গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্ট

শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম ২০২৩

বাংলাদেশের বাজারে অনেক আগে থেকেই শাওমি একটি জায়গা দখল করে রেখেছে। বিশেষ করে কম বাজেটের মধ্যে শাওমি ভালোমানের ফোন প্রভাইড করে থাকে। তাই বুঝি শাওমি লাভাররা এখনো শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম লিখে গুগলে সার্চ করে থাকে।

সার্চ যেহেতু করেছেন এবং এই পেজটি ওপেন করেছেন সেহেতু বলতে পারি আপনি সঠিক পেজটি ওপেন করেছেন কারণ এই পেজ থেকে আপনি রেডমি নোট ৮ মডেলের ফোনটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন।

সব সময় মনে রাখবেন একটি ফোন কেনার পূর্বে সেই ফোনের সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিয়ে ফোনটি কিনতে হয়। আর আমি আজকে এই রিভিউ আর্টিকেলে শাওমি রেডমি নোট ৮ দাম এবং ফোনের সমস্ত স্পেসিফিকেশন স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো।

তাই আপনি একটু সময় নিয়ে আজকের এই রিভিউ আর্টিকেল থেকে এই ফোনটি সম্পর্কে সমস্ত কিছু জেনেনিন। আমি মনে করি আপনি এই ফোনটি সম্পর্কে আলাদাভাবেই অনেক কিছু জানতে চলেছে। তাই চলুন আর দেরি না করে ফোনটি সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জানা যাক।

শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম

শাওমির যে সমস্ত রেডমি সিরিজের ফোন রয়েছে তার মধ্যে এই ফোনটি হচ্ছে বেস্ট একটি ফোন কারণ বাজারে আসার সাথে সাথেই এই ফোনটি অনেক বেশী সেল হয়ে যায়।

সেই সাথে মার্কেট আউট হয়ে যায় তাই পরবর্তিতে রেডমি নোট ৮ বাজারে নিয়ে আসা হয় এবং শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম এর দিকে একটু হেরফের করা হয়।

অনেক বেশী চাইদা সম্পন্ন হওয়ার পেছনে সব চেয়ে বড় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এই ফোনের আউটস্টান্ডিং স্টাইল যেন একবার দেখলেই চোখে লেগে থাকে।

আর এই থেকে মানুষের চাহিদা একটু বেশী দেখা যায়। শুধু আউটলুক নয় এই ফোনের ফিচার গুলো অনেক বেস্ট রয়েছে কারণ এই ফোনের সাথে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সুবিধা যুক্ত করা রয়েছে।

সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধাতো রয়েছেই।

শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম

Official ✭৳13,999 3/32 GB
৳14,999 4/64 GB
প্রথম রিলিজসেপ্টেম্বর ২০১৯
কালারঅনিক্স ব্ল্যাক, রুবি রেড, স্যাফায়ার ব্লু
সংযোগ
নেটওয়ার্ক২জি, ৩জি, ৪জি
সিম কার্ডডুয়াল ন্যানো সিম কার্ড
ল্যানওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট
ব্লুটুথভার্সন ৪.২
জিপিএসএ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস
রেডিওএমএম রেডিও
ইউএসবিভার্সন ২.০
ওটিজিসাপোর্ট
ইউএসবি টাইপ সিসাপোর্ট
  বডি স্টাইল
স্টাইলমিনিমাল নচ
উপাদানগরিলা গ্লাস 5 ডিসপ্লেতে, প্লাস্টিকের বডি
পানি প্রতিরোধীনা
মাত্রা১৫৬.৫ * ৭৫.৪ * ৯.৪ মিলিমিটার
ওজন১৮৮ গ্রাম
  ডিসপ্লে
পরিমাণ৬.২২ ইঞ্চি
রেজুলেশনএইচডি ৭২০*১৫২০ পিক্সেল
প্রযুক্তিআইপিএস টাচ স্ক্রিন
সুরক্ষাকরনিং গরিলা গ্রাস-৫
ফিচারমালটিটাচ
ক্যামেরা
ব্যাক সাইড১২+২ মেগাপিক্সেল
বৈশিষ্ট্যডুয়াল-পিক্সেল পিডিএএফ, সনি সেন্সর, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর
রেকর্ডিং১০৮০ পিক্সেল মুড
সেলফি ক্যামেরা৮ মেগা পিক্সেল
ফিচার1.12µm, f/2.0, HDR, পোর্ট্রেট এবং আরও অনেক কিছু
ভিডিও রেকর্ডিং১০৮০ পিক্সেল
ব্যাটারিলিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ
 চার্জার১৮ ওয়াট ফাস্ট চার্জার
অপারেটিং সিস্টেমএন্ড্রেয়েড পাই ৯.০
চিপ্সেটকুয়ালকম স্নাপড্রাগন
মেমোরি
র‍্যাম৩/৪ জিবি
রম৩২/৬৪ জিবি
প্রসেসরঅক্টাকর ১.৯ জিএইচজি
লক স্ক্রিনফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক

বিস্তারিত জানুন,

বিশেষ করে শাওমির রেডমি সিরিজের যে সমস্ত ফোন গুলো রয়েছে প্রায় সব গুলো ফোন সবার কাছেই অনেক বেশী চাহিদা সমপন্ন ফোন। এত বেশী চাহিদার হওয়ার পেছনে যে কারণ গুলো রয়েছে সেগুলো আমাদের প্রায় সকলেরই জানা।

রেডমি সিরিজের ফোন গুলোর বেশীরভাগ রয়েছে বাজেটের মধ্যে অর্থাৎ কম দামের মধ্যে কিন্তু ফোন গুলোর পারফর্মেন্স ও স্পেসিফিকেশন অনেক বেশী দুর্দান্ত হয়ে থাকে এবং সেই সাথে ফোন গুলোতে রয়েছে নজরকাড়া আউটলুক এবং সেই সাথে থাকছে বিশেষ কর্মদক্ষতা ও সেই সাথে আরও থাকে উন্নতমানের সব ক্যামেরা যেগুলোর কুয়ালিটি অনেক ভালো হয়ে থাকে।

এছাড়াও ফোন গুলোর সাথে যে ব্যাটারি দেয়া থাকে সেগুলো ফোনকে দীর্ঘ সময় চার্জ ব্যাকাপ দিয়ে থাকে আর সেই সাথে ফোনের সাথে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। আর এই সমস্ত বৈশিষ্ট্য থাকার ফলে ফোন গুলো সবার কাছেই ভালো লাগার ফোনে পরিনিত হয়েছে।

আর এই রেডমি সিরিজের ফোন গুলোর মধ্যে রেডমি নোট ৮ মডেলের ফোনটি রয়েছে। রেডমির এই ফোনটির সাথে থাকছে Neptune Blue, Moonlight White, Space Black এই তিনটি কালার।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া এই ফোনটির সাথে আরও থাকছে 2G, 3G, 4G এই তিন প্রজন্মের ইন্টারনেট সুবিধা এবং সেই সাথে এই ফোনটির সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা যুক্ত করা রয়েছে। এছাড়াও ফোনটির সাথে আরও থাকছে Wi-Fi direct, Wi-Fi hotspot এবং ব্লুটুথ ভার্সন v5.0, A2DP, LE সেই সাথে আরও থাকছে এফএম রেডিও, ইউএসবি ভার্সন ২.০, ওটিজি এবং ইউএসবি টাইপ সি সাপোর্ট।

ফোনটির বডির স্টাইলের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে মিনিমাল নচ টাচ স্ক্রিন যার সাইজ থাকছে ৬.৩ ইঞ্চি এবং এই ডিসপ্লের রেজোলিউশন দেয়া রয়েছে Full HD+ 1080 x 2340 পিক্সেল। তাছাড়াও ডিসপ্লের প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার এবং সেই সাথে আরও আছে কর্নিং গরিলা গ্লাস ৫।

ক্যামেরা ফিচারের দিক দিয়ে ফোনটি অনেক ভালোই করেছে কারণ এই ফোনটিতে থাকছে কুয়াড 48+8+2+2 রিয়ার ক্যামেরা যেটি দিয়ে আপনি Ultra HD 4K (2160p) মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটি সেলফি ক্যামেরার দিকে দিয়েও বেস্ট রয়েছে কারণ এই মোবাইলটির সাথে দেয়া থাকছে 13 মেগাপিক্সেল এবং এর ভিডিও ধারন ক্ষমতা দেয়া আছে Full HD (1080p) মুড।

Lithium-polymer 4000 mAh ব্যাটারির পাশাপাশি থাকছে 18W Fast Charging সুবিধা। Android Pie v9.0 অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই মোবাইলটির সাথে রয়েছে Qualcomm Snapdragon 665 চিপ্সেট। Octa core, up to 2.0 GHz প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে মোট তিন ভ্যারিয়েন্টের র‍্যাম ও রম ব্যবহার করা হয়েছে যার মধ্যে প্রথমটিতে থাকছে 3 জিবি ভ্যারিয়েন্টের র‍্যাম ও 32 GB রম, দ্বিতীয় ফোনটিতে থাকছে 4GB র‍্যাম ও 64GB রম এবং সেই সাথে তৃতীয় ফোনটির সাথে থাকছে 6GB র‍্যাম ও 128GB রম। এছাড়াও ফোনটির সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ইন্সার্ট করা যাবে ( 256GB )।

শাওমি রেডমি নোট ৮ মোবাইল ফোনটির নিরাপত্তার জন্য যুক্ত করা রয়েছে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক সুবিধা।

👉শাওমি রেডমি নোট ১০ এর দাম জানতে এখানে ক্লিক করুন

ভালো এবং খারাপদিক

শাওমি রেডমি নোট ৮ ফোনটির ভালো এবং খারাপদিক যদি বর্ণনা করা হয় তাহলে দেখা যায় এই ফোনের ডিসপ্লে সাইজ অনেক বড় রয়েছে আর বিশেষ করে বড় ডিসপ্লের ফোন গুলো মানুষের অনেক চাহিদার একটি ফোন।

এই ফোনের সাথে দেয়া আছে ৬.২২ ইঞ্চির ডিসপ্লে যা আপনাকে দেবে হাই রেজুলেশন ভিডিও দেখার সুযোগ। সেই সাথে ফাস্ট চার্জিং ও লিথিয়াম পলিমারের ৫০০০ এমএইচ ব্যাটারি যা সারাদিন চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

এদিকে ক্যামেরার ব্যবহার হয়েছে ১২+২ মেগা পিক্সেল ডুয়াল এবং ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে ১০৮০ পিক্সেলে। অপারেটিং সিস্টেম থেকে শুরু করে চিপ্সেট সমস্ত কিছু বেটার পারফর্ম করতে পারবে তাছাড়াও স্টোরেজ হিসাবে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম রয়ছে।

আপনি চাইলি ৩/৩২ ও কিনতে পারেবন।তাছাড়াও সিকিউরিটির জন্য এই ফোনের সাথে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক রয়ছে। আর যদি খারাপের দিক বলা হয় তাহলে দেখা যাচ্ছে এই ফোনে ব্যবহার হয়েছে মাত্র ১২+২ মেগা পিক্সেল ক্যামেরা।

এটি আরো বাড়ালেও চলতো আবার সেলফি ক্যামেরা যা আছে ঠিক আছে। অপারেটিং সিস্টেম আপডেট নেই। তাছাড়া সমস্ত কিছুই পারফেক্ট রয়েছে। চাইলে আপনি ফোনটি কিনতে পারেন।

👉মাত্র ১০ হাজার টাকার শাওমি মোবাইল দেখতে হলে ক্লিক করুন

শাওমি রেডমি নোট ৮ প্রো দাম

ধীর্ঘ দিন যাবৎ মানুষের চাহিদা সম্পন্ন যে সমস্ত ফোন গুলোর ছিল সমস্ত ফোনের মধ্যে এই ফোনটিও হাতা হাতে ব্যবহার করা হয়েছে। তাই আপনার সাথে একটু শেয়ার করে যাই এই ফোনটির ফিচার ও দাম এর বিষয় গুলো।

বিশেষ করে রেডমি নোট ৮ ফোনটি মানুষের অনেক বেশী পছন্দের হওয়ার কারণেই এই ফোনের প্রতি চাহিদা একটু বেশী দেখা গিয়েছিল। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক,

শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশে দাম

ফিচার টেবিল

Official ✭৳24,999 6/64 GB
৳27,999 6/128 GB
প্রথম রিলিজসেপ্টেম্বর ২০১৯
কালারমিনারেল গ্রে, ফরেস্ট গ্রিন, পার্ল হোয়াইট
সংযোগ
নেটওয়ার্ক২জি, ৩জি, ৪জি
সিম কার্ডডুয়াল ন্যানো সিম কার্ড
ল্যানওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট
ব্লুটুথভার্সন ৫.০
জিপিএসএ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস
রেডিওএমএম রেডিও
ইউএসবিভার্সন ২.০
ওটিজিসাপোর্ট
ইউএসবি টাইপ সিসাপোর্ট
  বডি স্টাইল
স্টাইলমিনিমাল নচ
উপাদানডিসপ্লেতে গরিলা গ্লাস 5, প্লাস্টিকের বডি
পানি প্রতিরোধীনা
মাত্রা১৫৬.৫ * ৭৫.৪ * ৯.৪ মিলিমিটার
ওজন১৯৯ গ্রাম
  ডিসপ্লে
পরিমাণ৬.৫৩ ইঞ্চি
রেজুলেশনএইচডি ১০৮০*২৩৪০ পিক্সেল
প্রযুক্তিআইপিএস টাচ স্ক্রিন
সুরক্ষাকরনিং গরিলা গ্রাস-৫
ফিচারমালটিটাচ
ক্যামেরা
ব্যাক সাইড৬৪+৮+২+২ মেগাপিক্সেল
বৈশিষ্ট্যPDAF, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, আল্ট্রাওয়াইড, ম্যাক্রো
রেকর্ডিং২১৬০ পিক্সেল মুড ( 4K )
সেলফি ক্যামেরা20 মেগা পিক্সেল
ফিচার1.12µm, f/2.0, HDR
ভিডিও রেকর্ডিং১০৮০ পিক্সেল
ব্যাটারিলিথিয়াম পলিমার ৪৫০০ এমএএইচ
 চার্জার১৮ ওয়াট ফাস্ট চার্জার
অপারেটিং সিস্টেমএন্ড্রেয়েড পাই ৯.০
চিপ্সেটকুয়ালকম স্নাপড্রাগন
মেমোরি
র‍্যাম৬/৮ জিবি
রম৬৪১২৮ জিবি
প্রসেসরঅক্টাকর ২.০৫ জিএইচজি
লক স্ক্রিনফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক

বিস্তারিত জানুন,

Xiaomi Redmi Note 8 Pro ফোনটির সাথে রয়েছে 6.53 ইঞ্চি ফুল HD+ IPS টাচ স্ক্রিন যার রেজুলেশন রয়েছে এইচডি ১০৮০*২৩৪০ পিক্সেল এবং এই ডিসপ্লেটির ডিজানের জন্য রয়েছে একটি ওয়াটারড্রপ-নচ ডিজাইন ।

ডিভাইসটি সামনে এবং পেশন দিক উভায় পাশেই ব্যবহার করা হয়েছে শক্তিশালী করনিং গরিলা গ্লাস 5 যা এই ফোনটিকে সুরক্ষিত রাখতে অনেক বেশী সাহায্য করবে।

পিডিএএফ, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো লেন্সের সাথে এটিতে রয়েছে 4K ভিডিও রেকর্ডিং ও সেই সাথে পিছনের ক্যামেরাটি থাকছে কোয়াড 64+8+2+2 মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরাটি 20 মেগাপিক্সেল।

তাছাড়াও এই ফোনটিকে চার্জ করার জন্য ব্যবহার হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার কারণ এই ফোনের সাথে রয়েছে ৪৫০০ এমএইচ ননরিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি।এটিতে থাকছে 6/8 GB RAM ও সাথে অক্টা-কোর 2.05 GHz CPU প্রসেসর পর্যন্ত রয়েছে।

এটি একটি Mediatek Helio G90T (12nm) চিপসেট দ্বারা চালিত একটি মোবাইল ফোন। ফোনটিতে থাকছে 64 বা 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ যাকে রম বলে থাকি এবং সাথে ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট যুক্ত করা রয়ছে।

সিকিউরিটির জন্য এই ফোনের সাথে রয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক। বিশেষ করে শাওমি রেডমি নোট ৮ সিরিজের ফোন গুলোর মধ্যে Xiaomi Redmi Note 10 Pro একটি বেস্ট ফিচার ফোন।

ভালো ও খারাপ দিক

বিশেষ করে Redmi Note 8 Pro ফোনটির সমস্ত ফিচার একদম আপডেট রয়ছে কারণ বর্তমানের চাহিদার মধ্যে যে সমস্ত ফিচার গুলো থাকা দরকার প্রায় তার সমস্ত ফিচার গুলোই রয়ছে। যেমন বর্তমানে মানুষের একটি বড় ফোন থাকতেই হবে ও সেই সাথে ফোনের রেম ও রম হতে হবে আকাশ সমান। যদি এমন না হয় ফোন কিনতে চায়না অনেকেই।

আর এই ফোনের মধ্যে সমস্ত কিছু বিল্ডইন করা রয়েয়ে কারণ আপনি অনেক বড় একটি টাচ স্ক্রিন পাচ্ছেন শুধু তাই নয় পেছন পাশেও গ্লাস ব্যবহার করা হয়েছে। এখন যদি বলি ক্যামেরার কথা তাহলে বলবো একদম চাহিদা সম্পন্ন ক্যামেরা রয়ছে বিশেষ করে পিছন পাশেরটি। এদিকে অপারেটিং সিস্টেম, প্রসেসর, চিপ্সেট সমস্ত কিছুই বেস্ট রয়ছে।

তাছাড়াও সিকিউরিটিতো আছেই। আর যদি খারাপ দিকের কথা বলি তাহলে এই ফোনের সাথে যে গ্লাস রয়ছে বিশেষ করে পেছন পাশেরটি একটু জোরে আঘাত পেলেই ফেটে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

তাছাড়াও অপারেটিং সিস্টেম আপডেট নেই তাই বর্তমানের ফোনের সাথে তুলনা করা যাবেনা এই ফোনটিকে। চাইলে তারা ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহার করতে পারতো। এই ছিলো ফোনের সুবিধা ও অসুবিধা। চাইলেই আপনি ফোনটি কিনতে পারেন। সমস্ত সমস্ত কিছুই জানিয়ে দিয়েছি এখন সিদ্ধান্ত আপনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *