ফাইন্যান্স

সেলফিন চার্জ ফি চলতি বছর ২০২৩

যেহেতু এটি একটি ব্যাংক সেবাদান মাধ্যম তাই টাকা লেনদেন করার জন্য কিছু পরিমাণ চার্জ প্রদান করতে। আজকের এই আর্টিকেলে সেলফিন চার্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং সেই সাথে সেলফিন চার্জ এর একটি তালিকা দিয়ে দেয়া হবে।

বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামি ব্যাংক। ইসলামিক ব্যাংকের একটি মোবাইল সেবাদান মাধ্যম হচ্ছে সেলফিন মোবাইল ব্যাংকিং। এটি এমন একটি মোবাইল অ্যাপ যা দিয়ে সব ধরণের ব্যাংক প্রতিষ্ঠানের প্রায় সমস্ত ধরণের সেবা পাওয়া যায়।

মূলত এটি বাংলাদেশ ইসলামি ব্যাংকের অনলাইন ওয়ালেট সেবাদান মাধ্যম। এটি এমন একটি মোবাইল অ্যাপ যেখানে একাউন্ট করলে সহজেই ব্যাংক একাউন্ট মেইনটেইন করা যায় এবং সর্বপ্রকার লেনদেন সম্পন্ন করা যায়।

এটি এমন একটি মাধ্যম যেখানে ঘরে বসে মোবাইল ব্যবহার করেই অতি অল্প সময়ে নিজে নিজেই একাউন্ট তৈরি করা যায়। নানা প্রকার সুযোগ সুবিধা যুক্ত করা আছে যার ফলে প্রতিনিয়ত বাড়ছে এর জনপ্রিয়তা।

সেলফিন চার্জ

সেলফিন একাউন্টের লেনদেন এবং সেবার উপর ভিত্তি করে বিভিন্ন চার্জ প্রদান করা হয়ে থাকে। নিচে টেবিল আকারে সেলফিন চার্জ তুলে ধরা হল নিম্নে দেয়া চার্জ গুলো সরাসরি ইসলামিক ব্যাংক বাংলাদেশ কর্তিক নির্ধারিত।

আপনার মোবাইল ব্যাংকিং যেন কোন সহজ হয় সেই কামনাতেই অফিশিয়াল সেলফিন চার্জ তালিকা প্রদান করা হল। এর পূর্বে সেলফি একাউন্ট কিভাবে খুলতে হয় সেটি নিয়ে আর্টিকেল লেখা রয়েছে। আপনার যদি একাউন্ট না থেকে থাকে তাহলে আর্টিকেলটি দেখে নিজে নিজেই ঘরে বসে নতুন একটি সেলফিন একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

দেখুনঃ যেভাবে ঘরে বসে মোবাইল দিয়ে নতুন একটি সেলফিন একাউন্ট তৈরি করতে হয়

লেনদেনের করার ধরণচার্জের পরিমান
সেলফিন ব্যালেন্স দেখার ফি এর পরিমাণফ্রি
ইসলামী ব্যাংক একাউন্ট অথবা ডেবিট কার্ড থেকে এড মানি চার্জফ্রি
ইসলামী ব্যাংকের খিদমাহ কার্ড থেকে এড মানি চার্জ ( ক্রেডিট কার্ড )০.৭%+ভ্যাট
অন্যান্য ব্যাংক থেকে এড মানি চার্জ২%
এম ক্যাশ থেকে এড মানি চার্জ১%
সেলফিন থেকে সেলফিনে মানি ট্রান্সফার চার্জফ্রি
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট৫ টাকা
ফান্ড ট্রান্সফার চার্জ (NPSB)০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
ফান্ড ট্রান্সফার চার্জ(EFT)০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
এটিএম বুথ থেকে টাকা উত্তলন চার্জ ফ্রি
বিদেশি রেমিটেন্স চার্জফ্রি
যেকোনো অনলাইন পেমেন্ট চার্জফ্রি

দেখুনঃ যেভাবে সেলফিন একাউন্ট ডিলেট বা ডিএকটিভেট করা যায়

শেষ কথাঃ মূলত এটি ছিল বাংলাদেশ ইসলামি ব্যাংক কর্তিক সেলফিন চার্জ ফি। আশা করছি আপনার অনেক উপকারে এসেছে। এরপরেও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে অন্যদের জানিয়ে দেয়ার জন্য আর্টিকেলটি শেয়ার করেদিন।

আরও দেখুনঃ যেভাবে বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে হয়

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *