সেলফিন একাউন্ট খোলার নিয়ম ২০২৩
বাংলাদেশ ইসলামি ব্যাংকের লঞ্চ করা মোবাইল ব্যাংকিং অ্যাপ হচ্ছে সেলফিন মোবাইল ব্যাংকিং অ্যাপ। বিকাশ, নগদের মত মোবাইল ব্যাংকিং অ্যাপ হচ্ছে সেলফিন কিন্তু অন্যান্য অ্যাপ গুলোর চেয়ে অনেক বেশী সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপটিতে। তাই আজকের এই আর্টিকেলে সেলফিন একাউন্ট খোলার নিয়ম দেখিয়ে দেয়া হবে আজকের এই আর্টিকেলে।
এটি এমন একটি মোবাইল অ্যাপ যেটি ব্যবহার করার মাধ্যমে অতি সহজেই দেশ এবং বিদেশ থেকে লেনদেন করা যাবে। সেলফিন ইসলামি ব্যাংক গ্রাহকদের জন্য একটি মিনি ব্যাংকিং শাখা হিসাবে ব্যবহার করা যায়। এই ব্যাংক অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে নিজে নিজেই অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে বিকাশ ও নগদে ক্যাশ আউট, ব্যালেন্স ট্রান্সফার, ইউটিলিটি বিল প্রদানের মত কাজ গুলো করা যায়।
আশা করা যাচ্ছে আজকের এই আর্টিকেল থেকে ঘরে বসে সেলফিন একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি নিজে নিজে সেলফিন একউন্ট রেজিস্ট্রেশন করা যাবে এবং সেই সাথে লেনদেন করা যাবে। মোবাইল দিয়ে Cellfin account registration করা তেমন কঠিন কোন বিষয় নিয় তাই সাধারণ কিছু নিয়ম মেনেই সেলফিন একাউন্ট ওপেন করা যাবে।
আজকের এই আর্টকেল থেকে সেলফিন একাউন্ট খোলার নিয়ম এর পাশাপাশি এর সুবিধা অসুবিধা এবং বিস্তারিত কিছু বিষয় জানতে পারবেন তাই একটু সময় নিয়ে আর্টিকেলটি পড়ুন এবং একাউন্ট তৈরি করেনিন।
সেলফিন কি?
সেলফিন একাউন্ট খোলার নিয়ম জানার পূর্বে সেলফিন কি সেটি জেনে নেয়াটা অনেক বেশী জরুরী। বাংলাদেশ ইসলামি ব্যাংকের একটি ব্যাংকিং ওয়ালেট হচ্ছে সেলফিন। স্মার্ট ফোন ব্যবহার করে ঘরে বসে অতি সহজে লেনদেন করার একটি সহজ মাধ্যম হচ্ছে ইসলামিক ব্যাংক সেলফিন ওয়ালেট।
এই একাউন্ট ব্যবহার করে প্রতিটি গ্রাহক বিভিন্ন ধরণের সেবা পেয়ে থাকবে যেমন এই অ্যাপ ব্যবহার করে অতি সহজেই বিকাশ, নগদ এবং রকেটের টাকা প্রদান করা যাবে।
এছাড়াও বিদ্যুৎ বিল দেয়া থেকে শুরু করে, যেকোনো ধরণের টাকা লেনদেন করা যাবে এই মোবাইল অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে। ব্যাংকিং সেবা পাওয়ার জন্য বর্তমান সময়ে অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে এটি।
আরও দেখুনঃ মেমোরি থেকে ছবি ডিলিট হলে যে সফটওয়্যার ব্যবহার করবেন
আরও দেখুনঃ মোবাইল দিয়ে টাকা আয় করার সহজ সব উপায়
সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?
প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম কানুন ফলো করতে হয় এবং সেই সাথে কিছু তথ্য প্রয়োজন হয়। এটিতে যেহেতু মোবাইল থেকেই ঘরে বসে অ্যাকাউন্ট তৈরি করা যায় তাই তেমন কিছু দরকার হবেনা তবুও জেনেনিন কি কি দরকার হবে।
- অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে অর্থাৎ বয়স ১৮ বছর হতে হবে
- জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
- অবশ্যই সচল একটি মোবাইল এবং সিমকার্ড থাকতে হবে
- একটি স্মার্ট ফোন থাকতে হবে যেন সেলফিন অ্যাপ ব্যবহার করা যায়
- মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে
- অ্যাকাউন্টের মালিকের উপস্থিতি থাকতে হবে
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার নিয়ম এর প্রথম ধাপ হচ্ছে এই অ্যাপটি মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য হাতে একটি স্মার্ট ফোন থাকতে হবে এবং সেই সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে CellFin এবং যে অ্যাপটি সামনে আসবে সেটি আপনাকে ইন্সটল করে নিতে হবে। অথবা ডাউনলোড করার জন্য নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করেদিন আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে ডাউনলোড অপশনে নিয়ে যাবে এবং সহজেই ডাউনলোড করা যাবে।
অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল শেষ হলে ওপেন করে নিতে হবে এবং সেই সাথে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয়া হবে আপনি শুধু সময় নিয়ে যা যা বলা আছে সেই অনুযায়ী কাজ করতে থাকুন।
আশা করছি আপনি স্টেপ গুলো ফলো করতে পারলেই নিজে নিজে নিজের জন্য সেলফিন একাউন্ট তৈরি করে নিতে পারবেন। তাহলে এখনই নতুন একটি সেলফিন একাউন্ট তৈরি করেনিন।
স্টেপ ১ ওপেন অ্যাপঃ সেলফিন একাউন্ট খোলার নিয়ম অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাওয়ার পরে ওপেন করেনিন। ওপেন হলে নতুন একটি ড্যাশবোর্ড চলে আসবে এখন দ্বিতীয় ধাপ ফলো করুন।
স্টেপ ২ রেজিস্ট্রেশনঃ যেহেতু এটি হতে চলেছে সেলফিন এর নতুন একাউন্ট তাই সেলফিন অ্যাপ ওপেন করার পর লগিন পেজ চলে আসবে এবং সেখানে Don’t have a cellfin account এর ঠিক নিচে Registered লেখা থাকবে সেখানে ক্লিক করে দিতে হবে।
স্টেপ ৩ রেজিস্ট্রেশন দেশ নির্বাচনঃ রেজিস্টার অপশনে ক্লিক করার পরেই দেশ নির্বাচন করতে হবে। বাংলাদেশ থেকে একাউন্ট তৈরি করতে হলে বাংলাদেশ নির্বাচন করতে হবে এবং যদি বিদেশ থেকে একাউন্ট তৈরি করতে চান তাহলে Abroad অপশনে ক্লিক করতে হবে এবং পরের স্টেপ ফলো করুন।
প্রয়োজনীয় কথা এন আইডি কার্ড সাবমিটঃ আপনার যদি ইসলামিক ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেই একাউন্ট ব্যবহার করেই এই অ্যাপ এর একাউন্ট তৈরি করে নিতে পারবেন। আর হ্যা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেলফিনে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হবে অথবা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের হট লাইন বা কাস্টমার কেয়ারে কল করতে হবে এবং কথা বলতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কাস্টমার কেয়ারে কল করলে তারা আপনার কাছে সাধারণ তথ্য চাইবে এবং সেই তথ্য দিয়ে দিলে এবং সঠিক হলে তারা আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য পারমিশন দিয়ে দিবে। আর যদি চান সরাসরি নিজের এনআইডি দিয়ে একাউন্ট তৈরি করবেন তাহলে নিজের ঘরে বসেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।
