প্রযুক্তি খবরপ্রযুক্তি বাজারমোবাইল ফোন

রিয়েলমি ১০ সিরিজের নতুন ফোন শিগ্রই আসছে বিশ্ব বাজারে

তরুণদের কাছে সব সময়ের চাহিদা সম্পন্ন যে সমস্ত ফোনের ব্র্যান্ড রয়েছে তার মধ্যে রিয়েলমি একটি ব্র্যান্ড। বিশেষ করে রিয়েলমি ৯ লাইনআপ ডিভাইস বাজারে নিয়ে আসার পর অনেক বেশী সাড়া ফেলে দেয় এবং রিয়েলমি ১০ সিরিজের নতুন মডেলের স্মার্ট ফোন বাজারে নিয়ে আসবে তারা।

আর এই নতুন মডেলের স্মার্ট ফোন কি হতে পারে সেই বিষয়ে এনবিটিসি, ইইসি এবং ইন্দোনেশিয়া টেলিকমের মতো সার্টিফিকেশন ওয়েবসাইটগুলোতে কিছু তথ্য শেয়ার করয়েছে তারা।

তবে এনবিটিসিতে জানানো হয়েছে ডিভাইসটি রিয়েলমি পরের ক্রিয়েশন রিয়েলমি ১০ হতে পারে এবং সেই সাথে তারা প্রায় স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে নতুন এই মডেলের ফোনটি হচ্ছে রিয়েলমি ১০ এবং অতি শিগ্রই বাজারে আসবে বলে জানিয়েছে তারা।

প্রায় টেক দুনিয়ার মধ্যে গুঞ্জন চলছে যে রিয়েলমি তাদের ৯ সিরিজের ফোন গুলো আর বাজারে আনবেনা বরং তার পরিবর্তে নতুন সিরিজের রিয়েলমি ১০ বাজারে নিয়ে আসবে তারা।

আরোঃ ৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন পাবেন সীমিত সময়ের জন্য

নতুন এই মডেলের ফোনটির নামের সাথে ৪জি লেখা নেই তারি অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এটি হয়ত ৪জি সিরিজের ফোন হতে চলেছে। ফোনটির অফিশিয়ল অ্যানাউঞ্চমেন্ট যেদিন হবে সেই দিন সমস্ত কিছু বিস্তারিত জানা যাবে ৫জি সাপর্ট করবে কিনা?

বেশীরভাগ গন মাধ্যম গুলোতে এই ফোনের সম্পর্কে শুধু বলা হচ্ছে রিয়েলমি ১০ সিরিজের ফোন বাজারে নিয়ে আসবে অতি তাড়াতাড়ি কিন্তু ফোনের কোন প্রকার স্পেসিফিকেশন জানানো হয়নি।

এই ডিভাইসটি রিয়েলমি ৯ সিরিজের পরবর্তি ডিভাইস এটি শুধু কিছু ফিচার ও মডেল পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ৯ সিরিজের ফোন গুলোতে অনেক ভালো ও দুর্দান্ত ফিচার থাকার কারণে অনেকের কাছে অনেক প্রত্যাশিত হবে রিয়েলমি ১০ সিরিজের ফোনটি।

ডিভাইসটি খুব তাড়াতাড়ি থাইল্যান্ড, ভারত ও ইন্দোনেশিয়ায়ার বাজারে উন্মুক্ত করা হবে।

দেখুন টেকনো পপ ৬ প্রো – কম দামের মধ্যে বেস্ট স্টাইলিশ ফোন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *