যে সমস্ত দেশে কম দামে মিলবে আইফোন ১৫
গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ব বাজারে উন্মোচিত হয়েছে আইফোন সিরিজের নতুন মডেলের ফোন। গত বছর আইফন ১৪ রিলিজ হওয়ার পরে অনেক ঝামেলা পোহাতে হয় আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এর। তাই এবার নতুন করে সমস্ত কিছু দেখে শুনেই বাজারে নিয়ে এসেছে আইফোন ১৫ সিরিজের ফোন। এই সাথে এটিও এনাউন্স হয়েছে যে আইফোন ১৫ এর পাশাপাশি আরও তিনটি মডেলের ফোন কেনা যাবে।
কারণ এবার একই সাথে বাজারে এসেছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। আবার আইফোন ইউজারদের তাক লাগিয়ে এইকই সাথে চারটি আপডেট প্রকাশ করেছে অ্যাপল।
আগের মডেলের ফোন গুলোর তুলানায় এবার যে সমস্ত ফোন গুলো বাজারে এসেছে সব গুলো ফোনের দাম অনেক বেশী। এই কারণেই হয়ত হাতে যদি দুই লাখ টাকা থাকে তবেই কেনা যাবে আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটি। কিন্তু একটি লক্ষ্যনীয় বিষয় রয়েছে, আমাদের দেশের বেশীরভাগ মানুষ জানেনা যে পৃথিবীর দুই দেশে একদম সস্তায় কেনা যায় আইফোন আর শহর দুটির নাম হচ্ছে হংকং এবং দুবাই।
যদি বর্তমান হংকং এর কথা বলি তাহলে আইফোন ১৫ প্রো ম্যাক্সে মডেলের মোবাইলটির দাম রয়েছে ১ হাজার ১৯৯ ডলার এবং এদিকে দুবাইয়ে আইফোন ১৫ এর দাম ১ হাজার ডলারের অনেক কম। তাই কেও চাইলেই এই দুই দেশ থেকে কম দামে আইফোন কিনতে পারেন। আর আইফোন তাদের প্রতিটি ফোনে গ্লোবাল ওয়ারেন্টি দিয়ে থাকে তাই যে দেশেই হোক না কেন আপনি ওয়ারেন্টি পাবেন।
আরও দেখুনঃ নোকিয়ার সেরা কয়েকটি মোবাইল ফোন