টিপস

স্মার্ট টিভি চালানোর নিয়ম ২০২৩

বর্তমান সময়ে মানুষের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন মডেলের স্মার্ট টেলিভিশন বাজারে পাওয়া যাচ্ছে। অনেকেই রয়েছেন নতুন একটি টেলিভিশন কেনার পর সেটিকে কিভাবে চালাতে হয় সে সম্পর্কে জানে না। তাই আজকে স্মার্ট টিভি চালানোর নিয়ম সম্পর্কে আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেয়ার চেষ্টা করবো।

স্মার্ট টি যে মডেলের হোক সেটি পরিচালনা করার নিয়ম একই রকম হয়ে থাকে। শুধু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আপনি চাইলেই আপনার স্মার্ট টিভিতে অতি সহজেই ওয়াইফাই কনেক্ট করতে পারবেন এবং ইউটিউব থেকে শুরু করে ফেসবুক সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন।

নিয়ম গুলো জানার জন্য আপনাকে শুধু মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়তে হবে এবং সেই সাথে কাজ গুলো করে যেতে হবে। তাহলেই আপনি আপনার স্মার্ট টিভিটি খুব সহজেই অপারেট করতে পারবেন। তাহলে চলুন আমরা স্মার্ট টিভি কিভাবে চালাতে হয় তার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানি।

স্মার্ট টিভি চালানোর নিয়ম

আপনাকে প্রথমেই টিভির সাথে কারেন্ট এর কানেশন দিতে হবে এবং তারপর টিভি চালু করতে হবে। আপনার হাতে থাকে রিমোট এর মাধ্যমে টিভিটি চালু করুন। এখন আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন অথবা ডিস লাইনের কানেশন থাকতে হবে।

এছড়াও আপনার যদি পেনড্রাইভ থাকে তাহলেও আপনি মুভি থেকে শুরু করে সমস্ত ভিডিও দেখতে পারবেন। তাহলে চলুন প্রথমেই ডিসলাইন কিভাবে ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে জানা যাক,

স্মার্ট টিভিতে ডিস লাইন ব্যবহার করার নিয়ম

আপনি প্রথমেই ডিসলাইনের যে ক্যাবল রয়েছে সেটিক টেলিভিশনের সাথে কানেক্ট করেনিন এবং তারপর টিভিটি অন করুন। অন করার সাথে সাথে আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে।

যেমন ইউটিউব, ফেসবুক, টিভি ইত্যাদি থাকতে পারে। আগেই বলেছি একেক টিভিতে একেক রকম থাকতে পারে। আপনার সামনে যদি সরাসরি অপশন গুলো চলে আসে তাহলে টিভি অপশনে যেতে হবে এর জন্য আপনার রিমোটের ডান এরো বাটন চাপতে হবে অথবা টিভি যদি প্রথমেই থাকে তাহলে ওকে বাটনটিতে ক্লিক করে দিতে হবে।

ওকে বাটন বলতে আপনার রিমোটের যে গোল বাটন থাকবে সেখানে দেখবেন ওকে লেখা রয়েছে। ওকেতে চাপ দেয়ার পর যদি কোন অপশন আসে তাহলে আবার ওকে দিতে হবে।

এর পর আপনার রিমোটের ওকে বাটনের ঠিক ডান পাশের বাটন চাপতে হবে এবং যখন Get Started লেখা আসবে তখন ওকে দিয়ে দিতে হবে।

যদি কোন পাসওয়ার্ড চায় তাহলে আপনাকে ওকে করে দিতে হবে এবং ওকে করে দেয়ার সাথে সাথে আপনার একটি কিবোর্ড চলে আসবে। এখন আপনার রিমোট থেকে ১,২,৩,৪ পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিন কাজ হয়ে যাবে। যদি না বুঝে থাকেন তাহলে এখানে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন। ভিডিও দেখুন

আর যদি টিভি চালু করার পর সরাসরি কোন অপশন না আসে তাহলে আপনি আপনার রিমোট থেকে মেনু বাটনে চাপ দিলে সমস্ত অপশন চলে আসবে এবং একদম প্রথমে থাকা যে অপশন থাকবে সেটিতে ওকে করে দিলেই আপনার টিভিতে ডিস লাইন অন হয়ে যাবে।

দেখুনঃ ঘরে বসে মোবাইল দিয়ে আয় করার উপায়

স্মার্ট টিভিতে ওয়াইফাই ব্যবহার করার নিয়ম

আপনার বাড়িতে যদি ওয়াইফাই ইন্টারনেট থাকে আপনি অতি সহজেই আপনার স্মার্টটিভিতে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব থেকে শুরু করে সমস্ত ইন্টারনেত ব্রাউজিং করতে পারবেন। অথবা যদি ওয়াইফাই নাও থাকে আপনি আপনার মোবাইল ব্যবহার করেই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।

আপনি যদি মোবাইল দিয়ে ইন্টারনেট কানেশন দিয়ে টিভি চালান তাহলে আপনার অনেক পরিমাণ ইন্টারনেট খরচ হবে তাই পারলে বাড়িতে ওয়াইফাই কানেকশন নিয়ে নিন।

যদি ওয়াইফাই থাকে

আপনি টিভিটি অন করার পর একদম উপরে দেখতে পাবেন সেটিং লেখা রয়েছে সেই সেটিংয়ে চলে যেতে হবে। আপনি বাজার থেকে মাত্র ১৪০ টাকা খরচ করে একটি মাউস কিনেনিন তাহলে অতি সহজেই এই টিভি অপারেট করতে পারবেন।

মাউস না থাকলে রিমোট ব্যবহার করে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে আর সেটিং পাবেন টিভির ঠিক ডান পাশের একদম উপরের দিকে। সেটিংয়ে যাওয়ার পরে আপনি প্রথমেই নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট ( Network and Internet ) লেখা পাবেন সেখানে ক্লিক করুন এবং আপনার যে ওয়াইফাই রয়েছে তার উপরে ওকে করুন এবং আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড টি দিয়ে ওকে করুন কাজ হয়ে যাবে।

যদি ওয়াইফাই না থাকে

আপনি একই পদ্ধতিতে সেটিংয়ে যাবেন এবং ইন্টারনেট এন্ড সিকিউরিটি অপশনে যাবেন। তারপর আপনার মোবাইলে হস্টস্পটটি অন করে দিবেন। তারপর আপনি একই পদ্ধতিতে আপনার মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে নিবেন।

পাসওয়ার্ড চাইলে আপনার মোবাইলের যে Hotspot অপশন রয়ছে সেটিতে চাপ দিয়ে ধরে রাখুন এবং দেখবেন সেখানে একটি পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দেখে দেখে টিভিতে ব্যবহার করে ওকে করেদিন কাজ হয়ে যাবে।

বুঝতে না পারলে ভিডিও দেখুন

স্মার্ট টিভিতে পেন্ড্রাইভ ব্যবহার করার নিয়ম

আপনি প্রথমে আপনার পেন্ড্রাইভটি টিভিতে প্রবেশ করান এবং তারপর ইউএসবি অপশনে গিয়ে ওকে করে দিন। এর পর আপনার সামনে কিছু ফোল্ডার চলে আসবে এবং যেই ফোল্ডারে আপনি ভিডিও রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে ওকে করে দিন।

দেখবেন ভিডিও গুলো সামনে চলে আসবে। এখন আপনি ওকে করে ভিডিও প্লে করে দেখতে পারবেন।

বিশেষ কথা

বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের স্মার্ট টেলিভিশন রয়েছে আর প্রতিটির সেটিক একই হলেও ধরণ আলাদা তাই আপনার উচিৎ হবে ইউটিউব থেকে ভিডিও দেখে সমস্ত কিছু শিখে নেয়া। আর যদি এই আর্টিকেল থেকে কাজ হয় তাহলে আলাদা কথা।

ইউটিউব থেকে ভিডিও দেখার জন্য আপনাকে ইউটিউব ওপেন করতে হবে এবং সার্চ করতে হবে স্মার্ট টিভি চালানোর নিয়ম ( এই লেখার শেষে শুধু আপনার টিভির নাম লিখে দিন )।

তাহলে আপনি সঠিক ভিডিওটি পেয়ে যাবেন। আশা করছি আপনাকে সাহায্য করতে পেরেছি।

আরও দেখুন

সবচেয়ে কম দামের মধ্যে ক্যামেরা ফোন গুলো দেখুন

শাওমি রেডমি ৯ মডেলের দাম জানুন

মাত্র ১৩ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন গুলো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *