গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

শাওমি রেডমি নোট ৭ বাংলাদেশে দাম

শাওমি রেডমি নোট ৭ বাংলাদেশে দাম – বাংলাদেশের মধ্যে সেরা যে কয়েকটি ফোনের ব্রান্ড রয়েছে তার মধ্যে শাওমি সেরা একটি পর্যায়ে রয়েছে। এর কারণ হচ্ছে শাওমি বাজেটের মধ্যে সেরা কিছু ফোন প্রভাইড করে থাকে।

আর তাই আজ আপনার জন্য শাওমির যে সমস্ত ভালো মানের ফোন রয়েছে সেই ফোন গুলোর মধ্যে থেকে শাওমি রেডমি নোট ৭ মডেলের ফোনটির দাম এবং স্পেসিফিকেশন নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

এর পূর্বে শাওমি রেডমি নোট ৮ নিয়ে একটি রিভিউ আরটিকেল শেয়ার করা রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই রিভিউ আর্টিকেল থেকে আপনি অবশ্যই ফোনটি সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জেনে নিবেন তারপর ফোনটি কেনার চেষ্টা করবেন।

একটি ফোনের যে সমস্ত বিষয় গুলো তুলে ধরতে হয় সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। আশা করছি আপনার পছন্দের এই ফোনটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন এখন শাওমি রেডমি নোট ৭ মোবাইলের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেয়া যাক।

শাওমি রেডমি নোট ৭ বাংলাদেশে দাম

বাংলাদেশের বাজারে শাওমির এই ফোনটি মোট তিন ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। আর প্রতিটি ভ্যারিয়েন্টের দাম আলাদা আলাদা। আপনি একটু কমবেশী করেই ফোন গুলো কিনতে পারবেন।

যেহেতু ফোনটির সাথে তিন ধরণের ভ্যারিয়েন্ট যুক্ত করা রয়েছে তাই আপনাকে প্রথমেই ফোনটির দাম জানিয়ে দেই এবং পরে স্পেসিফিকেশন জানিয়ে দেয়ার চেষ্টা করছি।

শাওমি রেডমি নোট ৭ বাংলাদেশে দাম
Xiaomi Redmi Note 7
Official ✭৳17,999 3/32 GB
৳19,999 4/64 GB
৳21,999 4/128 GB

শাওমি রেডমি নোট ৭ স্পেসিফিকেশন

রিলিজ তারিখমার্চ ২০১৯
মোবাইলের কালারOnyx Black, Sapphire Blue, Ruby Red
নেটওয়ার্ক২জি, ৩জি , ৪জি
ডিসপ্লে সাইজ৬.৩ ইঞ্চি
ক্যামেরা ( মেইন )ডুয়াল ৪৮+৫ মেগাপিক্সেল
ক্যামেরা ( সেলফি )১৩ মেগাপিক্সেল
ব্যাটারিলিথিয়াম পলিমার ৪০০০ এমএএইচ ( নন রিমুভাল )
চার্জিং১৮ ওয়াট ফাস্ট চার্জিং
অপারেটিং সিস্টেমএন্ড্রয়েড পাই ৯.০
চিস্পেটকুয়ালকম স্নাপড্রাগন ৬৬০
প্রসেসরঅক্টারকোর ২.২ জিএইচজি
র‍্যাম৩/৪ জিবি
রম৩২/৬৪/১২৮ জিবি
ফিঙ্গারপ্রিন্টআছে
ফেস আনলকআছে

শাওমি রেডমি নোট ৭ স্পেসিফিকেশন হাইলাইট

Onyx Black, Sapphire Blue, Ruby Red এই তিনটি কালারের পাশাপাশি শাওমি রেডমি নোট ৭ মডেলের ফোনটির সাথে আরও থাকছে ২জি, ৩জি এবং ৪জি এই তিন প্রযুক্তির নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও রয়েছে দুটি হাইব্রিড ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।

মিনিমাল নচ টাচ স্ক্রিনের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ৬.৩ ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে এবং যার রেজোলিউশন থাকছে Full HD+ 1080 x 2340 পিক্সেল। সেই সাথে ফোনটির ডিসপ্লের প্রযুক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে ইন=সেল আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

হাত থেকে পরে গিয়ে যেন টাচ ফেটে না যায় এর জন্য দেয়া থাকছে কর্নিং গড়িলা গ্লাস ৫ এবং সাথে আরও থাকছে দুটি 48+5 রিয়ার ক্যামেরা যা দিয়ে আপনি ফুল এইচডি ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এদিকে ফোনটির সাথে সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যেটি দিয়েও ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।

Lithium-polymer 4000 mAh ব্যাটারির পাশাপাশি ফোনটির সাথে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। Android Pie v9.0 অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটির সাথে যুক্ত করা আছে কুয়ালকম স্নাপড্রাগন ৬৬০ সিরিজের চিপ্সেট।

Octa core, up to 2.2 GHz দ্বারা চালিত এই ফোনটির সাথে আরও থাকছে তিন ভ্যারিয়েন্টের র‍্যাম ও রম যার মধ্যে প্রথমটিতে থাকছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি রম, দ্বিতীয়টিতে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম এবং সব শেষে তৃতীয় ফোনটিতে থাকছে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগতো থাকছেই।

ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সব মিলিয়ে দেখলে ফোনটির সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে তাই আপনি ফোনটি অনায়াসে কিনতে পারেন।

আরও কয়েকটি ফোন দেখতে পারে,

বাজেটের মধ্যে ইনফিনিক্সের সেরা কয়েক ফোন

হাওয়াই এর বাজেট ফোন মডেল হাওয়াই Y6

হাওয়াই Y7 ফোনটি দেখুন ভালো লাগে কিনা?

সর্বকালের সেরা বাটন ফোন নোকিয়া ৩৩১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *