প্রযুক্তি বাজার

শাওমি বুক ১৪ ২.৮কে রেজল্যুশনের ডিসপ্লে

সল্প বাজেটের মধ্যে বেশ ভালো মানের ফিচার হওয়ার কারণে শাওমির স্মার্ট ফোন গুলো গ্রাহকদের কাছে অতি পরিচিৎ একটি ব্রান্ড। শাওমির নতুন ১৪ সিরিজের ফোনের অপেক্ষায় রয়েছে গ্রাহকগন।

এবার শাওমি নতুন মডেলেরর ফোন উন্মোচন করার পূর্বেই বাজারে নিয়ে এসেছে শাওমি বুক ১৪ মডেলের ল্যাপটপ। শাওমি বুক ১৪ তে রয়েছে ১৪ ইঞ্চির ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে যেটি ব্যবহারকারীদের জন্য নতুন অগিজ্ঞতা দিয়ে থাকবে।

এই ল্যাপটপটির কনফিগারেশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এই ল্যাপটপটিতে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট যার মধ্যে প্রথমটিতে রয়েছে ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই৫-১২৫০০এইচ প্রসেসর, ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিকস, ১৬ জিবি এলপিডিডিআরফাইভ র‍্যাম ও ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি রয়েছে।

আরও দেখুনঃ বাজারে থাকা সেরা কিছু নোকিয়া বাটন মোবাইল

দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে রয়েছে কোর আই৩ ১২২০পি প্রসেসর, ইন্টেল ইউএইচডি গ্রাফিকস, ৮ জিবি এলপিডিডিআরফাইভ র‍্যাম ও ২৫৬ জিবি এসএসডি।

এই দিকে ব্যাটারি পারফর্মেন্স এর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এই ল্যাপটপটিতে থাকছে ৫৬ ওয়াটের ব্যাটারি যা এই ল্যাপটপটিকে ১২ ঘন্টা চার্জিং ব্যাকাপ দিতে সক্ষম। এছাড়াও অন্যান্য ফিচার হিসাবে থাকছে এইচডিএমআই ২.১, ইউএসবি সি ৩.২ জেন ২, ওয়াইফাই৬ ও ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি।

শাওমি বুক ১৪ তে থাকছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। যদিও ল্যাপটপটি অতি শিগ্রই আন্তর্জাতিক রিলিজ করা হবে তাই এখন পর্যন্ত শাওমি বুক ১৪ এর কোন দাম জানানো হয়নি দাম প্রকাশ হওয়ার সাথে সাথে আপডেট করা হবে।

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *