পুরোনো মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম
মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম -পুরোনো হোক বা নতুন স্মার্টফোনে ঝকঝকে ছবি তোলার উপায় -একটি স্মার্ট ফোন যখন পূরনো হয়ে যায় তখন সেই ফোন নতুনের মত কাজ করতে পারেনা। ফোনের সব গুলো ফিচার ধীর গতি সম্পন্ন হয়ে যায়। বিশেষ করে স্মার্টফোন কয়েক বছর ব্যবহার করলে একটি সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে নতুন অবস্থায় ক্যামেরা দিয়ে যেমন ঝকঝকে ছবি তোলা যেত কিন্তু পুরাতন হওয়ার পরে তেমন ছবি আসেনা বরং ছবি ঝাপসা দেখা যায়।
অনেকের ধারণা ফোন পূরাতন হয়ে যাওয়া এবং ক্যামেরা পুরনো হয়ে যাওয়ার জন্য এমন হয়ে থাকে কিন্তু বিষয়টি একদমই এমন নয়। পূরনো ফোনের ক্যামেরা দিয়ে ঝাপসা ছবি আসার অনেক গুলো কারণ হতে পারে।
কিভাবে পুরনো ব্যবহার করে ভালো মানের ছবি তোলা যায় সেটি জানা এই আর্টিকেল থেকে। মনোযোগ সহকারে পড়ুন আশা করছি আপনার ফোনের পুরনো ক্যামেরা দিয়ে পরিষ্কার ছবি তুলতে পারবেন।
পুরোনো স্মার্টফোনে ঝকঝকে ছবি তোলার উপায়
মোবাইল দিয়ে ভালো ছবি তোলার নিয়ম জানা যাবে এই আর্টিকেলে। নিচে দেয়া কিছু পদক্ষেপ দেয়া হল যেগুলো ফলো করলে পুরনো স্মার্ট ফোন দিয়ে ভালো মানের ছবি তোলা হয়। তাহলে নিচে দেয়া পদক্ষেপ গুলো ফলো করতে থাকুন,
১। ফোনের ক্যামেয়া লেন্স পরিষ্কার করতে হবে। দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবহার করতে করতে ক্যামেরাতে ধুলাবালি প্রবেশ করে যার ফলে ফোনের ক্যামেরা দিয়ে পূর্বের ন্যায় ছবি উঠেনা। ক্যামেরাতে ধুলাবালি জমলে ক্যামেরার ছবি ব্লার হয়ে যায়। যদি দেখতে পান ছবি ব্লার আসছে তাহলে দেখতে হবে ফোনের লেন্সে ধুলাবালি জমে আছে কিনা। যদি ময়লা জমে থাকে তাহলে মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করেদিন তাহলেই দেখবেন পরিষ্কার ছবি আসবে।
২। অনেক সময় অন্ধকার বা কম আলোতে ছবি তোলার কারণে ছবি ভালো হয়না। তাই ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে চারিপাশে ভালো আলো আছেকিনা। তাই ঝখন ছবি তুলবেন তখন আলোর বিষয়টি খেয়াল করবে। মনে রাখতে হবে যেখানে আলোর উপস্থিতি ভালো সেখানে ছবি অনেক ভালো আসে।
দেখুনঃ বাংলাদেশে ব্যাংক একাউন্ট খুলতে কি কি দরকার হয়
৩। মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস বাড়িয়ে নিন। অনেক সময় দেখা যায় ডিসপ্লেতে কম আলো থাকার কারণে ভালো ছবি হলেও সেটি খারাপ দেখায় এছাড়াও ছবি তোলার সময় ছবি কেমন আসছে সেটি ভালোভাবে বোঝা যায়না। তাই ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নিন।
৪। ক্যামেরা ওপেন করে সেটিং দেখেনিন। ক্যামেরাতে অনেক গুলো ফিচার থাকে যার মধ্যে রয়ছে পোট্রেট মোড, নাইট মোড, ল্যান্ডস্ক্যাপ মোড এবং আরও অনেক গুলো ফিচার। আপনি কি মোডে ছবি তুলবেন সেটি আগে ঠিক করেনিন। যেমন রাতের বেলা ছবি তোলার জন্য নাইট মোড করে নিতে হয় নতুবা ভালো বা পরিষ্কার ছবি আসেনা।
৫। অনেক সময় ছবি তোলার সময় সঠিকভাবে ফোকাস না পরলে ছবি ভালো আসেনা। তাই ছবি তোলার সময় ক্যামেরা ওপেন করে ছবির উপরে ক্লিক করে ফোকাস করেনিন তাহলে ছবি অনেক ভালো আসবে। এছাড়াও হাই কনট্রাস্ট ছবি তোলার জন্য এইডিআর মোডে ছবি তুলতে হবে তাহলে ছবি অনেক ভালো আসবে।
আর্টিকেল ট্যাগ
মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম, ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো, ছবি তোলার ভালো ক্যামেরা, ছবি তোলার ভালো অ্যাপ, ছবি তোলার ভালো অ্যাপ, ভালো ছবি তোলার কৌশল, ছবি তোলার জন্য কোন মোবাইল ভালো, ছবি তোলার ক্যামেরা, ছবি তোলার জন্য কোন ক্যামেরা ভাল, মোবাইলে ছবি তোলা
শেষ কথাঃ এই ছিল পুরোনো স্মার্টফোনে ঝকঝকে ছবি তোলার উপায় নিয়ে টিপস। আপনার কাছে যদি দীর্ঘদিন ব্যবহার করা মোবাইল ফোন থাকে এবং সেটি দিয়ে ভালো মানের ছবি তুলতে চান তাহলে উপরোক্ত টিপস গুলো ফলো করতে পারেন। আশা করা যাচ্ছে টিপস গুলো অনেক বেশী উপকারে আসবে। আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।
আরও দেখুনঃ ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই করবেন যেভাবে