প্রযুক্তি খবর

স্পাইনোট ম্যালওয়্যার স্মার্টফোনের জন্য নতুন আতঙ্ক

স্পাইনোট ম্যালওয়্যার বা স্পাইনোট ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের তথ্য চুরি করে এক শ্রেণীর হ্যাকার যাদেরকে ব্লাক হ্যাট হ্যাকার বলা হয়। নানা ধরণের হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে টাকা চুরির মত ঘটনা ঘটে যার ফলে সাধারণ মানুষের অর্থ খোয়া যায় যেমন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেয় এক শ্রেণীর হ্যাকার গ্রুপ।

সম্প্রতি সময়ে ঠিক তেমনি এক হ্যাকিং সফটওয়্যার বা ভাইরাসের খোঁজ পেয়েছে সাইবার সিকিউরিটি সংস্থার গবেষকরা। তারা স্পাইনোট নামক নতুন একটি অ্যান্ড্রেইয়েড ব্যাংকিং ট্রোজান আবিস্কার করতে সক্ষম হয়েছে। গবেষকগন জানান এই ট্রোজান ভাইরসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে অনবরত আপডেট রাখবে এবং ফোনের দ্বারা কি কি কাজ হচ্ছে সেটি জানতে পারবে।

এফ-সিকিউর নামক সাইবার সিকিউরিটি সংস্থার বিশেষজ্ঞরা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং তাদের রিপোর্টে স্পাইনোট ম্যালওয়্যার নিয়ে বিশেষ কিছু তথ্য শেয়ার করেছে। সংস্থাটি বলেছে, এই ক্ষতিকর স্পাইনোট ম্যালওয়্যার ভূয়া টেক্সট মেসেজের মাধ্যমে গ্রাহকের কাছে বিভিন্ন ধরণের মেসেজ পাঠিয়ে থাকে এবং সেই সাথে মেসেজে দেয়া লিংক এর মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করার জন্য প্ররোচিত করে থাকে।

তাদের প্রকাশ করা রিপোর্টে আরও বলা হয়, এটি এমন এক বিপজ্জনক ম্যালওয়্যার যেটি অন্যান্য ম্যালওয়্যার থেকে সম্পূর্ণ আলাদা এটি ব্যবহারকারীদের শুধুমাত্র কল লগ, ক্যামেরা, টেক্সট মেসেজের তথ্য চুরি করে বিষয়টি তেমন নয় বরং এই ভাইরাস মোবাইলের হোম স্ক্রিনে থাকা যেকোনো অ্যাপ এর মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং খুব সহজেই তথ্য চুরি করতে পারে। এই স্পাইনোট ম্যালওয়্যারটি এত বেশী শক্তিশালী যে, ফোনের সিকিউরিটি সিস্টেম এই ভাইরাসকে খুজে পেতে এবং ডিলিট করে দিতে অক্ষম হয়ে যায়।

আরও দেখুনঃ ঘরে বসে মোবাইল দিয়ে জন্মন নিবন্ধন যাচাই করার পদ্ধতি

এই ভাইরাসের আরও একটি ক্ষতিকর দিক হচ্ছে এটি ফোনের কল সহ ব্যবহারকারীর আশেপাশের সব ধরণের শব্দকে রেকর্দ করতে পারে। এতে স্পষ্ট যে, এই ম্যালওয়্যারটি অতি সহজেই ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ কথা গুলোকে রেকর্ড করে রাখতে পারে এবং পরবর্তিতে ইচ্ছা অনুযায়ী ব্লাক মেইল করার পাশাপাশি অনেক ধরণের সমস্যার মধ্যে ফেলতে পারে।

এফ-সিকিওয়ের গবেষক অমিত তাম্বে জানিয়েছেন, এই মারাত্মক ভাইরাসটি বিশেষ কৌশল ব্যবহার করার মাধ্যমে মোবাইল ফোনের সহ আশেপাশের সব ধরণের সাউন্ট রেকর্ড করতে পারে এবং সেই সাথে ক্যামেরা ব্যবহার করে মোবাইল স্ক্রিনের ছবি তোলার মত কাজ করে থাকে।

এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, চাইলেই ফোনের সেটিং থেকে অতি সহজে ডিলিট করা সম্ভব নয় এর কারণ হচ্ছে স্পাইনোট ভাইরাসটি অতি চতুরতার সাথে ডিভাইসের সেটিং থেকে মেনু বন্ধ করে দিয়ে থাকে যার ফলে এর ভাইরাস থেকে রক্ষা পাওয়া অনেক বেশী কষ্টকর হয়ে যায়।

আরও দেখুনঃ মোবাইল থেকে ভাইরাস ডিলিট করে দেয়ার পদ্ধতি জানতে ক্লিক করুন

শেয়ার করুন

নির্ঝর ফারুক

প্রযুক্তি প্রেমী মানুষের মধ্যে আমিও একজন। ছেলেবেলা থেকেই প্রযুক্তির সাথে জড়িয়ে রয়েছি এবং অনেক কিছু শিখেছি ও এখনো শিখছি। যে বিষয় গুলো জানি সেই বিষয় গুলো নিয়েই মূলত এই ওয়েবসাইটে লেখালেখি করি। টেকজোন বাংলার একমাত্র সত্ত্বাধিকারী আমি নির্ঝর ফারুক সক্রিয় থাকবো আপনার সাথে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *