প্রযুক্তি বাজার

সবচেয়ে ভালো রাউটার কোনটি এবং দাম কেমন?

সবচেয়ে ভালো রাউটার কোনটি -প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি নেটওয়ার্ক প্রযুক্তির উন্নয়ন দিন দিন ঘটেই চলেছে আর তারই ধারা বজায় রেখে বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির রাউটার এভাইলেবল রয়েছে।

কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্যনীয় রয়েছে আর সেটি হচ্ছে নিজের জন্য কোন কোম্পানির রাউটার গুলো বেস্ট হবে। অনেকেই আছেন নিজের জন্য বেস্ট রাউটারটি খুজে পেতে সক্ষম হয়না যার ফলে বাড়িতে অথবা অফিসের জন্য সঠিক রাউটার কিনতে পারেনা।

এর পূর্বে একটি আর্টিকেলে ভালো রাউটার চেনার উপায় এবং সেই সাথে গ্রামিন ফোনের সেরা কয়েকটি রাউটার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই আর্টিকেলটি দেখলে আপনি নিজের জন্য কোন রাউটারটি কেনা দরকার সেটি নিয়ে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন।

তাহলে এখন চলুন ভালো মানের কয়েকটি রাউটারের দাম এবং ফিচার নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করা যাক। আশা করা যায়, আপনি এই আর্টিকেল থেকে ভালো মানের রাউটারটি খুজে পেতে সক্ষম হবেন।

সবচেয়ে ভালো রাউটার কোনটি

প্রযুক্তির এই যুগের বিবর্তনে প্রতিটি ড ইজিটাল ডিভাইসের সাথেই ইন্টারনেট ব্যবহার করার মত সুযোগ সুবিধা রয়েছে আর তার জন্য প্রায় সমস্ত জায়গায় ব্রডব্যান্ড তথা ওয়াইফাই ইন্টারনেট সুবিধা প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে।

আর ইন্টারনেটকে আরও বেশী সুবিধার করে তোলার জন্য প্রয়োজন হচ্ছে ওয়াইফাই রাউটার। এখন রাউটারের মাধ্যমে একের অধিক ডিভাইস একত্রে যুক্ত করে ইন্টারনেট ব্রাউজিং করার মত সুবিধা প্রদান করে থাকে।

এখন কথা হচ্ছে কোন রাউটারটি কিনলে অনেক ভালো ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাকে এমন কয়েকটি রাউটারের দাম এবং ফিচার নিয়ে আলোচনা করাব যেগুলো আপনার জন্য ভালো মানের হবে।

তাহলে চলুন আজকের মূল বিষয়, সবচেয়ে ভালো রাউটার কোনটি শুরু করা যাক,

Tplink Archer C6

Archer C6

দামঃ 3,650৳

স্পেসিফিকেশন

আমাদের মধ্যে প্রায় সবারই জানা যে, টিপিলিঙ্কের রাউটার গুলো সবার কাছেই অধিক বেশী জনপ্রিয় আর তাই প্রথমেই টিপিলনিঙ্ক নিয়ে কথা বলার চেষ্টা করছি। Tplink Archer C6 মডেলের এই রাইটারের সাথে ফ্রিকুয়েন্সি থাকছে 2.4GHz and 5GHz এবং সেই সাথে এই রাউটারটি ১২০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট বা ডেটা ট্রান্সফার করতে সক্ষম।

এইদিকে রাউটারটির গেস্ট নেটওয়ার্ক রয়েছে 2.4GHz guest network, 5GHz guest network এবং সেই সাথে রয়েছে WPA / WPA2,WPA-PSK/ WPA2-PSK encryption । আর কালো রঙয়ের এই রাউটারটির সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।

Xiaomi MI 4C R4CM

Xiaomi MI 4C R4CM

দামঃ ৳1,080

স্পেসিফিকেশন

শাওমি জনপ্রিয় রাউটার গুলোর মধ্যে একটি তাই মনে করি এই রাউটার সম্পর্কে বলার কিছু নেই কারণ স্মার্ট ফোনের জন্য অধিক বেশী জনপ্রিয় শাওমি। বেস্ট ফিচার সমৃদ্ধ হওয়ার কারণে শাওমির অনেকের পছন্দের একটি ফোন।

তাই সুধু মাত্র রাউটারটির ফিচার গুল তুলে ধরার চেষ্টা করছি। শাওমি 4C R4CM রাউটারটিতে থাকছে ৩০০ এমবিপিএস ডেটা ধারণ ক্ষমতা এবং রাউটারটির সাথে রয়েছে মোট ৪টি এন্টেনা। 2.4 GHz নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সির পাশাপাশি রাউটারটির সাথে রয়েছে ইথারনেট পোর্ট যেটি দিয়ে 10/100Mbps স্পিডে ইন্টারনেট পৌঁছতে পারবে।

সাদা রঙয়ের এই রাউটারটির সাথে আপনি পাবেন ২ মাসের ওয়ারেন্টি। তাই চাইলে কম বাজেটের মধ্যে সেরা এই রাউটারটি কিনতে পারেন। বিশেষ করে যারা ১০ থেকে ১২টি ফোন একসাথে ব্যবহার করতে চান তারা এই রাউটারটি অনায়াসে ক্রয় করতে পারেন।

ASUS RT-N12

ASUS RT-N12 বাজারে থাকা সেরা কয়েকটি রাউটারের মধ্যে একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *