গ্যাজেট বাংলাদেশ

শাওমি ১৩ প্রো সবাইকে টেক্কা দেবে শাওমির নতুন ফোন

শাওমি ১৩ প্রো -অন্যান্য প্রতিষ্ঠানের স্মার্টফোনের সাথে টেক্কা দিতে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি প্রথমবারের মতো আনতে যাচ্ছে ২কে রেজুলেশনের ডিসপ্লে ফোন। এখন পর্যন্ত ২কে রেজুলেশনের ডিসপ্লের ফোন বাজারে দুই-একটি প্রতিষ্ঠানের রয়েছে। সাধারণত ল্যাপটপ ও ট্যাবে এই ডিসপ্লে ব্যবহার করা হয়।

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো’তে শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এর ডিসপ্লের তথ্য ফাঁস করেছেন। টিপস্টারের দাবি, স্মার্টফোনটিতে ২কে ডিসপ্লে রেজুলেশনের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি স্যামসাং ই৬ সাবস্ট্রেট ফ্লেক্সিবল স্ক্রিন থাকবে।

ফোনটি সর্ম্পকে অন্য এক রির্পোটে জানা গেছে, ১৩ প্রো মডেলটিতে একটি চারমুখী ইনফানাইট মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে।

শোনা যাচ্ছে, এই নতুন ডিভাইসটি শাওমির ডেভেলপ করা ফাস্ট চার্জিং আইসি থাকবে। পাশাপাশি এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। ধারণা করা হচ্ছে- এতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে।

আগামী বছরের শুরুতেই শাওমি ১৩ প্রো ফোনটি বাজারে আসতে পারে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর শাওমি ১২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সিরিজ উন্মোচন করে। যার অধীনে বাজারে আসে তিনটি হ্যান্ডসেট আসে, শাওমি ১২, ১২এক্স এবং ১২ প্রো। তার মধ্যে প্রো মডেলটি ছিল প্রিমিয়াম ডিভাইস। যার উত্তরসূরি হতে যাচ্ছে নতুন শাওমি ১৩ প্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *