গ্যাজেট বাংলাদেশব্লগ পোস্টমোবাইল ফোন

হাওয়াই মোবাইল y7 দাম বাংলাদেশ ২০২৩

হাওয়াই মোবাইল y7 দাম বাংলাদেশ – ফোনটি জদিও পুরাতন মডেলের ফোন তারপরেও এই ফোনটি বাংলাদেশের মানুষের কাছে চাহিদার একটি ফোন আর এই চাহিদার কারণ হচ্ছে ফোনটির স্পেসিফিকেশন ও দাম।

আজ এই মোবাইলটি নিয়ে অনেক কিছুই আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হবে। আশা করছি আপনি এই মোবাইল সম্পর্কে সমস্ত কিছু অনেক ভালোভাবে জানতে পারবেন এবং সেই সাথে আপনি নিজেই বুঝতে পারবেন এই ফোনটি কি কি কাজে ব্যবহার করা যাবে।

এই রিভিউ আর্টিকেলে আমি আপনাকে এই ফোনের সমস্ত কিছুই জানিয়ে দিবো। আপনি অবশ্যই ফোনটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিবেন এবং তারপর ফোনটি কেনার চেষ্টা করবেন।

আমাদের ওয়েবসাইটে ইতিপূর্বে নোকিয়ার সেরা কিছু বাটন ফোনের রিভিউ করা হয়েছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে চলুন এখন আমরা হাওয়াই ওয়াই৭ মডেলের ফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাক।

হাওয়াই মোবাইল y7 দাম বাংলাদেশ

হাওয়াই এর এই মডেলের ফোনটির সাথে থাকছে মোট তিন প্রযুক্তির ইন্টারনেট সুবিধা যেমন থাকছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক আরও সাথে থাকছে হাইব্রিড সিম কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।

153.6 x 76.4 x 8.4 মিলিমিটার ডাইমেনশনের এই ফোনটির সাথে থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে২ HD 720 x 1280 পিক্সেল এবং সেই সাথে ডিসপ্লের প্রযুক্তি হিসাবে যুক্ত থাকছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

এদিকে ফোনটির সাথে থাকছে Android Nougat v7.0 অপারেটিং সিস্টেম এবং সেই সাথে ফোনটির সাথে চিপ্সেট হিসাবে যুক্ত থাকছে Qualcomm Snapdragon 435 এর চিপ্সেট। Octa-core, 1.4 GHz প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে ২জিবি র‍্যাম এবং ১৬জিবি রম ও সেই সাথে এই ফোনটির সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

আরও দেখুনঃ শাওমির কিছু সেরা মোবাইল ফোন

এই ফোনটিতে আরও থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, ইউএসবি ভার্সন ২.০ এবং সেই সাথে এই ফোনটির সাথে থাকছে লিথিয়াম আয়ন ৪ হাজার এমএএইচ এর ব্যাটারি এবং সেই সাথে ফাস্ট চার্জিং সুবিধা।

ফোনটির বডিতে থাকছে অ্যালুমিনিয়াম ও সেই সাথে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

এই দিকে ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সেই সাথে আরও থাকছে ফেস আনলক সুবিধা যেটি পরবর্তী আপডেট ভার্সনে পাওয়া যাবে। আর এই ফোনটি কালো এবং নীল এই দুটি কালারে পাওয়া যাবে।

সব মিলিয়ে দেখতে গেলে ফোনটি ভালোই রয়েছে চাইলে আপনি এই ফোনটি কিনতে পারেন।

আরও দেখুন

ইনফিনিক্স এর মোবাইল গুলোর দাম জানুন

টেকনোর যে সমস্ত মোবাইল গুলো অনেক ভালো মানের রয়েছে

১০ হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির সেরা কয়েকটি ফোন

১৫ হাজারের মধ্যে সেরা কয়েকটি বাজেট ফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *