স্যামসাং গ্যালাক্সি Z ফোল্ড 5 নতুন মডেলের ফোল্ডিং ও ফ্লিপ ফোন
অনেক আগে থেকেই বাংলাদেশ সহ বিশ্ব বাজারে স্যামসাং তাদের একটি ভালো মানের জায়গা দখল করে আছে। বিশেষ করে নতুন মডেলের ফোন গুলো বাজারে আসার পরেই মানুষের কাছে অনেক বেশী পছন্দের ফনে পরিণত হয় আর এর কারণ হচ্ছে তাদের ফোনের নতুন নতুন ফিচার এবং স্টাইল। আর তারই ধারা বজায় রেখে এবার স্যামসাং বাজারে নিয়ে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি Z ফোল্ড 5 এবং ফ্লিপ ৫ এই দুই মডেলের ফোন। আজকের এই তারিখে ২৬ জুলাই ফোনটি উন্মুক্ত করেছে সামস্যাং।
ফোনটির সমস্ত বিষয় নিয়ে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ করে থাকবে এবং আপনি চাইলে সেটি ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ফোনটি সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেয়া যাক।
এই ফোনটি মূলত দুটি রঙয়ের হতে চলেছে যার মধ্যে প্রথমটি হচ্ছে সাদা এবং অন্যটি হচ্ছে নীল। আপনি খুব শিগ্রই সামস্যাং গ্যলাক্সি জেড ফোল্ড ৫ ফোনটি কিনতে পারবেন।
আর এই ফোনটির সাথে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনটিতে আরও থাকছে Foldable Dynamic AMOLED 2X ডিসপ্লে টাইপ ৭.৬ ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে যাতে থাকছে 1768 x 2208 Pixels রেজলিউশন । ভেতরে থাকবে ৬.২ ইঞ্চির আরেকটি ডিসপ্লে।
এদিকে ফটোগ্রাফির জন্য যুক্ত করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি বা রিয়ার ক্যামেরা থাকছে ৫০ মেপিক্সেলের (Accelerometer, Proximity, Compass, Barometer) , ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো।
এদিকে ফোনটি সেলফির জন্য বিশেষ নজর রেখেছে তাই সামনে ও ভেতরের ডিসপ্লেতে একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। গ্যালক্সি বলে কথা সেলফি ক্যামেরা ভালো হতেই হবে।
ফোনটির ব্যাটারি ক্ষমতার জন্য থাকছে 4500 mAh ক্ষমতা সম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি। এদিকে ফোনটির পারফর্মেন্স এর জন্য রয়েছে Octa-core (1×2.84 GHz Kryo 680 & 3×2.42 GHz Kryo 680 & 4×1.80 GHz Kryo 680) প্রসেসর এবং আরও রয়েছে Qualcomm Snapdragon 888 চিপসেট।
গ্যালাক্সি Z ফোল্ড মডেলের এই ফোনটির সাথে নেটওয়ার্ক হিসাবে থাকছে 5 5G: Supported by device (network not rolled-out in India), 4G: Available (supports Indian bands), 3G: Available, 2G: Available-কে সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি Z ফোল্ড 5 ফোনটির বর্তমান দাম বা বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে, ৳ 230,100 টাকা।