কম্পিউটিংপ্রযুক্তি বাজারব্লগ পোস্ট

ল্যাপটপের ডিসপ্লের দাম বাংলাদেশ ২০২৩

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ল্যাপটপের জন্য ভালো মানের ডিসপ্লে খোঁজ করতে থাকে। হয়ত গুগলে সার্চ করলে অনেক ফলাফল পাওয়া যায় কিন্তু এমন হয় বেশীরভাগ ওয়েবসাইট গুলো ইংরেজিতে সব কিছু বলে থাকে। তাই আজকে আপনাকে সপূর্ন বাংলাতে ল্যাপটপের ডিসপ্লের দাম সম্পর্কিত সমস্ত বিষয় জানিয়ে দেয়ার চেষ্টা করবো।

দেখুন বর্তমান বাজারে বিভিন্ন প্রকাররের ডিসপ্লে রয়েছে। কোনোটার দাম বেশী আবার কোনোটার কম, তাই আপনার উচিৎ হবে একটু বেশী দাম দিয়েই ভালো মানের পন্য ক্রয় করা কারণ কম দামের ডিসপ্লে ব্যবহার করলে সেটি বেশীদিন টিকে থাকতে পারেনা।

তাহলে চলুন আজ কয়েকটি মডেলের ল্যাপটপের ডিসপ্লে সম্পর্কে সমস্ত কিছু জেনে নেয়া যাক এবং সেই সাথে ডিসপ্লে গুলো কোথায় পাবেন সেটিও জানিয়ে দেয়ার জন্য লিংক জুড়ে দেয়া হবে। আপনি অবশ্যই একটু সময় নিয়ে ব্লগটি পড়ার চেষ্টা করবেন কারণ বিশেষ কিছু কথা যুক্ত করা থাকবে যা আপনার উপকারে আসতে পারে।

ল্যাপটপের ডিসপ্লের দাম

আমাদের ল্যাপটপের ডিসপ্লেতে কানেক্টর হিসাবে কানেক্টর পিন থাকে আর সেই পিনের উপর ভিত্তি করেই ল্যাপটপের জন্য ডিসপ্লে কিনতে হয়। এছাড়াও ডিসপ্লের সাইজের উপর ভিত্তি করেও ল্যাপটপের জন্য ডিসপ্লে কিনতে হয়।

তাই আপনাকে প্রথমেই ডিসপ্লের সাইজ এবং কত পিনের সেটি জেনে নিতে হবে। কারণ ভিন্ন ভিন্ন ল্যাপটপে ভিন্ন ভিন্ন সাইজের স্ক্রিন থাকে এবং পিনের কম বেশ হয়ে থাকে। তাই আগে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবেন।

সেই সাথে আমি যে দাম গুলো দিয়ে দিবো তার চেয়ে কম দামে কেও যদি পন্য গুলো আপনাকে দিতে চায় তাহলে বুঝতে হবে ঐ পন্যটির মধ্যে ভেজাল কিছু রয়েছে। তাই চেষ্টা করবেন এই পেজের দামের সাথে মিল রেখে পন্য কেনার।

Laptop Display for 14″ 40 Pins Connector Laptop

ল্যাপটপের ডিসপ্লের দাম
14″ 40 Pins

দামঃ 7,500৳

বিস্তারিত জানুন

বিশেষ করে যে সমস্ত ল্যাপটপের স্ক্রিন ১৪ ইঞ্চির এবং ডিসপ্লের সাথে মোট ৪০টি কানেক্টর পিন রয়েছে সেই সমস্ত ল্যাপটপ গুলোতে এই ডিসপ্লে অনায়াসে ব্যবহার করা যাবে। এই ডিসপ্লের সাথে আপনি আপনি পেয়ে যাবেন ৬ মাসের ওয়ারেন্টি।

এই ডিসপ্লেটির বিশেষ গুন হচ্ছে ১৪ ইঞ্চির যেকোনো ল্যাপটপের সাথে এডজাস্টেবল শুধু ৪০টি পিন থাকতে হবে। এক কথায় যদি বলি তাহলে সমস্ত মডেলের ল্যাপটপের সাথে এটি ব্যবহার করা যাবে। আর হ্যা ডিসপ্লেটি কেনার আগে অবশ্যই এর যে ওয়ারেন্টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করে নিবেন।

যে দামটি বলে দিলাম এটি হচ্ছে পারফেক্ট দাম। অনেকেই থাকবে এর চেয়ে কম দামে দিতে চাইবে কিন্তু আপনি কোনভাবেই কম দামেরটি কিনতে যাবেননা কারণ বাংলাদেশে যারা পাইকারি সেল করে তাদের দাম এটি। এর চেয়ে কম দাম মানেই হচ্ছে ভূয়া পন্য।

আরওঃ কম্পিউটারে বাংলা লিখতে অসুবিধা হয়? তাহলে এখানে ক্লিক করুন

Laptop Display for 14″ HD Laptop & Notebook

ল্যাপটপের ডিসপ্লের দাম
Laptop Display for 14″ HD Laptop & Notebook

দামঃ 7,500৳

বিস্তারিত জানুন

এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে ১৪ ইঞ্চি এবং সেই সাথে এটির রেজুলেশন থাকছে 1366 x 768 পিক্সেলের। যে সমস্ত ল্যাপটপ এবং নোটবুক গুলোর ডিসপ্লের সাইজ ১৪ ইঞ্চি এবং পিন সংখ্যা ৩০টি শুধু মাত্র সেই সমস্ত ল্যাপটপ এবং নোটবুক গুলোতে এই ডিসপ্লেটি ব্যবহার করা যাবে।

এই এটির সাথে পাবেন ৬ মাসের ওয়ারেন্টি এবং সেই সাথে সব ধরণের ল্যাপটপ ও নোটবুক গুলোতে এই ডিসপ্লেটি সাপর্ট করবে শুধু সাইজ এবং পিনের মিল হলেই হয়ে যাবে।

Laptop Display for 15.6″ HD Laptop

ল্যাপটপের ডিসপ্লের দাম
Laptop Display for 15.6″ HD Laptop

দামঃ 7,500৳

বিস্তারিত জানুন

15.6″ HD মডেলের এই ডিসপ্লেটি সমস্ত 15.6″ ইঞ্চির ডিস্প্লেতে ব্যবহার করা যাবে শুধু সাইজের পাশপাশি ৩০টি ভিডিও কানেক্টর পিন থাকতে হবে। অর্থাৎ আপনার ল্যাপটপের সাইজ যদি 15.6″ ইঞ্চি ডিসপ্লের হয় এবং সেটির সাথে ৩০টি কানেক্টর পিন থাকে তাহলেই আপনি যেকোনো মডেলের ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন।

আপনি এই ডিসপ্লেতে ৬ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনি যেখান থেকেই ডিসপ্লে কিনুন না কেন অবশ্যই ওয়ারেন্টটির কথা শুনে নিবেন কারণ অনেকেই খারাপ পন্য বিক্রি করে থাকে।

আরওঃ জানুন, যে নিয়ম গুলো মেনে চললে মোবাইলে চার্জ বেশী সময় থাকে

LED Laptop Display for 15.6″ Laptop & Notebook

LED 15.6″ 

দামঃ 7,500৳

বিস্তারিত জানুন

LED 15.6″ এই মডেলের ডিসপ্লেটির রেজুলেশন থাকছে ফুল এইচডি কিন্তু এটি এলসিডি ডিসপ্লে। বিশেষ করে যে সমস্ত ল্যাপটপ ও নোটবুক গুলোতে ১৫.৬ ইঞ্চি সাইজের ডিসপ্লে রয়েছে এবং সেই সাথে মোট ৩০ টি কানেক্টর রয়েছে সেই সমস্ত ল্যাপটপ ও নোটবুক গুলোতে অনায়াসে এটি ব্যবহার করা যাবে।

আপনি এই ডিসপ্লের সাথে মোট ৬ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Laptop Display for 15.6″ Ultra Slim High Resolution Laptop

15.6″ Ultra Slim

Model: 15.6″ Ultra Display

দামঃ 7,800৳

বিস্তারিত জানুন

বিশেষ করে যাদের ল্যাপটপ গুলো ডিপ্লে অনেক বেশী স্লিম এবং সাইজ ১৫.৬ ইঞ্চির এবং ৪০ পিনের সেই সমস্ত ডিসপ্লের জন্য এই মডেলের ডিসপ্লেটি ব্যবহার করা যাবে।

আপনি এটি যেকোনো ব্রান্ডের ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন শুধু আলট্রা স্লিম ডিসপ্লে হতে হবে। অনেক সময় সাইজ এবং পিন মিলে যায় কিন্তু মডেল আলাদা হওয়ার কারণে ডিসপ্লে ব্যবহার করা যায়না।

আরওঃ সব চেয়ে কম দামের মধ্যে সেরা কয়েকটি ক্যামেরা ফোন, দেখতে পারেন

Laptop Display for 15.6″ Full HD Laptop & Notebook

15.6″ Full HD Laptop Display
  • মডেলঃ 15.6″ Full HD Laptop Display
  • দামঃ 9,500৳

বিস্তারিত জানুন

বিশেষ করে যে সমস্ত ল্যাপটপ ও নোটবুকের ডিসপ্লে ফুল এইচডি এবং ১৫.৬ ইঞ্চি সাইজ ও সেই সাথে ৩০ পিন ভিডিও কানেক্টর থাকবে সেই সমস্ত ল্যাপটপ গুলোতে এই ডিসপ্লে ব্যবহার করা যাবে।

হোক সেটি যেকোনো মডেলের ল্যাপটপ ও নোটবুক। আপনি এই ডিপ্লেরটির সাথে ৬ মাসের ওয়ারেন্টি পেয়া যাবেন।

LCD Display for 14.1″ Laptop & Notebook

  • মডেলঃ LCD Display for 14.1″ Laptop & Notebook
  • দামঃ উল্লেখ নেই (শোরুম থেকে জানতে হবে )

বিস্তারিত জানুন

বিশেষ করে যে সমস্ত ল্যাপটপে ১৪.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে বিশেষ করে এলসিডি, সেই সমস্ত ল্যাপটপের সাথে এটি সহজেই ব্যবহার করা যাবে। দেশের মধ্যে পাওয়া যায় সমস্ত ব্রান্ডেই এটি ব্যবহার করা যাবে এবং সেই সাথে ৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।

শেষ কথা

আপনি যে ল্যাপটপের ডিসপ্লে কিনতে চান না কেন সমস্ত ল্যাপটপ গুলোর ডিসপ্লের দাম প্রায় একই হারে হয়ে থাকে। আপনি এখান থেকে ধারণা নিয়ে অতি সহজেই যেকোনো ল্যাপটপের ডিসপ্লে কিনতে পারবেন।

আপনি যদি স্পেসিফিক কোন ল্যাপটপের ডিসপ্লের দাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে শুধু আপনার ল্যাপটপের মডেল বলে যাবেন আমি আপনার ডিসপ্লের দাম জানিয়ে দিবো।

আর আপনি এই ডিসপ্লে গুলো স্টারটেক থেকে খুব সহজেই পেয়া যাবেন। তাছাড়াও যারা কম্পিউটারের হার্ডওয়্যারের কাজ করে তাদের কাছেও পাওয়া যাবে।

আরও দেখুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *