রেডমির থেকেও সস্তায় ফোন আনছে ওয়ানপ্লাস!
কমদামি যে সমস্ত ফোন বাজারে রয়েছে সেই সমস্ত ফোন গুলোর মধ্যে শাওমি বাজারে অনেক অনপ্রিয়। কিন্তু এবার শাওমির জায়গা দখল করতে চলেছে ওয়ানপ্লাস। রেডমির ফোনের চেয়েও কম দামে বাজারে ফোন আনতে চলেছে ওয়ানপ্লাস।
আর এই ফোনের মডেল হচ্ছে নর্ড সিই ৩। বিশ্ববাজারে দ্রুতই উন্মোচন হবে নতুন এই ফোন। যদিও এই ফোনের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির তরফ থেকে সরবরাহ করা হয়নি। তবে সম্প্রতি এই ফোনের ছবি ও ফিচার ফাঁস হয়েছে অনলাইনে।
জানা গেছে ওয়ানপ্লাসের এই ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ডিসপ্লের রেজুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
এই ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫। ৮ জিবি র্যামের এই ফোনে থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। প্রাইমারি ক্যামেরায় থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে থাকবে অক্সিজেন ওএস স্কিন। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, ফোনের ডিসপ্লেতে রয়েছে হোল পাঞ্চ কাটআউট। থাকবে স্পিকার গ্রিল।
আরও দেখুনঃ সেরা বাজেটের মধ্যে টেকনোর যে সমস্ত মোবাইল পাওয়া যাচ্ছে