গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

ভিভো ভি২৭ বাংলাদেশে দাম ২০২৩

ভিভো ভি২৭ বাংলাদেশে দাম –চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ১২ জিবি র‍্যামের নতুন ৫জি ফোন আনছে। মডেল ভিভো ভি২৭।ভিভো ভি২৭ মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০ মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। কালো ও নীল রঙে এই ফোন বিক্রি হবে।

এর মধ্যে নীল ফোনটির রং বদল হবে। এই দুই ফোনের বেস ভেরিয়েন্টে থাকবে ৮ জিবি র‌্যাম ও ১২ জিবি ও ১২৮ জিবি রম। টপ ভেরিয়েন্টে ১২ জিবি রম থাকবে। এই ভেরিয়েন্ট কিনতে কিছুটা বেশি খরচ করতে হবে।

ভিভো ভি২৭ ফোনটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই ডিসপ্লের আকার হবে ৬.৫৬ ইঞ্চির। ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে।অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত ভিভোর নতুন হ্যান্ডসেটটিতে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে।

যা চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জার থাকবে।ফোনটির মেইন ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেলের। সেলফির জন্য থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। মার্স মাস নাগাদ ডিভাইসটি কেনা যাবে। ভিভো ভি২৭ বাংলাদেশে দাম হবে ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

সম্পর্কিত

মাত্র ১২ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

নকিয়ার ওয়াটারপ্রুফ ফোন, দাম ১৩ হাজার

চোখের জন্য উপকারী ভিভোর নতুন ফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *