ফাইন্যান্স

সেলফিন এক অ্যাপেই সকল আধুনিক ব্যাংকিং – ইসলামী ব্যাংক

ইসলামি ব্যাংকের বিশেষ ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সেলফিন মোবাইল অ্যাপ। ২০২০ সালে যাত্রা শুরু হয় সেলফিনের এবং তারপর থেকে আজ অবধি সর্বমোট ৩০ লক্ষ গ্রাহক পেয়েছে ইসলামি ব্যাংক এবং এই সুত্র উঠে এসেছে ব্যাংক কর্তৃপক্ষ থেকে।

আরও জানানো হয়েছে যে, সেলফিন মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ৯ লক্ষ ৬১ হাজার ইউজার একাউন্ট তৈরি করেছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে যেটি জানিয়েছে ইসলামি ব্যাংক।

প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাংলাদেশে লঞ্চ হয়েছে বিভিন্ন ধরণের মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং এতে তৈরি হচ্ছে নতুন নতুন অপরচুনিটি। বিশেষ করে গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে অ্যাপ গুলোতে বিভিন্ন আপডেট করা হয়ে থাকে। খুব দ্রুত এবং নির্ভরযোগ্য লেনদেন করা প্রতিটি গ্রাহকের কাছে অনেক বেশী পছন্দনীয়।

গ্রাহকের চাহিদা এবং সহজতর কাজ হওয়ার কারণে ইতিমধ্যে তৈরি হয়েছে নানা ধরণের মোবাইল পরিষেবা অ্যাপ এবং এই অ্যাপ গুলোর উন্নতির ফলেই ব্যাংকিং সেবা প্রদান করা প্রতিষ্ঠান গুলো তাদের গুনগত মান বজায় রাখার জন্য তৈরি করছে মোবাইল অ্যাপ।

সেলফিন ইসলামী ব্যাংক

ইসলামি ব্যাংক ‘ব্যাংকিং এন্ড বিয়ন্ড’-এই স্লোগানকে সাথে রেখেই তাদের গ্রাহকদের সেবা প্রদান করার জন্য সেলফিন অ্যাপ লঞ্চ করে এবং সেই সাথে এই একটি মাত্র অ্যাপের মধ্যেই নিয়ে এসেছে সকল ধরণের ব্যাংকিং সুযোগ সুবিধা।

ইসলামি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেলফিন অ্যাপটি ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিতে কার্জ সম্পাদন করে থাকে। এই পদ্ধতিকে ব্যবহার করে সেলফিন ব্যবহারকারীরা ঘরে বসেই ব্যাংক একাউন্ট তৈরি করার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন ধরণের হিসাব খোলার পাশাপাশি সব ধরণের ব্যাংকিং সেবা পেতে পারবে।

এই অ্যাপে একাউন্ট তৈরি করার সাথে সাথে অ্যাপ এর মধ্যেই একটি ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড সেটাপ করে দেয়া হবে এবং এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার মত দেশ গুলোতে লেনদেন করা যাবে। এছাড়াও এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ব্যাংক একাউন্ট, মোবাইল রিচার্জ, এমক্যাশ এবং সেই সাথে বিকাশ ও নগদে টাকা পাঠানো যাবে।

আরও দেখুন

এমনকি অ্যাপটি ব্যবহার করে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং এমক্যাস থেকে সরাসরি সেলফিন অ্যাপ একাউন্টে টাকা নিয়ে আসা যাবে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই ইনলামি ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম-সিআরএম ও এজেন্ট আউটলেট থেকেই অতি সহজেই ক্যাশ ইনের পাশাপাশি ক্যাশ আউট করা যায়। এমনকি বিদেশি রেমিটেন্স পাওয়ার জন্য কোন প্রকার ঝামেলার মধ্যে পরতে হয়না এই অ্যাপ ব্যবহার করলে।

ইসলামি ব্যাংক বলছে বাংলাদেশে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদান করে সেলফি অধিক জনপ্রিয়তা লাভ করে ফেলছে এবং এই জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেলফি এমন একটি মোবাইল অ্যাপ যেটি ব্যবহার করে ঘরে বসে যেকোনো ধরণের ব্যাংকিং সেবা পাওয়া যায় এবং সেই সাথে সেলফিন থেকে সেলফিনে টাকা পাঠানো এবং গ্রহন থেকে শুরু করে, এমক্যাশ থেকে সেলফিনে লেনদেন এবং সাথে সাথেই ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়।

এছাড়াও সেলফিন ব্যবহার করে ই-কমার্স থেকে শুরু করে মোবাইল রিচার্জ, টেনের টিকেট সেবা এবং সেই সাথে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান করা যায় কোন প্রকার ঝামেলা ছাড়াই। সেই সাথে যেকোনো জায়গা এবং যেকোনো সময়ে অতি সহজেই বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল এবং অন্যান্য সব ধরণের ইউটিলিটি বল প্রদান করা যায়।

সেলফিন ব্যবহার করার মাধ্যমে খিদমাহ ক্রেডিট কার্ডের বল পরিশোধ করা যায়। এহছারাও সেলফিনের মধ্যে এমন একটি ফিচার যুক্ত করা আছে যেটি ব্যবহার করে পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স সারচার্জসহ মোট ১৯৬ টি সরকারি সেবার ফি প্রদান করা যায়।

বাংলাদেশে যেহেতু আরও অনেক মোবাইল ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠান রয়েছে তাই তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইসলামি ব্যাংক তাদের সেলফফিন অ্যাপটিতে প্রতিনিয়ত আপডেট নিয়ে এসেছে এবং সেই সাথে কর্মকর্তারা মনে করেন যে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তি সেবার উন্নয়ন করা ছাড়া অন্য কোন বিকল্প পন্থা নেই।

আরওঃ টেলিটক নাম্বার দেয়ার উপায় এবং স্পেশাল কিছু অফার

কর্মকর্তারা মনে করেন যে, আধুনিক সময়ে ব্যাংকিং খাতের সেবা গুলোর ধরণ প্রতিনিয়ত বদলে যাচ্ছে এবং সেই সাথে পরিবর্তন হচ্ছে ভোক্তাদের পছন্দ এবং চাওয়া। এছাড়াও বর্তমান সময়ে প্রায় প্রতিটি গ্রাহক নগদ টাকা ছাড়াই ভার্চুয়াল কারেন্সিতে লেনদেন করতে অনেক বেশী পছন্দ করে থাকেন। সেলফিন ব্যবহার করার ফলে ব্যাংকিং ব্যস্থার সনাতনি পন্থা বদলে গিয়েছে ইসলামি ব্যাংকের। আর এই সময়ে সেলফিন তার ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে নতুন একটি মাইলফলক তৈরি করে নিয়েছে।

ইসলামি ব্যাংকের ভাস্য মতে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই বর্তমান সময়ে ডিজিটাল সেবার মান উন্নয়ন করা ছাড়া অন্য কোন বিকল্প পন্থা নেই। আর এখন ইসলামি ব্যাংক সেই ভূমিকা পালন করছে বলে জানা গিয়েছে।

ইসলামী ব্যাংকের মতে, স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল বা স্মার্ট লেনদেনের কোনো বিকল্প নেই। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ক্যাশলেস সোসাইটি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

দেখুনঃ বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত?

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *