করেন তাহলে এটি বাতিল হয়ে যাবে।

তাই সঠিন নিয়মে আবেদন পত্র লিখতে হয়। তাহলে চলুন জেনেনেই কিভাবে একটি আবেদন পত্র লিখতে হয়,

  • প্রতিটি লাইন বাম দিক থেকে শুরু হতে হবে এবং লাইন গুলো একই সারিতে থাকবে। এদিক ওদিক হয়ে গেলে বাতিল বলে গন্য হবে।
  • আবেদন পত্র লেখার শুরুর সময় প্রথমেই তারিখ দিতে হবে এবং মার্জিন এর ঠিক একটু দূর থেকে শুরু করতে হবে।
  • এরপর কর্তৃপক্ষের নাম, পদবি ও ঠিকানা লিখতে হবে।
  • তাপরের লাইনে আবেদনের বিষয় লিখে দিতে হবে।
  • এখন শুরু করতে হবে। এখন আপনাকে সম্ভাষণ, মহোদয়, জনাব, মহাশয় এর মধ্যে যেকোনো একটি লিখে দিতে হবে আবার সেটি হবে বিষয়ের ঠিক নিচ বরাবর।
  • এরপর আপনার আবেদনের বিষয় বস্তু লেখা শুরু করতে হবে এবং সেটি সংক্ষিপ্ত আকারের হতে হবে।
  • আপনার বিষয় বস্তু লেখা শেষ হলে একটু নিচে বিনীত অথবা নিবেদক লিখে দিতে হবে। এই দুটির যেকোনো একটি ব্যবহার করলেই হবে।
  • বিনীত লেখার ঠিক নিচ বরাবর আপনার নাম লিখে দিতে হবে।
  • এখন আপনার আবেদনট সুন্দর একটি খামের মধ্যে রেখে জমা দিতে হবে।

যদি কোন শিক্ষার্থী বন্ধুরা তাদের ক্লাস পরিক্ষার জন্য আবেদন পত্র লিখতে চায় তাহলে আমি বলতে পারি আপনি আজ আবেদন পত্র লেখার একজন অভিজ্ঞ মানুষ হতে চলেছেন।

আরওঃ সামাজিক যোগাযোগ বলতে কি বোঝায় এর সুবিধা এবং অসুবিধা গুলো কি কি?

আবেদন পত্রের ফরম্যাট দেখুন

তারিখ
বরাবর,
কর্তৃপক্ষের নাম
ঠিকানা
 
বিষয়ঃ 
 
জনাব
 
আপনার সংক্ষিপ্ত বক্তব্য গুলো এখানে স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং কোন প্রকার লাইন ব্রেক করা যাবেনা। শুরু মাত্র শেষের পেরাগ্রাফের আগে একটি লাইন ব্রেক হবে। ( দরখাস্তটি দেখলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে )
 
বিনীত নিবেদক
এখানে আপনার নাম লিখে দিতে হবে
ঠিকানা ( শিক্ষার্থী হলে ক্লাস ও রোল লিখে দিতে হবে )

বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

তাহলে চলুন আমারা এখন আবেদন পত্র লেখার মাধ্যমে আরও অভজ্ঞতা অর্জন করি। সেই সাথে একটি কথা না বললেই নয়, অনেকেই রয়েছেন যারা বই হোক বা ওয়েবাসাইট সেখান থেকে একই লেখা গুলো তুলে দিয়ে থাকে।

কিন্তু এটি নিতান্তি ভূল কারণ একবার যদি দরখাস্ত লেখার সঠিক নিয়ম গুলো জানা যায় তাহলে নিজে নিজেই যেকোনো ধরণের দরখাস্ত লিখে ফেলা যায়। তাই চলুন আমরা দরখাস্ত লিখে ফেলি,

১৪-১০-২০২২

বরাবর,

প্রধান শিক্ষক

সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়

সাঁথিয়া, পাবনা

বিষয়ঃ বিদ্যালয়ে একটি কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়য়ের ১০ দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি উক্ত দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে করছি যে, আমরা সকলেই কম্পিউটারের প্রতি অনেক বেশী আগ্রহী এমনকি আমাদের ক্লাসের কয়েক জন শিক্ষার্থী কম্পিউটারকে আবশ্যিক বিসয় হিসাবে নিয়েছে। কিন্তু আমরা কোনোভাবেই কম্পিউটার চর্চা করার সুযোগ পাইনা তাই আমাদের স্কুলে একটি কম্পিউটার ক্লাব হওয়া অনিবার্য হয়ে গিয়েছে। তাছাড়াও আমরা সকলেই আধুনিক প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে যাচ্ছি।

তাই আমরা আশা করছি আপনি আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার অনুগত ছাত্র

নির্ঝর ফারুক

রোলঃ ০০, দশম শ্রেণী ( ক শাখা )

সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়য়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে

আর্টিকেলের শেষ কথা

আশা করছি আপনি কিভাবে সঠিক নিয়ম মেনে একটি দরখাস্ত লিখতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন এবং শিখে নিয়েছেন কিভাবে বিদ্যালয়ে কম্পিউটার ক্লাব স্থাপন করার জন্য দরখাস্ত লিখতে হয়।

আপনি অবশ্যই নিজের মত করে লেখার চেষ্টা করবেন। আপনি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ভালো কিছু শেখার জন্য সাহায্য করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *