সস্তা দামে বাজারে আসছে টেকনোর ফোল্ডিং ফোন
বর্তমান সময়ের যে সমস্ত ফোন গুলো বাজারে এভাইলেবল রয়েছে সেই সমস্ত ফোন গুলোর মধ্যে ফোল্ডিং ফোন গুল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর তারই ধারা বজায় রাখতে এবার দেশের বাজারে টেকনো তাদের ফোল্ডিং ফোন লঞ্চ করতে চলেছে।
বিশেষ করে ফোল্ডিং ফোন গুলোর অতিরিক্ত দাম হওয়ার কারণে সবার এই ফোনের চাহিদা পূরণ করা সম্ভব হয়না তাই টেকনো শুধুমাত্র সেই মধ্যবিত্ত মানুষের চাহিদা পূরণ করার জন্য বাজারে নিয়ে এসেছে একদম সস্তা দামের ফোলডিং ফোন।
টেকনো দাবি করেছে যে, সামস্যাং ফোনকে টেক্কা দেয়ার মত ক্ষমতা রাখতে সক্ষম এই ফোনটি। যেহেতু টেকনো অনেক বড় দাবি করেছে তাই চলুন এখন এই ফোনটির সমস্ত ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
টেকনোর এই ফোনটির মডেল হচ্ছে ফ্যান্টম ভি ফোল্ড যে ফোনটি দেখতে একদম স্যামসাং গ্যালাক্সি জেড মডেলের মত। বলা হচ্ছে স্যামসাং এর ফোনের আদলেই এই ফোনটি ডিজাইন করা হয়েছে।
আরও দেখুনঃ নাথিং ফোন ২ কেমন হতে পারে এবং দাম কত?
এই ফোনটির সাথে যুক্ত করা আছে ৭.৮৫ ইঞ্চির একটি বড় মাপের প্রাইমারি ফ্লেক্সিবল টাচ স্ক্রিন এবং যার সাথে প্রযুক্তি হিসাবে যুক্ত করা আছে এমওলেড স্ক্রিন। আর এই ডিস্প্লেটির সাথে যুক্ত করা আছে ২কে রেজোলিউশন।
এছাড়াও এই ফোনটির ডিস্প্লের সাথে যুক্ত করা আছে ১২০ হার্টজ রিফ্রেশরেট এবং সেই সাথে আরও রয়েছে এলটিপিও টেক ও ১১০০ নিটস পিক ব্রাইটনেস। ফোনটির সাথে আরও থাকছে বড় গোলাকার রিয়ার ক্যামেরা হাম্প এবং সেই সাথে আরও রয়েছে স্ক্রিন ফ্রেন্ডলি লেদার ব্যাক প্যানেল এবং সেই সাথে এই ফোনটি সর্বমোট দুটি কালারে পাওয়া যাবে।
ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে রয়েচে ট্রিপল ক্যামেরা সেটাপ যেখানে থাকছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পোট্রেট লেন্স এবং সেই সাথে থাকছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।
এদিকে ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত করা রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেই সাথে ক্যামেরার সাথে ফিচার হিসাবে যুক্ত করা রয়েছে সুপার নাইট মোড, সুপার নাইট পোট্রেট এবং সাথে আরও থাকছে ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং ক্ষমতা।
ফোনটির পারফর্মেন্স এর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, ফোনটির সাথে যুক্ত আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি ৯০০০ প্লাস চিপ্সেট এবং সেই সাথে স্টোরেজ হিসাবে থাকছে ১২জিবি র্যাম ও ৫১২জিবি রম। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
আরও দেখুনঃ নোকিয়ার সেরা কয়েকটি মোবাইল ফোন