প্রযুক্তি খবর

সিম ও ডাটা নিয়ে সমস্যায় আইফোন ১৪ ব্যবহারকারীরা

আইফোন ১৪ বাজারে আসার পর থেকেই বিভিন্ন ধরণের সমস্যার মধ্যে রয়েছেন ব্যবহারকারীরা। প্রথমে এই ফোনের ডিভাইস অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন নিয়ে অনেক বেশী বিপাকের মধ্যে পরে ব্যবহারকারীরা।

এবার আবারো নতুন এক সমস্যার সৃষ্টি হয়ছে আর সেটি হচ্ছে সিম কার্ড ও ডাটা প্যাকের কানেকশন নিয়। এই বিষয়টি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল নিজেই স্বীকার করে নিয়েছে। তার ব্যবহারকারীদের বলেছেন আপ্নারা একটু ধৈর্য ধরুন বিষয়টি আমরা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

এর আগে যে ডিভাইস অ্যাক্টিভেশন ও ক্যামেরা ভাইব্রেশন নিয়ে যে সমস্যার তৈরি হয়েছিলো সেটিও স্বীকার করে নেয় তারা আর তারা এটিও বলেছিল আইফনের পরবর্তি আপডেট আইওএস ১৬ আপডেটের পরে এটি নিজে থেকেই ঠিক হয়ে যাবে।

বর্তমানে অ্যাপলের ডেভেলপার গ্রুপ্টি অপারেটিং সিস্টেম ১৬.১ নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং সেই সাথে প্রতিষ্ঠানটি নতুন সিরিজের সমস্ত সমস্যা গুলো সমাধান করার আপ্রান চেষ্টা করছে।

ম্যাকরিউমারস তাদের একটি প্রতিবেদনে জানায় অ্যাপল পরবর্তি আপডেট অনেক সুক্ষভাবে কাজ করছে। এখন অব্দি আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই সিম কার্ড প্রবেশ করানোর পরে “নট সাপোর্টেড” লেখা দেখাচ্ছে। এছাড়াও ফোনটি হ্যাং হয়ে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

এই বিষয় নিয়ে অ্যাপলের কর্মকর্তারা জানায়, বিষয়টি তারা দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করছে। এটি হচ্ছে একটি হার্ডওয়্যার জনিত সমস্যা। সেই সাথে অ্যাপল ইউজারদের অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরওঃ বাজারে আসছে গ্যালক্সি এম৩২ প্রাইম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *