শাওমি বাটন মোবাইল দাম বাংলাদেশ ২০২৩
বর্তমান সময়ের প্রায় সবার কাছেই স্মার্ট ফোন রয়েছে। কিন্তু এই স্মার্ট ফোন থাকার পরেও সাথে একটি বাটন ফোন থাকতে হয় সহজে ব্যবহার এবং কথা বলার জন্য। তাই আজকে শাওমি বাটন মোবাইল দাম নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।
এক সময় নোকিয়ার বাটন ফোন গুলো অনেক বেশী চাহিদার ফোন ছিল কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনে শাওমির বাটন গুলো অনেকের চাহিদার ফোনে পরিনত হয়েছে। বিশেষ করে শাওমির বেশ কিছু ভালো মানের স্মার্ট ফোনের জন্য বাটন ফোন গুলোও অনেকের কাছে চাহিদার পন্য হয়ে উঠেছে।
আজকের এই রিভিউ আর্টিকেলে শাওমি বাটন ফোনের দাম ও স্পেসিফিকেশন সমস্ত কিছুই তুলে ধরা হবে। আপনি অবশ্যই একটু সময় নিয়ে আর্টিকেলটি দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনি আপনার জন্য সঠিক ফোনটি খুজে পেতে সক্ষম হবেন।
শাওমি বাটন মোবাইল দাম বাংলাদেশ
আপনাকে আজ আমি সেরা কিছু বাটন ফোন দেখানোর চেষ্টা করবো যেগুলো ব্যবহার করে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। বিশেষ করে উন্নত এই বিশ্বে ফোন গুলোতে ইন্টারনেট ব্রাউজ না হলে বিষয়টি খারাপ দেখায়।
তাই চেষ্টা করা হবে সাধারণ ফোন ও ইন্টারনেট ব্রাউজ হয় এমন সেরা ফোন গুলো তুলে ধরার। তাহলে চলুন এখন ফোন গুলো দেখা শুরু করে দেয়া যাক,
Xiaomi Qin 1s Price in Bangladesh

দামঃ ৳2,475
কনফিগারেশন
শাওমির এই বাটন ফোনটিতে দেয়া থাকছে ২জি, ৩জি এবং ৪জি এই তিন প্রযুক্তি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাহে আরও থাকছে দুতি মাইক্রো সিম কার্ড ইন্সার্ট করার মত দারুণ সুযোগ।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে যার রেজোলিউশন দেয়া থাকছে 320 × 240 পিক্সেল আর সেই সাথে একদম ক্লিয়ার ভিজুয়ালের জন্য ব্যবহার করা হয়েছে এইচডি আইপিএস ডিসপ্লে।
বেস্ট পারফর্মেন্স এর জন্য এই ফোনটির সাথে থাকছে 1.2 GHz Spreadtrum SC9820 প্রসেসর এবং সেই সাথে আরও থাকছে জিপিএস সুবিধা। এইদিকে স্টোরেজের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে ২৫৬ মেগাবাইট র্যাম এবং ৫১৩ মেগাবাইট রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা।
লিথিয়াম পলিমার ১৪৮০ এমএএইচ ব্যাটারি থাকছে এই ফোনটির সাথে কিন্তু এই ফোনে কোন প্রকার ক্যামেরা ব্যবহার করা হয়নি।
আরও দেখুন,
নোকিয়া ৩৩১০ সর্ব কালের সেরা ফিচার ফোন
টেকনোর সেরা কয়েকটি বাজেট স্মারট ফোন
১০ হাজারের মধ্যে যে ফোন গুলো বাজারের সেরা
Xiaomi Qin 1S + Price in Bangladesh

দামঃ ৳5,490
কনফিগারেশন
2G, 3G, 4G নেটওয়ার্ক প্রযুক্তির পাশাপাশি এই ফোনটির সাথে রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা। ২০০ গ্রাম ওজনের এই ফোনটির সাথে থাকছে ২.৮ ইঞ্চির ডিসপ্লে যার প্রযুক্তি হিসাবে থাকছে টিএফটি টাচ স্ক্রিন এবং সেই সাথে ডিসপ্লের প্রটেকশনের জন্য দেয়া থাকছে কর্নিং গড়িলা গ্লাস।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে এইচটিএমএল ৫ ইন্টারনেট ব্রাউজার। SC9820E চিপ্সেট দ্বারা চালিত এই ফোনটির সাথে স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪জিবি রম এবং সেই সাথে এক্সট্রাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
লিথিয়াম পলিমার ১৪৮০ এমএএইচ নন রিমুভাল ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে ৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং সেই সাথে শাওমি কিউআইএন প্লাস ফোনটিতে থাকছে ওটিজি সাপর্ট।
দেখুনঃ ফেসবুকের মাধ্যমে ব্যবসা শুরু করবেন যেভাবে
Xiaomi Qin F21 Pro price in Bangladesh

দামঃ ৳10,000
কনফিগারেশন
শাওমির হাই বাজেটের মধ্যে সেরা যে কয়েকটি ফোন রয়েছে তার মধ্যে এই ফোনটি অনেক ভালো মানের ফোন কারণ এই ফোনটির সাথে থাকছে ৩জিবি র্যাম এবং ৩২জিবি রম। এই ফোনটি থাকছে কালো এবং সাদা এই দুই রঙয়ের।
এছাড়াও এই ফোনটির সাথে থাকছে ২.৮ ইঞ্চির টিএফটি টাচ স্ক্রিন যার রেজোলিউশন দেয়া থাকছে 480 x 640 পিক্সেল এবং সেই সাথে এই ফোনটিতে থাকছে মাল্টিটাচ ফিচার। সেই সাথে এই মোবাইল ফোনটির সাথে থাকছে জিপিআরএস, এডজ নেটওয়ার্ক এবং সেই সাথে থাকছে ২জি, ৩জি এবং ৪জি ইন্টারনেট সুবিধা।
ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে Android 11 অপারেটিং সিস্টেম এবং Mediatek MT6761 Helio A22 চিপ্সেট। Quad-core 2.0 GHz Cortex-A53 প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে রয়েছে দুই ভ্যারিয়েন্টের র্যাম ও রম যার মধ্যে প্রথমটিতে থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি রম এবং অন্যটিতে থাকছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি রম।
এদিকে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করতে গেলে দেখা যায় যে, এই ফোনটির সাথে রয়েছে ৫মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ২১২০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ফোনটির সাথে থাকছে এইচটিএমএল ৫ ইন্টারনেট ব্রাউজার, ওয়াইফাই, হটস্পট এবং ইউএসবি টাইপ সি।
এক কথায় যদি বলা হয় তাহলে এটি একটি স্মার্ট ফোন শুধু ফিচার ফোনের মধ্যে বিদ্যমান আছে।
আরও দেখুনঃ
Xiaomi Qin F21 Pro Plus price in Bangladesh

দামঃ ৳11,000
কনফিগারেশন
শাওমি কিআইএন ১২ প্র এবং ১২ প্র প্লাস ফোনটি দেখতে এবং ফোন দুটির ফিচারের অনেক মিলা রয়েছে। যেমন এই ফোনটির সাথে থাকছে ২জি, ৩জি এবং ৪জি ইন্টারনেট সুবিধা এবং সেই সাথে এই ফোনটির সাথে আরও থাকছে সিঙ্গেল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ এবং ফোনটি সাদা ও কালো এই দুটি কালারের রয়েছে।
১০০ গ্রাম ওজনের এই ফোনটির সাথে থাকছে ২.৮ইঞ্চির টিএফটি টাচ স্ক্রিন ও সাথে আছে মাল্টিটাচ ফিচার। ফোনটির গুড পারফর্মেন্স এর জন্য থাকছে Android 11 অপারেটিং সিস্টেম ও Unisoc Tiger T310 চিপ্সেট।
Quad-core প্রসেসরের পাশাপাশি ফোনটির স্টোরেজ দেয়া রয়েছে দুই ভ্যারিয়েন্টের যার মধ্যে প্রথমটি থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি রম এবং অন্যটিতে থাকছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি রম। আপনি এই ফোনটিতে আলাদাভাবে কোন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেননা।
এইদকে ফোনটির সাথে রিয়ার ক্যামেরা হিসাবে যুক্ত করা হয়েছে ৫মেগাপিক্সেল এএফ ক্যামেরা যা দিয়ে ফুল এইচডি ৭২০পি মুডে 2592 x 1944 পিক্সেলে রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে।
এদিকে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে দেয়া থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়াইফাই, হটস্পট সহ ফোনটির সাথে আরও থাকছে এইচটিএমএল ৫ ইন্টারনেট ব্রাউজার ও ২১২০ এমএএইচ নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি।
শেষ কথাঃ এই ছিল শাওমি বাটন মোবাইল দাম রিচিউ আর্টিকেল। শাওমির বাটন ফোন গুলো আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রযুক্তি বিষয়ক তথ্য প্রতিদিন পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আরও দেখুন
ভোটার হতে চান এখনই ডাউনলোড করেনিন ভোটার নিবন্ধন ফরম
ভোটার হয়েছেন কিন্তু পরিচয় পত্র পাননি। জানুন কিভাবে পেতে হয়
প্রযুক্তি বিষয়ক যে কোন তথ্য সবার আগে পেতে ওয়েবসাইট ভিজিট করুন