স্টেপ ৪ মোবাইল নাম্বার ভেরিফাইঃ এখন দেখুন মোবাইল নাম্বার দেয়ার জন্য একটি ফাকা জায়গা রয়েছে এবং সেখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। মোবাইল নাম্বার দিয়ে ওকে করুন এবং আপনার ফোনে একটি কোড যাবে জাকে ওটিপি বলা হয় এবং ওটিপি এর ফুল মিনিং হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এখন ফাকা ঘরে ওটিপি বসিয়ে ওকে করেদিন। যখন পাসওয়ার্ড দেয়ার অপশন আসবে তখন ৬ ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে এবং এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তিতে লগিন করতে হবে।
স্টেপ ৫ এনআইডি আপলোডঃ এই অপশনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন অপশন কেননা ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে। এনআইডি আপলোড অপশনে থেকে সরাসরি এনআইডি আপলোড করা যাবে। আপনার আইডি কার্ডের দুই পাশের ছবি যদি আগে থেকে তোলা থাকে তাহলে আপলোড করেদিন অথবা ক্যামেরা অপশন থেকে সরাসরি এনআইডি কার্ডের দুই পাশের ছবি তুলে আপডেট করেদিন।
স্টেপ ৬ তথ্য রিভিউঃ এখন আপনার সামনে একটি পেজ চলে আসবে এবং এই পেজে এনআইডি থেকে তথ্য নিয়ে সেই তথ্য গুলো হুবহু প্রদর্শিত হবে যেমন আপনার নাম, বয়স, লিঙ্গ, পিতার নাম ইত্যাদি। আপনার এনআইডিতে যা থাকবে সেগুলোই এখানে দেখাবে এবং তথ্য গুলো মিলিয়ে নিয়ে ওকে করে দিতে হবে অর্থাৎ নেক্সট করে দিতে হবে।
স্টেপ ৭ ছবি আপলোডঃ এখন আপনার ছবি আপলোড করতে হবে এবং এর জন্য নতুন একটি অপশন আসবে এবং সেই অপশনে ক্লিক করলে সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে যদি ছবি তোলার জন্য অনুমতি চায় তাহলে আপনাকে অনুমতি দেয়ার জন্য Allow অপশনে ক্লিক করে দিতে হবে এবং ক্যামেরা ওপেন হলে নিজের সেলফি তুলতে হবে এবং ছবি তোলার জন্য আপনার ফেইস এর সামনে, ডান এবং বাম উভয় পাশের ছবি নিতে হবে এবং চোখের পলক ফেললেই ছবি উঠে যাবে।
ছবি তোলার পরে যদি মনে হয় ছবি ভালো হয়নি তাহলে নতুন করে ছবি তোলা যাবে এবং ক্রপ করে নেয়া যাবে। ছবি ঠিকঠাক হয়ে গেলে Confirm upload অপশনে ক্লিক করে দিতে হবে।
স্টেপ ৮ প্রফাইল এডিটঃ এখন প্রফাইল এডিট করতে হবে। আপনি সেলফিন অ্যাপে আপনার যে নাম প্রদর্শিত করতে চান সেই নাম দিয়ে দিতে হবে। এখন একটি ইমেইল একাউন্ট যুক্ত করেদিন এবং একটি রেফারেন্স মোবাইল নাম্বার দিয়ে দিন। কারো যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে থাকে তার নাম্বার দিতে পারেন অথবা বাড়ির যেকোনো নাম্বার দেয়া যাবে এতে কোন সমস্যা হবেনা।
এখন ট্রামস এন্ড কন্ডিশন অপশনে টিক দিয়েদিন এবং নেক্সট করেদিন। এই টুকু করতে পারলেই আপনার সেলফিন একাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে কংগ্রাচুলেশন দেখাবে। এখন যেকোনো সময় যেকোনো ডিভাইসে সেলফিন অ্যাপ থাকলেই সেখানে লগিন করার মাধ্যমে একাউন্ট ব্যবহার করা হবে এর জন্য রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার দেয়া হয়েছে সেটি দিতে হবে এবং ফোনে আসা কোড দিয়ে সাবমিট দিলেই কাজ শেষ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
আরওঃ এবার জন্ম নিবন্ধন যাচাই হবে মোবাইল ফোন দিয়ে কিভাবে জানতে ক্লিক করুন
সেলফিন একাউন্ট খোলার নিয়ম দেখার পরে অ্যাকাউন্ট তৈরিতে সমস্যার সম্মুখীন হলে নিচে দেয়া ভিডিও দেখতে পারেন। ভিডিও ক্রেডিট রিয়েলটেক মাস্টার
সেলফিন ব্যবহারের সুবিধা সমূহ
বাংলাদেশে বিভিন্ন ধরণের মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে এবং সবার রয়েছে আলাদা আলাদা সুযোগ সুবিধা। ঠিক তেমনি আরও একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে বাংলাদেশ ইসলামি ব্যাংক। জেনেনিন তাদের থেকে প্রদানকৃত সুবিধা গুলো,
- ঘরে বসে মোবাইল অ্যাপ ব্যবহার করেই অতি দ্রুততার সাথে লেনদেন সম্পন্ন করা যায়
- যেকোনো ধরণের ইউটিলিটি বিল দেয়া যায় যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি
- যেকোনো সিমে মোবাইল রিচার্জ করা যায়
- সেলফিনের তালিকাভুক্ত শপিং মল গুলোতে অনলাইন শপিং এবং অফলাইন শপিং এর ক্ষেত্রে পেমেন্ট করা যায়
- অন্য কোন সেলফিন ব্যবহারকারীকে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা যায় এবং টাকা রিসিভ করা যায়
- দেশের বাইরে থেকেও অন্য দেশ অর্থাৎ বিদেশে থেকেও অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং লেনদেন করা যায়
- একদম ফ্রিতেই ভিসা কার্ড পাওয়া যায়
- ইন্টারন্যাশনাল কারেন্সি কার্ড পাওয়া যেগুলো দিয়ে ডলার লেনদেন করা যায়
- খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে বিকাশ এবং নগদে টাকা পাঠানো যায়
সেলফিন থেকে টাকা উত্তোলন করার পদ্ধতি
সেলফিন থেকে কয়েকটি উপায়ে টাকা উত্তলন করা যায়। যেহেতু এই ব্যাংকিং সেবার কোন প্রকার এজেন্ট লেনদেন সেবা এখনো চালু করা হয়নি তাই আপনাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে।
সেলফিন থেকে যেহেতু বিকাশ এবং নগদে টাকা পাঠানো যায় তাই চাইলে আপনি সেলফিনের টাকা বিকাশে পাঠাতে পারবেন এবং সেটি বিকাশ এজেন্ট থেকে উত্তলন করতে পারবেন কিন্তু এখানে একটু ঝামেলার মধ্যে পরতে হবে কেননা সেলফিন থেকে বিকাশ বা নগদে টাকা পাঠালে চার্জ কাটে এবং বিকাশ বা নগদ এজেন্ট থেকে টাকা উত্তলন করতেও টাকা চার্জ করে তাই এক্ষেত্রে আপনার ক্যাশ আউট বা সেলফিন থেকে টাকা উত্তোলন খরচ বেড়ে যাবে।
আরওঃ স্মার্ট টিভি চালানোর সঠিক নিয়ম
আপনি চাইলে অতি সহজেই পার্শবর্তি ইসলামি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তলন করতে পারবেন। বুথ থেকে টাকা উত্তলন বিষয়টি একটু জটিল ব্যপার তাই লেখা পড়ে টাকা উত্তলন করা যাবেনা। এর জন্য নিচে দেয়া ভিডিওটি দেখুন তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।
সেলফিন একাউন্ট ডিলিট
কোনভাবেই সেলফিন একাউন্ট ডিলিট করা যায়না। কিন্তু চাইলে একাউন্ট ডিএকটিভেট করে রাখা যাবে। এটি একটি ব্যাংক একাউন্ট। অন্যান্য ব্যাংক একাউন্ট গুলো যেমন বাদ দিয়ে দেয়া যায়না ঠিক তেমনি সেলফিন একাউন্ট ডিলিট করা যায়না।
আর্টিকেল ট্যাগঃ
সেলফিন একাউন্ট খোলার নিয়ম , সেলফিন একাউন্ট ডিলিট,সেলফিন হেল্পলাইন, সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন একাউন্ট খোলার নিয়ম সেলফিন চার্জ,সেলফিন নিবন্ধন,সেলফিন থেকে বিকাশে, CellFin account login, সেলফিন থেকে টাকা উত্তোলন, সেলফিন নাম্বার পরিবর্তন
শেষ কথাঃ এই ছিল সেলফিন একাউন্ট খোলার নিয়ম এবং সেলফিন নিয়ে কিছু বিস্তারিত আলোচনা। আশা করা যাচ্ছে ভালোভাবেই আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টটি তৈরি করে নিয়েছেন। আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে এই আর্টিকেলটি শেয়ার দিতে ভূলবেননা। সেলফিন একাউন্ট খোলার নিয়ম