মাত্র ১২ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!

এবার একদম বাজেটের মধ্যে নতুন ফোন বাজারে নিয়ে আসছে অনর যার মডেল হচ্ছে অনর এক্স৭এ। যদিও এই ফোনটি একদম কম বাজেটের কিন্তু তারপরেও এই ফোনের সাথে থাকছে এলসিডি ডিসপ্লে এবং মিডিয়াটেকের প্রসেসর।

এই ফোনটির সাথে আরও থাকছে ৬.৭ইঞ্চির ডিসপ্লে যার সাথে থাকছে এইচডি রেজোলিউশন এবং আরও থাকছে ৯০ হার্টজ এর রিফ্রেশরেট। এই ফোনটির সাথে যুক্ত করা আছে ওয়াটারড্রপ ডিসপ্লে এবং সেই সাথে ডিসপ্লে প্রটেকশন থাকার কারণে এই ফোনটি হাত থেকে পরে গেলেও কোন প্রকার সমস্যা হবেনা। বিশেষ করে এই ফোনের ডিসপ্লের প্যানেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, চোখের জন্য ক্ষতিকর নয়।

অনর এক্স৭ মোবাইলটির সাথে থাকছে মিডিয়াটেক এমটি৬৭৬৫ প্রসেসর এবং সেই সাথে স্টোরেজ হিসাবে থাকছে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি রম এছাড়াও আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে সর্বমোট ১ টেরাবাইট।

আরও দেখুনঃ বাংলাদেশের বাজারে ইনফিনিক্স মোবাইলের দাম

সেই সাথে ফোনটির রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেনক্স ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং আরও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়াও ফোনটির সাথে সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত করা আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

এদিকে ফোনটির চার্জিং ব্যাকাপের জন্য সাথে থাকছে ৬,০০০ এমএএইচের বড় মাপের একটি ব্যাটারি যা চার্জ করার জন্য সাথে দেয়া আছে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির সাথে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ডয়েড ১২ অপারেটিং সিস্টেম।

এছাড়াও এই ফোনটির নিরাপত্তার জন্য সাথে থাকছে ফেসআনলক সুবিধা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্স যেটি সাইড-মাউন্টেড ফোনের পাওয়ার বাটনের সাথে যুক্ত করা থাকছে। আর এই ফোনটি ভারতের বাজারে মূল্য ৯ হাজার ৫০০ রুপি এবং বাংলাদেশের বাজারে ফোনটি পাওয়া যাবে মাত্র ১২ হাজার টাকায়।

আরও দেখুনঃ

নোকিয়ার সেরা বাটন ফোন নোকিয়ার ৩৩১০ এর দাম জানুন

বাজেটের মধ্যে টেকনো মোবাইল ফোন দেখুন

হুয়াওয়ের সেরা বাজেট ফোন মডেল হুয়াওয়ে Y5 ও Y5s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *