গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্ট

রিয়েলমি 3 বাংলাদেশ প্রাইস ২০২২

রিয়েলমি 3 বাংলাদেশ প্রাইস নিয়ে আজকের এই আর্টিকেলে আপনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এই রিভিউ আর্টিকেল থেকে আপনি রিয়েলমি ৩ মোবাইলটির দাম সহ সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন।

একটি ফোন কেনার পূর্বে সেই ফোনের ফিচার ও কনফিগারেশন সমস্ত কিছুই বিস্তারিতভাবে জেনে নিতে হয় নতুবা পরবর্তীতে অনেক ধরণের সমস্যার মধ্যে পরতে হয়। তাই আপনার উচিৎ হবে একটু সময় নিয়ে এই ফোনটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেয়া।

আজ আমি চেষ্টা করবো এই ফোনের দাম সহ সমস্ত ফিচার স্টেপ বাই স্টেপ তুলে ধরার জন্য। আপনি শুধু একটু সময় নিয়ে দেখুন তাতেই হবে। বিশেষ করে ফোনের র‍্যাম, রম, ক্যামেরা, অপারেটিং সিস্টেম সমস্ত কিছুই ভালো থাকতে হয়।

যদিও এটি একটি বাজেট ফোন তারপরেও আপনাকে এই ফোনটির সম্পর্কে সমস্ত কিছুই জানিয়ে দিবো। আশা করছি আপনি আজকের এই রিভিউ আর্টিকেলটি পড়লে অবশ্যই বুঝতে পারবেন এই ফোনটি আপনার কেনা উচিৎ হবে কিনা?

রিয়েলমি 3 বাংলাদেশ প্রাইস

রিয়েলমি 3 বাংলাদেশ প্রাইস
Realmi 3
অফিশিয়াল৳14,990 3/32 GB
৳17,490 4/64 GB
আন অফিশিয়াল৳10,999 3/32 GB

আরওঃ স্যামসাং এ৫২ মডেলের ফোনটি দেখতে পারেন

আরওঃ বাজেটের মধ্যে কম দামে ভাল কিছু ল্যাপটপ দেখুন

Realme 3 Full Specifications

ColorsRadiant Blue, Dynamic Black, Classic Black
  Connectivity
Network2G, 3G, 4G
SIMDual Nano SIM
WLANWi-Fi hotspot
Bluetoothv4.2, A2DP, LE
GPSA-GPS, GLONASS
RadioFM
USBv2.0
OTGYes
USB Type-C
  Body
StyleMinimal Notch
MaterialGorilla Glass 3 front, plastic body
Water ResistanceNo
Dimensions156.1 x 75.6 x 8.3 millimeters
Weight175 grams
  Display
Size6.22 inches
ResolutionHD+ 720 x 1520 pixels (270 ppi)
TechnologyIPS LCD Touchscreen
ProtectionCorning Gorilla Glass 3
FeaturesMultitouch
  Back Camera
ResolutionDual 13+2 Megapixel
FeaturesPDAF, LED flash, depth sensor, HDR & more
Video RecordingFull HD (1080p)
  Front Camera
Resolution13 Megapixel
FeaturesHDR, f/2.0, 1/3″, 1.12µm
Video RecordingFull HD (1080p)
  Battery
Type and CapacityLithium-polymer 4230 mAh (non-removable)
Fast Charging10W
  Performance
Operating SystemAndroid Pie v9.0, planned upgrade to Android 10 (Realme UI)
ChipsetMediaTek Helio P70 (12 nm)
RAM3 / 4 GB
ProcessorOcta core, up to 2.1 GHz
GPUMali-G72 MP3
  Storage
ROM32 / 64 GB
MicroSD Slotup to 256 GB (dedicated slot)
  Sound
3.5mm JackYes
FeaturesLoudspeaker
  Security
FingerprintOn the back
Face UnlockYes
  Others
Notification LightNo
SensorsFingerprint, Accelerometer, Gravity, Proximity, E-Compass
Manufactured byRealme

আরও দেখুন,

২০২২ সালের সেরা কিছু মোবাইল ফোন দেখুন

দেখুন আইটেল ভিসন ১ প্লাস ফোনটি কেমন হতে পারে

নোকিয়ার সেরা কিছু বাটন মোবাইল দেখুন

রিয়েলমি 3 বাংলাদেশ প্রাইস হাইলাইট

2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি রিয়েলমি ৩ মডেলের এই ফোনের সাথে থাকছে ডুয়াল ন্যান সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা এছাড়াও এই ফোনের সাথে আরও থাকছে Wi-Fi hotspot, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও এবং ওটিজি সাপর্ট।

সেই সাথে এই ফোনের সাথে থাকছে মিনিমাল নচ টাচক স্ক্রিন যার সাইজ থাকছে 6.22 ইঞ্চি এবং রেজোলিউশন রয়েছে HD+ 720 x 1520 পিক্সেল। এছাড়াও IPS LCD Touchscreen ও মাল্টি টাচের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে কর্ণিং গড়িলা গ্লাস ৩

এদিকে এই ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে, এই ফোনের সাথে থাকছে দুটি ব্যাক ক্যামেরা যা থাকছে 13+2 মেগাপিক্সেল এবং সেই সাথে এই ফোনটির সেলফি ক্যামেরা থাকছে ১৩ মেগা পিক্সেলের।

আর উভয় ক্যামেরা দিয়েই ১০৮০পি মুডে ভিডিও রেকর্ডিং করা যাবে। যদি ফোনটির চার্জিং এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই ফোনের সাথে থাকছে Lithium-polymer 4230 mAh এর ননরিমুভাল ব্যাটারি সেই সাথে ১০ ওয়াট এর ফাস্ট চার্জার সুবিধা।

ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে Android Pie v9.0 যেটি আপনি ইন্টারনেট কানেকশন দিয়ে Android 10 এ আপডেট করে নিতে পারবেন। তাছাড়াও এই ফোনের সাথে থাকছে MediaTek Helio P70 চিপ্সেট এবং Octa core, up to 2.1 GHz প্রসেসর।

বিশেষ করে এই ফোনের সাথে দু ধরণের র‍্যাম এবং রম ব্যবহার হয়েছে যার মধ্যে প্রথমটি থাকছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে অন্যটিতে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এখন আপনার চাহিদা অনুযায়ী যেটি ইচ্ছা কিনতে পারেন।

এদিকে ফোনটির সিকিউরিটির দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনের সাথে থাকছে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক ফিচার। আর এই ছিল এই ফোনের ফিচার ও দাম।

সমস্ত কিছুই ভাল রয়েছে এই ফোনের সাথে। বিশেষ করে কম বাজেটের মধ্যে এটি অনেক ভালমানের একটি ফোন তাই চাইলে আপনি ফোনটি কিনতে পারেন কিন্তু একটি বিষয় হচ্ছে বর্তমানে এই ফোন মার্কেটে খুজে পাওয়া অনেক কষ্টকর কারন এটি সেই ২০১৯ সালে রিলিজ হওয়া ফোন।

আপনি একটু কষ্ট করে খুজলে হয়ত পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *