‘সস্তা’ ফাইভজি আইফোন আনছে অ্যাপল
আগামী বছর বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের সস্তা ফাইভজি আইফোন। যার মডেল আইফোন এসই ৪। এ যাবৎ বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন উন্মোচন করেছে অ্যাপল। চলতি বছর মার্চে উন্মোচিত হয়েছে আইফোন এসই৩।
প্রোসার নামের এক জনপ্রিয় টিপস্টার বলেন, আইফোন এসই ৪ দেখতে অনেকটাই আইফোন এক্সআরের মতো হবে। এছাড়া এতে বেশকিছু ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে। আইফোন ১৪-এর মতো অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকবে। তবে হোম বাটন থাকবে না।
সস্তা হলেও এতে থাকবে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী এ১৬ বায়োনিক চিপসেট।
তথ্য অনুসারে, আইফোন এসই ৪ ফোনে থাকবে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। থাকবে পাঞ্চ হোল কাটআউট। পাশাপাশি থাকবে সেলফি ক্যামেরা সেন্সর। ফেস আইডি ফিচারের সাপোর্টও থাকবে।
২০২৩ সালের মার্চে বাজারে আসতে পারে এই ফোন।
আরও দেখুনঃ নোকিয়ার সেরা কিছু বাটন মোবাইল ফোন