ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড
ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড -কম্পিউটার হোক বা মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে এটা স্বাভাবিক একটি বিষয়। ভাইরাস কি বা কি ক্ষতি করে সেই বিষয়টি অনেকেই জানে আবার অনেকে না জেনেই ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করতে চায়।
তাই আপনার প্রথমে ভাইরাস সম্পর্কে একটি ধারণা তৈরি হবে এবং বুঝতে পারবেন আপনার ফোন অথবা কম্পিউটারের জন্য এন্ট্রিভাইরাস ডাউনলোড করেনিন। এই আর্টিকেলে এমন কিছু এন্ট্রিভাইরাস নিয়ে কথা বলা হবে যেগুলো মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসে ব্যবহার করা যাবে।
ভেবে দেখলাম এই কি-ওয়ার্ড লিখে অনেকেই সার্চ করছেন কিন্তু এই সমস্ত ব্যাক্তিবর্গ কি ডিভাইসের জন্য ভাইরাস কাটার সফটওয়্যার খুজছে সেটি জানা নেই। তাই আজকের এই আর্টিকেলে ভাইরাস কাটার জন্য মোবাইল এবং কম্পিউটারে চলবে এমন কিছু এন্ট্রিভাইরাস নিয়ে কথা বলার চেষ্টা করবো।
কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে?
ভাইরাস হচ্ছে এক ধরণের প্রগ্রাম যেটি কম্পিউটার দ্বারাই তৈরি করা হয়ে থাকে। যে সমস্ত সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় সমস্ত সফটওয়্যার এক প্রকারের প্রগ্রাম দিয়ে তৈরি করা হয়ে থাকে ঠিক তেমনি ভাইরাস গুলো প্রগ্রাম দ্বারা তৈরি করা হয়ে থাকে।
কিছু প্রগ্রাম রয়েছে যেগুলো মানুষের উপকারের জন্য তৈরি করা হয় আবার কিছু প্রগ্রাম রয়েছে যেগুলো শুধু মানুষের ক্ষতি করে থাকে। আর ভাইরাস হচ্ছে এমন প্রগ্রাম যা মানুষের ক্ষতি করে থাকে।
ভাইরাস ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে মোবাইলে প্রবেশ করে এবং বিভিন্ন ফাইল গুলোকে এক্সেস করার মাধ্যমে বিভিন্ন তথ্য চুরি করে থাকে এবং সেই তথ্য গুলো দিয়ে এক শ্রেণীর হ্যাকার মানুষের ক্ষতি করে থাকে। এছাড়াও কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল গুলো ডিলিট করে দিতে পারে।
ভাইরাস কি এবং কিভাবে কাজ করে ও বাচার উপায় নিয়ে আর্টিকেল লেখা রয়েছে আপনি সেটি দেখতে এখানে চাপ দিন। আশা করা যাচ্ছে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যেটি ব্যাক্তি জীবনে অনেক কাজে দিবে।
আরও দেখুনঃ মোবাইল থেকে ভাইরাস কাটার উপায়
ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড ফ্রি
যে সমস্ত ভাইরাস কাটার সফটওয়্যার অনলাইনে এভাইলেবল রয়েছে সেগুলোর মধ্যে বেশীরভাগই হচ্ছে পেইড ভার্সন। কিন্তু এই আর্টিকেলে আমি কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করা হবে যেগুলো একদম ফ্রি হতে চলেছে এবং কম্পিউটার ভার্সন ও মোবাইল ভার্সন উভয় রয়েছে।
তাই সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত জানুন এবং আপনার ফোনের অথবা কম্পিউটারের জন্য সঠিক সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করে ভাইরাস ডিলেট করেদিন।
ক্যাস্পার স্কাই এন্ট্রিভাইরাস -Kaspersky

অনেক পুরাতন এবং দীর্ঘদিন জাবৎ ব্যবহার হয়ে আসছে এই এন্ট্রিভাইরাটি। এক সময় এই সফটওয়্যারটি শুধুমাত্র কম্পিউটারে ব্যবহার করা যেত কিন্তু এখন এটি মোবাইলে ব্যবহার করা যাচ্ছে। এই এন্ট্রিভাইরাস কোম্পানি মোবাইলের জন্য আলাদা একটি ডেডিকেটেট ভার্সন পাবলিশ করা হয় শুধু মাত্র স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য।
গুগল থেকে সার্চ করার মাধ্যমে কম্পিউটারের জন্য ডাউনলোড করে ইন্সটল করে সব ধরণের ভাইরাস ডিলিট করে দেয়া যাবে। যদি মোবাইল ফোনের জন্য ডাউনলোড করতে হয় তাহলে মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করেতে হবে এবং সার্চ করতে হবে Kaspersky Antivirus & VPN এটি লিখে সার্চ করার পর যে অ্যাপটি আসবে সেটি ইন্সটল করে নিতে হবে।
ক্যাস্পার স্কাই এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- সব সময় অনলাইন থাকে তাই ২৪X৭ থ্রেটগুলোকে সর্বদা মনিটর করে থাকে।
- মোবাইলে থাকা অ্যাপ গুলোকে সিডিউল অনুযায়ী স্ক্যান করে থাকে এবং সেই সাথে ভাইরাস থাকলে ডিলিট করে দেয়।
- ফোনে থাকে আনওয়ান্টেড অ্যাপ গুলোকে ডিটেক্ট করে এবং প্রয়োজন অনুযায়ী ডিলিট করে দেয়।
- ইন্টারনেট ব্রাউজ করার সময় কোন একটি ওয়েবসাইট তথ্য চুরি করতে চাইলে বাধা প্রদান করে।
- বিভিন্ন ফিচার রয়েছে যে যেগুলো ব্যবহার করার মাধ্যমে মোবাইল ভাইরাস থেকে রক্ষা পায়।
- ফিচার হিসাবে লকিং, ওয়াইপিং এ স্টোলেন ডিভাইস যুক্ত করা আছে।
এভিজি এন্ট্রিভাইরাস -AVG Antivirus

বহুল পরিচিত একটি এন্ট্রিভাইরাসের নাম হচ্ছে এভিজি এন্ট্রিভাইরাস। এই সফটওয়্যারটি মোবাইল ফোন এবং কম্পিউটাএর জন্য এভাইলেবল রয়েছে তাই চাইলে দুই ধরণের ডিভাইসে ব্যবহার করা যাবে।
বিশেষ করে সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি হওয়ার কারণে অনেকেই ব্যবহার করে আসছে। যদিও সফটওয়্যারটি প্রিমিয়াম একটি সফটওয়্যার কিন্তু এটির ফ্রি ফিচার ব্যবহার করা যাবে। প্রিমিয়াম ভার্সনে অনেক ধরণের ফিচার পাওয়া যায় কিন্তু ফ্রি ভার্সনে সব ফিচার পাওয়া যায়না।
আরও দেখুনঃ মারাত্মক ৫টি কম্পিটার ভাইরাস যেগুলো বেশী মারাত্মক
সব গুলো ফিচার ওপেন করে ফোনকে অধিক সুরক্ষিত রাখার জন্য প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা যেতে পারে। এছাড়া ফ্রি ভার্সনটি ব্যবহার করে ফোন স্ক্যান করার মাধ্যমে ভাইরাস ডিলিট করা যাবে।
মোবাইলের জন্য রয়েছে অ্যাপ যেটি গুগল প্লে সটরে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য AVG Antivirus লিখে সার্চ করতে হবে এবং প্রথম যেটি পাওয়া যাবে সেটি ডাউনলোড করে নিতে হবে এবং পিসি বা কম্পিউটারের জন্য গুগল থেকে AVG Antivirus লিখে সার্চ করলে প্রথমেই লিংক চলে আসবে এবং সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হয়ে যাবে।
এভিজি এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে চুরি হয়ে যাওয়া ফোন খুজে পাওয়া সম্ভব হয়।
- অ্যাপ গুলোর জন্য সিকিউরিটি অপশন আসে যেটি থেকে অ্যাপ গুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়।
- প্রিমিয়াম ভার্সনে এমন একটি ফিচার রয়েছে ফোন চুরি হয়ে গেলে সিম খুলে ফেললে বা রিপ্লেস করলে অটোমেটিক ফোন লক হয়ে যায়।
- ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার, আনসেফ অ্যাপ এবং নানা ধরণের থ্রেড এর আক্রমন থেকে রক্ষা করে থাকে।
- প্রিমিয়াম ভার্সনে পরপর তিনবার ফোনের পাসওয়ার্ড ভূল করলে অজ্ঞাত ব্যাক্তির ছবি তুলে মেইল করে দেয়।
- ইন্টারনেট সিকিউরিটি দেয়া থাকে যার ফলে ইন্টারনেট থেকে ভাইরাস ডাউনলোড হতে পারেনা।
এভাস্ট মোবাইল সিকিউরিটি -Avast Mobile Security

মোবাইল এবং কম্পিউটার থেকে ভাইরাস ডিলিট করার জন্য আরও একটি শক্তিশালী এন্ট্রিভাইরাস সফটওয়্যার হচ্ছে এভাস্ট। দীর্ঘদিন যাবৎ এন্ট্রিভাইরাসটি শুধুমাত্র কম্পিউটারে ব্যবহার হত। পরবর্তীতে স্মার্ট ফোনের জন্য একটি অ্যাপ ডেভেলপ করা হয় যেটি গুগল প্লে পাওয়া যাবে।
মোবাইলের যে জন্য সমস্ত ফিচার এভাইলেবল রয়েছে এবং সব গুলো ফিচার ওপেন করতে হলে প্রিমিয়াম ভার্সন নিতে হবে নতুবা ফ্রি ভার্সন ব্যবহার করেও ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়।
ডাউনলোড করার জন্য গুগল থেকে সার্চ করলে পিসি ভার্সন এবং মোবাইল ভার্সন দুটি পাওয়া যাবে। চাইলে এন্ট্রিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে।
এভাস্ট এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- ক্ষতিকর অ্যাপগুলোকে সহজেই খুজে বের করে ডিলেট করে দেয়
- ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যান করে এবং ভাইরাস প্রবেশ করতে চাইলে বাধা প্রদান করে
- প্রিমিয়াম ভার্সন একটি ডাউনলোড করলে একই একাউন্টে মোট ১০টি ডিভাসে চালানো যায়
- ওয়েবসাইটের ড্যাঞ্জার লিংক গুলোকে ব্লক করে দেয়
- এভাস্ট এন্ট্রিভাইরাসের নিজস্ব ভিপিএন রয়েছে
গুগল প্লে-প্রটেক্ট -Google Play Protect

এটি যেহেতু গুগ্লের একটি প্রডাক্ট তাই উন্নতমানের হবে এটি নিয়ে কোন সন্ধেহ থাকার কথা নয় কারণ আমরা গুগল সার্চ, জিমেইল, ইউটিউব, গুগল প্লে-স্টোর প্রতিনিয়ত ব্যবহার করে থাকি যার মধ্যে সব গুলোই গুগলের।
আর এই এন্ট্রিভাইরাসটি শুধুমাত্র মোবাইল ফোনের জন্য বিল্ড করা হয়েছে। বিশেষ করে এই এন্ট্রিভাইরাস সফটওয়্যারটি মোবাইলের ডেটা সুরক্ষা দিকে দিয়ে অনেক বেশী শক্তিশালী ভূমিকা রাখে। এছাড়াও অ্যাপটি ব্যবহার করলে কেও যদি লুকিয়ে মনিটরিং করে থাকে তাহলে ডিটেক্ট করতে পারে।
যেকোনো ধরণের ম্যালওয়ার এবং ট্রেড ডিলিট করে দেয়ে এবং প্রবেশ করতে বাধা প্রদান করে। যেহেতু একটি একটি মোবাইল অ্যাপ তাই ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর থেকে Google Play Protect লিখে সার্চ করতে হবে।
গুগল প্লে-প্রটেক্ট এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- ফোনের ডিভাইস ট্রাকিং করতে পারে তাই চুরি হয়ে যাওয়া ডিভাইস খুজে পেতে অনেক বেশী হেল্পফুল
- যেকোনো সমস্যা হলে নিজে থেকেই ফোন লক করে দেয়
- যেকোনো ধরণের হার্মফুল অ্যাপ বা থ্রেড থেকে রক্ষা করে থাকে
- নিজে থেকেই PHA ব্লকের পাশাপাশ ডিলিট করে দেয়
ম্যাকাফি মোবাইল সিকিউরিটি -McAfee Mobile Security

ভাইরাস থেকে ফোনকে সুরক্ষিত রাখার জন্য ম্যাকাফি একটি জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম। বিশেষ করে এটি ডেভেলপ করা হয়েছিল কম্পিউটার ডিভাইসের জন্য কিন্তু বর্তমানে এতি সব ধরণের ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
সফটওয়্যারটি ফ্রি এবং পেইড দুটি ভার্সনে পাওয়া যাবে। আর হ্যা প্রিমিয়াম ভার্সনে ফ্রি VPN রয়েছে। ভাইরাস থেকে ফোনকে সুরক্ষিত রাখার জন্য ভালো মানের একটি মোবাইল সিকিউরিটি।
কম্পিউটার থেকে ডাউনলোড করার জন্য গুগল থেকে সার্চ করতে হবে এবং মোবাইল ডিভাসের জন্য প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিতে। চাইলে এটি ফোনের ইন্সটল করে রাখা যেতে পারে।
ম্যাকাফি এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- ওয়েবসাইট থেকে পুশ করা যেকোনো ড্যাঞ্জার লিংক থেকে ডিভাইসকে সুরক্ষা করে দিয়ে থাকে
- মোবাইল অ্যাপ থেকে শুরু করে প্রতিটি ফাইল স্ক্যান করা যায় এবং ভাইরাস ডিটেক্ট করলে ডিলেট করা যায়
- নিজের গোপনীয়তা রক্ষা করার জন্য ভিপিএন অন করার সুবিধা রয়েছে
- নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে অনেক বেশী সহায়ক
- ম্যনুয়ালি স্ক্যান যায় বলে পেন্ড্রাইভ বা অন্য কোন ডিভাইস প্রবেশ করানোর পর স্ক্যান করে ভাইরাস ডিলিট করে দেয়া যায়
ম্যালওয়ারবাইটস সিকিউরিটি -Malwarebytes Security

এই এন্ট্রিভাইরাসটি তেমন বেশী পপুলার নিয় কিন্তু ম্যালওয়ার ডিটেক্ট করার জন্য অনেক বেশী হেল্পফুল একটি এন্ট্রিভাইরাস। অন্যান্য এন্ট্রিভাইরাস গুলোর মত এটিও অনেক ধরণের সুবিধা প্রদান করতে থাকে।
যেমন ফোনের অ্যাপ গুলোকে স্ক্যান করে, আনওয়ান্টেড অ্যাপ গুলোকে ডিলিট করে দেয়, ওয়েবসাইট থেকে পুশ করা খারাপ লিংক গুলোকে ব্রেক করে দেয় এবং ফাইল ডাউনলোডে বাধা প্রদান করে। যেমন বিভিন্ন ফিশিং লিংক গুলোকে সহজেই ডিটেক্ট করে নেয় এবং তথ্য চুরি থেকে রক্ষা করে থাকে।
ম্যালওয়ারবাইটস এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- এই এন্ট্রিভাইরাস কোম্পানি এন্ট্রিভাইরাসের সাথে নিজস্ব ভিপিএন প্রভাইড করে থাকে
- আনওয়ানটেড অ্যাপ গুলোকে ডিটেক্ট করে ডিলেট করে দেয়
- যেকোনো ধরণের ফিশিং লিংক ডিটেক্ট করতে পারে এবং ইন্টারনেট ব্রাউজ করতে বাধা প্রদান করে
- নিজে থেকেই থ্রেড ডিটেক্ট করতে পারে এবং ডিলিট করে দিতে পারে
- এটিতে সয়ংক্রিত অডিট ফিচার যুক্ত করা আছে যেটি মোবাইলে থাকা অ্যাপ গুলোকে মনিটরিং করে থাকে
এফ-সিকিউর সেইফ -F-Secure SAFE

যারা মোবাইল ব্যাংকিং এর সাথে জড়িত এবং ব্যাংক অ্যাপ লগিন করা থাকে তাদের জন্য স্পেশাল একটি এন্ট্রিভাইরাস এটি। বিশেষ কায়দায় এই এন্ট্রিভাইরাস সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে।
কম্পিউটার এবং মোবাইল উভয় ডিভাইসের জন্য ব্যবহার করা যাবে। বিশেষ করে যারা কম্পিটারে ব্যবহার করতে চায় তারা ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে গুগল থেকে নাম লিখে সার্চ করবে এবং মোবাইল ব্যবহারকারীরা ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করবে।
এফ-সিকিউর সেইফ এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- রিমোট একাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য বেশ কার্যকরী একটি অ্যাপ
- এর সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে হারানো ফোন অতি সহজেই খুজে পাওয়া যায়
- একটি ডিভাইস থেকে অন্য ডিভাসে ব্যবহার করার মত সুবিধা রয়েছে
- যেকোনো ধরণের ফিশিং ওয়েবসাইট গুলোকে ব্লক করে দেয়
- মোবাইল এবং অ্যাপ স্ক্যান করা যায় যার ফলে ভাইরাস মোবাইলে প্রবেশ করতে পারেনা
এমসিসফট এনার্জি কিট -Emsisoft Emergency Kit

মোবাইল ডিভাইসকে ম্যালওয়্যার থেকে রক্ষা করতে হলে এই অ্যাপটি ব্যবহার করতে হবে। এটি এমন একটি এন্ট্রিভাইরাস অ্যাপ যেটি ব্যবহার করলে কোন প্রকার ম্যালওয়্যার মোবাইলে প্রবশ করতে পারেনা।
অ্যাপটি অধিক লাইট ওয়েট হওয়ার কারণে যেকোনো ডিভাইসে অতি সহজেই স্মুথলি ব্যবহার করা যায়। ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড মোবাইল ফোনে ইন্সটল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ করে বের করতে হবে এবং ইন্সটল বাটনে ক্লিক করে দিতে হবে। আর হ্যা মোবাইলের পাশাপাশি কম্পিটারের জন্য এভাইলেবল রয়েছে।
এমসিসফট এনার্জি কিট এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- এটি যথেষ্ট লাইটওয়েট একটা মোবাইল অ্যাপ ফোনে একদম স্মুথলি চলে থাকে
- ফোনের বা কম্পিউটারের যেকোনো ম্যালওয়্যার ডিটেক্ট এবং ডিলিট করার জন্য বেশ আল ভূমিকা রাখে
- ভাইরাস দ্বারা সংক্রমিত যেকোনো PC রিকভার করার জন্য সেরা একটি সফটওয়্যার
- ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত অ্যাপ এবং ফাইল ডিটেক্ট করে ডিলিট করে দিতে পারে
ইসেট স্মার্ট সিকিউরিটি -ESET Smart Security Premium

নির্ভরযোগ্য একটি এন্ট্রিভাইরাসের নাম হচ্ছে ইসেট। কম্পিউটারে সবচেয়ে বেশী ব্যবহার হওয়া এন্ট্রিভাইরাস এটি। বর্তমানে মোবাইল ফোনের জন্য গুগল প্লে স্টোরে এভাইলেবল রয়েছে।
বিশেষ কথা হচ্ছে এই এন্ট্রিভাইরাসটি সম্পূর্ণ প্রিমিয়াম একটি সফটওয়্যার তাই এটি ব্যবহার করতে টাকা প্রদান করতে হবে। ১ মাসের জন্য ফ্রি টায়াল ব্যবস্থা রয়েছে। এই এন্ট্রিভাইরাস সফটওয়্যারটি Windows, Mac এবং Linux অপারেটিং সিস্টেমের জন্য এভাইলেবল রয়েছে।
যেহেতু এটি একটি বহুল ব্যবহার হওয়া এন্ট্রিভাইরাস তাই মোবাইলের ফোন অথবা কম্পিটারের জন্য আপাদত ট্রায়ল ভার্সনটি ইন্সটল করে পারফর্মেন্স চেক করা যেতে পারে।
ইসেট স্মার্ট সিকিউরিটি এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- এই এন্ট্রিভাইরাসটি ব্যবহার করে কম্পিটার অথবা মোবাইলের ফাইল গুলোকে এনক্রিপ্ট করে রাখা যায়
- এন্ট্রিভাইরাস এর পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি সহ মোট ৫টি সিকিউরিটি যুক্ত করা আছে
- এটি Windows, Andorid, MacOs , Linux অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়
- কম্পিউটারে থাকা ওয়েবক্যাম, মোবাইলের ক্যামেরাকে প্রটেক্ট করে থাকে
বিটফেন্ডার মোবাইল সিকিউরিটি -Bitdefender Mobile Security

এটি শুধু মাত্র মোবাইল ফোনের জন্য বিল্ড করা হয়েছে। বিশেষ করে ম্যালওয়্যার এবং থ্রেড থেকে ফোনকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। গুগল প্লে স্টোর থেকে অতি সহজেই এই মোবাইল সিকিউরিটি ডাউনলোড করা যাবে।
ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোর থেকে Bitdefender Mobile Security লিখে সার্চ করলেই রেজাল্ট চলে আসবে এবং ইন্সটল করা যাবে। বর্তমানে যে সমস্ত ফোন গুলোর আপডেট অপারেটিং সিস্টেম রয়েছে সেই ফোন গুলোর জন্য পারফেক্ট কাজ করে।
বিটফেন্ডার এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- মোবাইলে থাকা সব ধরণের এইকাউন্টের প্রাইভেসী প্রদান করে থাকে
- সব সময় ইন্টারনেট ব্যবহার করে তাই এটি ডেটা প্যাকের জন্য ইফেক্ট করে ( অসুধা )
- যাদের কাছে Android 5.0 এর পরবর্তি ডিভাইস রয়েছে সেই সমস্ত ফোন গুলোতে স্মুথলি কাজ করবে
- সিকিউরিটির পাশাপাশি ফ্রি ভিপিএন রয়েছে যেটি ইন্টারনেট ব্যবহারে আরও বেশী সুরক্ষা প্রদান করে
- অধিক পরিমাণে ব্যাটারি চার্জ নেয়া থেকে বিরত থাকে
- ফোন চুরি হয়ে গেলে অন্য ফোনের ইমেইল লগিন করে চুরি হয়ে যাওয়া ফোন লক এবং ডেটা ফরম্যাট করা যায়
নরটন ৩৬০ ডিলাক্স -Norton 360 Deluxe

এটি এটি প্রিমিয়াম মোবাইল সিকিউরিটি সিস্টেম। নরটন এর বেশ কিছু সফটওয়্যার কম্পিউটারের ফ্রি ভার্সন প্রদান করে থাকে। বিশেষ করে নিজেকে এবং নিজের ডিভাইসকে সাইবারক্রাইম থেকে রক্ষা করার জন্য বেশ ভালোমানের সিকিউরিটি অ্যাপ এটি।
পাবলিক আইপির ওয়াইফাই গুলো ঝুকিপূর্ণ হয়ে থাকে তাই এই অ্যাপটি ব্যবহার করা দরকার কারণ এটি ওয়াইফাই নেটওয়ার্ককে হ্যাকিং হওয়া থেকে বাধা প্রদান করে থাকে।
নরটন ৩৬০ ডিলাক্স এন্ট্রিভাইরাস ফিচার সমূহ
- সব ধরণের ক্ষতিকারক ওয়েবসাইট নিজে থেকেই ডিটেক্ট করে থাকে এবং ব্লক করে দেয়
- ফোনের সিকিউরিটি অধিক শক্তিশালী হয়ে থাকে যার ফলে সাইবার এটাক থেকে ফোনকে রক্ষা করে থাকে
- নতুন কেও ওয়াইফাই কানেক্ট করলে নটিফিকেশন দিয়ে দেয় এবং শঙ্কাজনক হলে সেই ফোনের আইপি ব্লক করে দেয়া যায়
- নতুন অ্যাপ ডাউনলোড করার সময় অটোমেটিক ভাবেই স্যাকিং করার সুবিধা দিয়ে থাকে
- ফোনের সুরক্ষায় বেশ কাজের একটি অ্যাপ
আর্টিকেল ট্যাগ
মোবাইলে ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড, অটো ভাইরাস কাটার সফটওয়্যার, মোবাইলে ভাইরাস দূর করার উপায় ,মোবাইল ভাইরাস ক্লিনার, মোবাইল পরিষ্কার করার সফটওয়্যার, অটো ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড, ভাইরাস বানানোর সফটওয়্যার, মেমোরি কার্ডের ভাইরাস দূর করার উপায়
শেষ কথাঃএই ছিল আজকের আর্টিকেলে বিষয় বস্তু। আশা করছি আর্টিকেলটি থেকে উপকৃত হয়েছেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি এখনই কমেন্ট করুন।