গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

স্যামসাং ফোনের দাম ও ছবি ২০২৩

রিভিউ আর্টিকেলে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই আর্টিকেলে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং এর যে সমস্ত ফোন গুলো রয়েছে সেই সমস্ত ফোন গুলোর ফিচার, স্পেসিফিকেশন, স্যামসাং ফোনের দাম ও ছবি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

আশা করা যায় যে, আপনি আপনার জন্য সঠিক মডেলের ফোনটি খুজে পেতে সক্ষম হবে। আর আমি চেষ্টা করবো ফোন গুলো কোন কোন কাজের জন্য ব্যবহার করা যাবে সেটি নিয়ে ছোট একটি ব্রিফ দিয়ে দেয়ার যেন আপনি নির্দিষ্ট ফোনটি খুজে নিতে পারেন।

আপনি অবশ্যই একটু সময় নিয়ে আর্টিকেলটি দেখার এবং পড়ার চেষ্টা করবেন। অনেকেই রয়েছেন শুধু দাম দেখেই ফিরে চলে যায় যার ফলে যার কারণে সঠিক ফোনটি খুজে পেতে ব্যার্থ হন।

তাই আপনার উচিৎ হবে একটু সময় দিয়ে ফোন গুলো দেখা। তাহলে চলুন আর দেরি না করে স্যামসাংয়ের ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দেয়া যাক।

স্যামসাং ফোনের দাম ও ছবি

বিশেষ করে এর পূর্বে ১০ হাজার টাকা বাজেটের বিভিন্ন মোবাইল নিয়ে একটি আর্টিকেল লেখা রয়েছে আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। হতেও পারে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা একটি ফোন খুজে পেতে পারেন।

এছাড়াও বিভিন্ন মডেলের ফোনের মধ্যে বাছাইকৃত ভালো কিছু ফোনের ফিচার নিয়ে আলোচনা করা আশা করা যায় আপনার ভালো লাগতে পারে তাই আপনি চাইলে সেগুলো গ্যাজেট বাংলাদেশ থেকে দেখে নিতে পারেন।

এই আর্টিকেলে ১০ হাজার টাকার একটু বেশী দামের কয়েকটি ফোন আপনাকে দেখানো হবে কারণ একটু বাজেট বাড়ালে বেশ কিছু ভালো মানের ফোন হয়। এখন চলুন স্যামস্যাং ১০ হাজার টাকার ফোন নিয়ে বিস্তারিত জানা যাক,

Samsung Galaxy A04e

স্যামসাং ফোনের দাম ও ছবি
Samsung Galaxy A04e

দামঃ BDT 12,000

স্যামসাং গ্যালাক্সি এ০৪ই কোর স্পেসিফিকেশন

বেস্ট স্টাইলিশ স্যামসাং এর এই মডেলের ফোনটি সাথে থাকছে তিন প্রযুক্তির নেটওয়ার্ক আর নেটওয়ার্ক গুলো হল ২জি, ৩জি এবং ৪জি ও সেই সাথে এই ফোনের সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড অনায়াসেই ব্যবহার করা যাবে।

এছাড়াও এই ফোনের সাথে আরও থাকছে ৬.৫ ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে 720 x 1600 pixels এবং সেই সাথে এটির সাথে থাকছে আইপিএস প্রযুক্তি এবং মাল্টিটাচ ফিচার।

164.2 x 75.9 x 9.1 মিলিমিটার বড ডাইমেনশনের পাশাপাশি এই ফোনের ওজন থাকছে ১৮৮ গ্রাম। সেই সাথে ফোনটির বিল্ডইন হিসাবে থাকছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি এবং প্লাস্টিকের ফ্রেম।

Android 12 অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনের সাথে আরও থাকছে Octa-core প্রসেসর। এইদিকে ফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে ব্যবহার হয়েছে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম ও তিন ভ্যারিয়েন্টের রম।

যেমন একটিতে থাকছে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে অন্য দুটিতে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম এবং সব শেষে থাকছে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি রম। আর সেই সাথে আরও থাকছে এক্সট্রাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ। আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হওয়ার কারণে এই ফোনের দামের পার্থক্য হতে পারে।

এই দিখে ফোনের ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে থাকছে দুটি প্রাইমারি ক্যামেরা একটি ১৩ এবং অন্যটি ২মেগাপিক্সেল আর এই প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডি মুডে ভিডিও রেকর্ড করা যাবে অনায়াসেই।

এছাড়াও এই ফোনের সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি দিয়েও ১০৮০ পি মুডেই ভিডিও করা যাবে কিন্তু পরিষ্কার হবেনা প্রাইমারি ক্যামেরার মত।

চার্জিং এর দিকে দেখতে গেলে দেখা যায় যে, এই ফোনের সাথে থাকছে ৫ হাজার এমএএইচ এর একটি ব্যাটারি যেটি এই ফোনকে দুইদিন পর্যন্ত চার্জিং ব্যাকাপ দিতে পারবে।

দেখুনঃ আইটেলের কিছু বেষ্ট মডেলের ফোন দেখুন

Samsung Galaxy M04

স্যামসাং ফোনের দাম ও ছবি
Samsung Galaxy M04

দামঃ BDT12,000

Samsung Galaxy A3 Core

স্যামসাং ফোনের দাম ও ছবি
Samsung Galaxy A3 Core

দামঃ BDT 6,565

স্যামসাং গ্যালাক্সি এ৩ কোর স্পেসিফিকেশন

Galaxy A3 Core মডেলের ফোনটির সাথে থাকছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এই ফোনের সাথে আপনি ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনের সাথে আপনি আরও পেয়ে জাচ্ছেন ব্লুটুথ, জিপিএস, জিপিআরএস, রেডিও, ইউএসবি ভার্সন ২.০ যেটি এই ফোনের জন্য প্লাস পয়েন্ট বলে আমি মনে করি।

এদিকে ফোনটির বডির দিকে লক্ষ্য করলে দেখে পাওয়া যায় যে, এই ফোনের বডি ডাইমেনশন থাকছে 141.7 x 67.5 x 8.6 mm মিলিমিটার এবং এই ফোনটির ওজন থাকছে ১৫০ গ্রাম যেটি একদম স্লিম ও বহনের পাশাপাশি ব্যবহার করাও অনেক সহজ হবে।

আর ফোনটির কালার হিসাবে লাল, কালো এবং নীল এই তিনটি কালার ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটির ডিস্প্লের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এটির সাথে 5.3 inches এর একটি মিডিয়াম মাপের ডিসপ্লে ব্যবহার হয়েছে আর তার রেজোলিউশন থাকছে 720 x 1480 পিক্সেল এর যার ফলে ১০৮০পি ফুল এইচডি মুডের ভিডিও দেখতে কোন প্রকার সমস্যা হবেনা।

এদিকে ডিস্প্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস এসসিডি টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার। শুধু তাই নয় এই ফোনের ডিস্প্লের প্রটেকশন জন্য থাকছে Scratch Resistant Glass যেটি ফোনের ডিসপ্লেতে দাগ পরা থেকে ফোনকে রক্ষা করবে।

এইদিকে ফোনটির মেমোরি বা স্টোরেজের দিকে লক্ষ্য করতে গেলে দেখা যায় যে, এই ফোনের সাথে থাকছে ২জিবির র‍্যাম এবং ৬৪জিবির রম। শুধু তাই নয় এটির সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

সেই সাথে এই ফোনের ক্যামেরা হিসাবে থাকছে ৮মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। আর রিয়ার ক্যামেরা বা মেইন ৮মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এইচডি ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড ও পরিষ্কার ছবি তোলা যাবে।

তাছাড়াও এই ফোনের পারফর্মেন্স এর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে থাকছে Android 11 গো এডিশন অপারেটিং সিস্টেম এবং সেই সাথে থাকছে Unisoc SC9863A চিপ্সেট।

Octa-core প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনের সাথে ৫০০০ এমএএইচ এর একটি ননরিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি অনায়াসে এই ফোনকে দুইদিন চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

দেখুনঃ ভিভোর সেরা কিছু বাজেট ফোন

Samsung Galaxy M01 Core

Samsung Galaxy M01 Core

দামঃ BDT ৳6,999 ( 2GB+32GB )

স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর স্পেসিফিকেশন

কাল, নীল এবং লাল কালারের এই ফোনের সাথে যুক্ত করা আছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও থাকছে দুটি ডুয়াল ন্যানো সিম ব্যবহার করার মত সুযোগ।

এছাড়াও এই ফোনের সাথে আরও থাকছে Wi-Fi direct, Wi-Fi hotspot এবং সেই সাথে Bluetooth, GPS ও ইউএসবি ভার্সন ২.০। সেই সাথে এই ফোনের বডির দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে যুক্ত করা আছে মিনিমাল নচ ডিসপ্লে যেটি এই ফোনকে আলাদা একটি লুক দিয়েছে।

এবং এই ফোনের ম্যাটারিয়াল হিসাবে থাকছে Glass front, plastic body সেই সাথে এটির বডি ডাইমেনশন থাকছে 141.7 x 67.5 x 8.6 millimetres এর। ১৫০ গ্রাম ওজনের এই ফোনের সাথে আরও থাকছে ৫.৩ ইঞ্চির একটি মিডিয়াম মাপের ডিসপ্লে যার রেজোলিউশনে থাকছে HD+ 720 x 1480 পিক্সেল।

তাছাড়াও ফোনের ডিসপ্লেতে প্রযুক্তি হিসাবে থাকছে PLS TFT Touchscreen এবং মাল্টিটাচ ফিচার। এদিকে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে মেইন ক্যামেরা হিসাবে থাকছে ৮মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আর আপনি মেইন ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই সাথে সেলফি ক্যামেরা দিয়ে ৭২০পি মুডে ভিভিও রেকর্ড করা যাবে। Lithium-ion 3000 mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।

Mediatek MT6739 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনের সাথে থাকছে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম ও রম ব্যবহার হয়েছে। একটিতে থাকছে ১জিবি ও ১৬জিবি রম এবং অন্যটিতে থাকছে ২জিবি ও সেই সাথে ৩২জিবির রম।

আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধার পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Quad-core, up to 1.5 GHz এর প্রসেসর। আর সব শেষে এই ফোনের সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ফিচার যেটি এই ফোনকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। স্যামসাং ফোনের দাম ও ছবি

অনলাইন ইনকামঃ ঘরে বসে মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানুন

Samsung Galaxy A01 Core

Samsung Galaxy A01 Core

দামঃ BDT 7,999

স্যামসাং গ্যালাক্সি এ০১ কোর স্পেসিফিকেশন

গ্যালাক্সি এ০১ কোর মডেলের বাজেট ফোনটির সাথে দেয়া থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে আরও থাকছে দুটি ডুয়াল সিম ব্যবহার করার মত সুবিধা যার একটি থাকছে স্টান্ডবাই এবং অন্যটি ন্যানো সিম কার্ড ব্যবহার করার জন্য স্লট।

এছাড়াও এই ফোনের সাথে জিপিআরএস এবং এজ নেটওয়ার্ক থাকছে। থাছাড়াও জিপিআরএস, ইউএসবি ২.০, ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট ইত্যাদি থাকছে এই ফোনের সাথে।

এদিকে এই ফোনের বডির দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে থাকছে স্টান্ডার্ড ডিসপ্লে যার সাইজ থাকছে ৫.৩ ইঞ্চির এবং ডিস্প্লের রেজোলিউশন থাকছে 720 x 1480 পিক্সেল যেটি দিয়ে অনায়াসে ১০৮০পি মুডের ভিডিও অনায়াসে দেখা যাবে।

সেই সাথে ডিস্প্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। ফোনটির বডি ডাইমেসশন থাকছে 141.7 x 67.5 x 8.6 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে ১৫০ গ্রাম।

ফোনটিতে ব্যবহার হয়েছে গ্লাসের ডিসপ্লে এবং ফ্রেম ও পেছন পাশ থাকছে প্লাস্টিকের। Android 10 গো অপারেটিং সিস্টেমের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে Mediatek MT6739WW এর চিস্পেট এবং Quad-core 1.5 GHz Cortex-A53 এর প্রসেসর।

এদিকে ফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ফোনের সাথে থাকছে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম ও রম। যার একটিতে থাকছে ১জিবি র‍্যাম এবং ১৬জিবি রম ও সেই সাথে অন্যটিতে থাকছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে এই ফোনের সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

সেই সাথে এই ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনটির সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আপনি এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করতে পারবেন।

এই ফোনের চার্জিং পারফর্মেন্স এর দিখে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে থাকছে 3000 mAh এর লিথিয়াম পলিমারের ব্যাটারি যেটি এই ফোনকে একদিন চার্জিং ব্যাকাপ দিতে পারবে।

আর আপনি এই ফোনটি পাবেন মোট তিন কালারের মধ্যে যেগুলোর মধ্যে থাকছে কালো, নীল এবং লাল। আর কালার গুলোর মধ্যে যেটি আপনার ভালো লাগবে সেটি আপনি কিনতে পারবেন।

Samsung Galaxy J2 Core

Samsung Galaxy J2 Core

দামঃ BDT 8,080

স্যামসাং গ্যালাক্সি জে২ কোর স্পেসিফিকেশন

যদিও এটি একটি ওল্ড মডেলের ফোন এবং বাজারে পাওয়া যাবে কিনা সেটি নিয়ে দ্বিধা দন্দ রয়েছে। তারপরেও এই ফোনটির কিছু ফিচার আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি।

এই ফোনটির সাথে থাকছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে দুটি স্টান্ড বাই সিম কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও এই ফোনের সাথে থাকছে Android 8.1 Oreo গো এডিশন অপারেটিং সিস্টেম ও সেই সাথে ৫ইঞ্চির একটি স্টান্ডার্ড টাইপের ডিসপ্লে যেটি রেজোলিউশন থাকছে 540 x 960 পিক্সেল এর।

স্টোরেজের জন্য এই ফোনের সাথে থাকছে ১জিবির র‍্যাম ও ১৬জিবির রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। সেই সাথে এই ফোনের ক্যামেরা হিসাবে থাকছে ৮মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫মেগাপিক্সেল।

Exynos 7570 Quad চিপ্সেট ও Quad-core 1.4 GHz Cortex-A53 প্রসেসরের পাশাপাশি এই ফোনের সাথে আরও থাকছে লিথিয়াম পলিমারের 2600 mAh এর একটি ব্যটারি।

শেষ কথাঃ স্যামসাং ফোনের দাম ও ছবি নিয়ে আজকের এই আর্টিকেলে বাজেট মোবাইল আপনাদের সামনে তুলে ধরা হল। আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের বলবেন আমরা আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *