গ্যাজেট বাংলাদেশপ্রযুক্তি বাজারব্লগ পোস্টমোবাইল ফোন

সস্তায় ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

সাশ্রয়ী মূল্যে সেলফি ক্যামেরার ফোন বাজারে নিয়ে এসেছে ইনফিনিক্স। যার মডেল ইনফিনিক্স জিরো ২০। দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি এতে থাকছে আধুনিক সব ফিচার। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার টাকা।

ইনফিনিক্সের নতুন এই ফোনে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ডুয়েল সিমের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।

৮ জিবি র্যামের এই ফোনে থাকছে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্য স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।

এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০ বাই ১,০৮০ পিক্সেল। রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টসহ ৬০ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

এছাড়া সিকিউরিটির জন্য ফোনে থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও দেখুন

রিয়েলমি ফোনের দাম বাংলাদেশ

স্যামসাং ফোনের দাম ও ছবি

হাওয়াই মোবাইল দাম y5

আইটেল মোবাইল দাম বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *