সুগন্ধি কেনার টাকায় টুইটার কিনতে চান ইলন মাস্ক!
বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ও টেসলার মালিক ইলন মাক্স নিজের নাম জরাতে যাচ্ছেন সুগন্ধির ব্যবহার করার মাধ্যমে। টেসলার প্রধান নির্বাহী সুগন্ধি বিক্রির টাকা দিয়ে টুটার কিনতে চান এমন কথা ইন্টারনেট দুনিয়ায় ভেসে বেরাচ্ছে।
তিনি টুইটারে মজার ছলে একটি টুইট করে এবং বলে যে, প্লিজ আমার কাছে থেকে আপনারা সুগন্ধি কিনুন যেন আমি সেই সুগন্ধি বিক্রি করার টাকা দিয়ে টুইটার কিনতে পারি।
তিনি স্পম্প্রতি ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনতে চান কিন্তু টুটারে থাকা ভূয়া প্রফাইল নিয়ে কিছু প্রশ্ন উঠে আসে যার ফলে তিনি এই চুক্তি থেকে নিজেকে ফেরত নিয়ে আসেন মাক্স। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার টুইটার কেনার যে চুক্তি ছিল সেটিতে ফিরে আসবে।
সম্প্রতি কিছুদিন হল বার্নট হেয়ার নামের একটি সুগন্ধি ব্র্যান্ড চালু করেছেন ইলন মাক্স এবং তার পন্য বাজারে আসার সাথে সাথেই মোট ১০ হাজার পিস সুগন্ধি বিক্রি সম্পন্ন করেছেন তিনি যার বর্তমান বাজার মূল্য ১০ লাখ মার্কিন ডলার।
মহাকাশ থেকে শুরু করে সুগন্ধির ব্যবসা সব কিছুতে মন না ভরার কারণে এবছরের মধ্যেই টেসলার নতুন একটি ব্র্যান্ড নিয়ে বাজারে আসতে চলেছে টেসলা স্মার্ট ফোন। ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসেই টেসলা তাদের স্মার্ট ফোন বাজারে নিয়ে আসতে চলেছে।
আরও দেখুন,
- যে সমস্ত অ্যাপ গুলো আপনার মোবাইলের জন্য ক্ষতি করে চলেছে
- হাতে থাকা মোবাইল ব্যবহার করে ঘরে বসেই টাকা আয় করুন
টিপস এন্ড ট্রিস