মানুষের চোখ কত মেগাপিক্সেল সত্য জানুন
মানুষের চোখ কত মেগাপিক্সেল এই প্রশ্নটি কম বেশী অনেকেরই থেকে থাকে। আশারাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তায়ালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং শরীরের মধ্যে এমন এক বস্তু যুক্ত করে দিয়েছেন যেটিকে আমরা চোখ না চিনি।
কাছে থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আমাদের দেখতে পাই আমরা। বিশেষ করে বর্তমানে অনেক গুলো কোম্পানি ভালো ভালো ক্যামেরা বের করেছে যেগুলোর সাহায্যে দূর দূরান্তের অনেক কিছুই পরিষ্কার ভাবেই দেখতে পাওয়া যায়।
আর এই ক্যামেরা গুলোর লেন্সের ক্ষমতাকে মেগাপিক্সেল নামে অভিহিত করা হয়েছে। যে ক্যামেরার মেগাপিক্সেল জত বেশী সেই ক্যামেরার মাধ্যমে ভিডিও বা ছবি গুলো অনেক বেশী পরিস্কার হয়।
আর মানুষের চোখতো কোন মানুষের তৈরি করা ক্যামেরা নয় তাই এর মেগাপিক্সেল তেমনভাবে যে কেও বলে দিতে পারবে না। এর জন্য দরকার গবেষণা এবং বিস্তারিত জ্ঞান। আর আজ আপনাদেরকে স্পস্টভাবে জানিয়ে দেয়ার চেষ্টা করছি মানুষের চোখ কত মেগাপিক্সেল ।
মানুষের চোখ কত মেগাপিক্সেল ?
বর্তমানে যে সমস্ত মোবাইল ফোন রয়েছে সুধু মাত্র সেগুলোতেই রয়েছে ৮ থেকে শুরু করে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ঠিক এই ক্যামেরার গুলোর মতই মানুষের চোখেও রয়েছে নির্দিষ্ট পরিমাপের মেগাপিক্সেল।
আমরা যে সমস্ত ছবি গুলো তুলে থাকি সেগুলোর প্রান হচ্ছে পিক্সেল। কারণ যে সমস্ত ছবি গুলোতে পিক্সেল বেশী সেই সমস্ত ছবি গুলো বেশী পরিস্কার দেখা যায় আর যে সমস্ত ছবিতে পিক্সেল কম সেগুলো বেশ পরিস্কার থাকেনা।
আর ছবির এই ক্ষুদ্রতম অংশ পিক্সেল যাকে আমরা খালি চোখে দেখতে পারিনা। এখানে মেগাপিক্সেল বলতে অনেক পিক্সলের একত্রিত একককে বুঝিয়ে থাকে। উদাহরণ সরূপ যদি বলা হয় তাহলে, ৫ মেগাপিক্সেল একটি ছবিতে থাকে ৫০ লাখ পিক্সেল। আর এই ৫০ লাখ পিক্সেলের একক হচ্ছে ৬ মেগাপিক্সেল।
এই হিসাব করতে গেলে দেখা যায় যে, ১ মেগাপিক্সেলে থাকে ১০ লাখ পিক্সেল। বর্তমানে হাতে থাকা মোবাইল ফোন থেকে শুরু করে ডিএসএল আর ক্যামেরা এবং অন্যান্য সমস্ত ক্যামেরা গুলোতে প্রতিনিয়ত মেগাপিক্সলের পরিমাণ বেড়েই চলেছে।
আর এরই প্রভাবে বিভিন্ন দামের এবং বিভিন্ন ক্যাটাগরির ক্যামেরা প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে যে, আমরা আমাদের চোখ দিয়ে সমস্ত কিছু পরিস্কার এবং সুন্দর দেখি তাহলে আমাদের চোখের মেগাপিক্সেল এর পরিমাণ কত হতে পারে।
এখন যে কথাটি আপনাকে জানাতে যাচ্ছি সেটি হয়ত আপনাকে অবাক করে দিবে কারণ আমাদের চোখের পাওয়ারের সাথে তুলনা করে বিজ্ঞানীগণ গবেষণা করে দেখতে পেয়েছেন মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরার সমান ক্ষমতা সম্পন্ন। আর সেই সাথে এই বিশেষ ক্যামেরা দিয়ে আমরা প্রায় ১ কোটি ভিন্ন ভিন্ন রঙ দেখতে পাই।
৫০ লক্ষ কোণ রিসিপটরস রয়েছে মানুষের চোখের রেটিনাতে। আমাদের চোখ যে ভিন্ন ভিন্ন রং দেখতে পায় সেটি শুধু মাত্র চোখে রেটিনার সাথে থাকা রিসিপটরস এর সাহায্যে।
অনেকের হয়ত এমন ধারণা থাকতে পারে যে, মানুষের চোখের সাথে হয়তবা ৫ মেগাপিক্সেল দেয়া রয়েছে কিন্তু এটি নিতান্তই ভুল। সেই সাথে মানুষের চোখের সাথে আরও অনেক ধরণের উপাদান রয়েছে যেটি ছাড়া যেকোনো কিছু দেখা অসম্ভব। এক কথায় বলতে গেলে সমস্ত উপাদান ছাড়া মানব চোখ একদম বিফল।
মানুষের চোখ মোট ১২০ ডিগ্রী কোনে দেখতে পারে যেটি মানুষের তৈরি ক্যামেরা দ্বারা দেখা সক্ষম নয়। এছাড়াও মানুষের চোখে ১০ কোটি বা ১০০ মিলিয়ন রডস রয়েছে যা মনোক্রম কন্ট্রাস্ট সনাক্ত করার জন্য ব্যবহার হয়ে থাকে।
আরও দেখুনঃ কম্পিউটারের আবিস্কারক কে এবং কিভাবে এটি বিস্তার লাভ করে?