গ্যাজেট বাংলাদেশস্মার্ট ওয়াচ

হাত ঘড়ি মোবাইল দাম ২০২৩

সেই পুরনো দিন থেকে শুরু করে বর্তমান, সব সময় ছেলেদের বা মেয়েদের স্মার্ট গেটাপ বজায় রাখতে হাতে যেন একটি ঘড়ি থাকতেই হবে। তাই আজকে হাত ঘড়ি মোবাইল দাম ২০২৩ নিয়ে আজকের এই আর্টিকেলে রিভিউ করা হবে।

এক সময় আমরা সবাইল এনালগ ঘড়ি ব্যবহার করতাম এবং পরবর্তিতে যুগের পরিবর্তনে ডিজিটাল ঘরির আবির্ভাব ঘটে কিন্তু বর্তমান সময়ে সেটি আর অত্যাধুনিক পর্যায়ে চলে এসেছে কারণ এখন তৈরি হয়ে স্মার্ট ঘড়ি।

যেটি ব্যবহার করে কথা বলা থেকে শুরু করে সমস্ত কাজ কর্ম করা যাচ্ছে। তাই আজ আপনাকে এমন কিছু স্মার্ট ঘড়ি সমর্পকে বলবো যেগুলোর মধ্যে আপনি যেকোনো একটি যদি কিনতে পারেন তাহলেই হবে।

কারণ আজ সাধ্যের মধ্যে যে সস্ত বেস্ট ঘড়ি গুলো বাজারে পাওয়া যাচ্ছে সেই সমস্ত ঘড়ি গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। যেমন ঘড়ি গুলোর ফিচার কেমন হবে সেটি সম্পর্কে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেয়া হবে।

তাহলে চলুন শুরু করা যাক,

হাত ঘড়ি মোবাইল দাম ২০২৩

এখানে একটি লক্ষ্যনীয় বিষয় রয়েছে আর সেটি হচ্ছে শুধু দাম দেখেই ঘড়ি পছন্দ করলে হবেনা বরং সেই ঘড়ির ফিচার গুলো কেমন রয়েছে সেটিও জানতে হবে। সমস্ত কিছুই বলে দেয়া হবে আপনাকে শুধু বেঁছে নিতে হবে কোনটি আপনার জন্য বেস্ট হয়।

আরওঃ ঘরে বসে মোবাইলে আয় করতে চান তাহলে এখানে চাপুন

Mibro T1 Calling Amoled Smart Watch

হাত ঘড়ি মোবাইল দাম ২০২২
Mibro T1

দামঃ ৳5,000

কনফিগারেশন

হাত ঘড়ি মোবাইল দাম ২০২৩ Mibro T1 Calling Amoled Smart Watch টিতে রয়েছে 1.6″ AMOLED HD টাচস্ক্রিন যেটি দিয়ে একদম পরিষ্কার সমস্ত কিছুই দেখা যাবে। সেই সাথে এটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 350mAh এর যেটি ব্যবহার করে সর্বমোট ৭ দিন একটানা চালানো যাবে।

আর এটি ব্যবহার করে একটানা ৫.৫ ঘন্টা গান শোনা যাবে আর সেই সাথে ৫ ঘণ্টা একই ভাবে কথা বলা যাবে। এটির কানেক্টিভিটির দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এটিতে ব্যবহার হয়েছে Bluetooth 5.0

যদি এই ঘড়িটির ম্যাটেরিয়ালের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটির বডির ম্যাটারিয়াল হিসাবে ব্যবহার হয়েছে সিলিকন। পারফর্মেন্সের এই স্মার্ট ওয়াচটির সাথে অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে Android 5.0 এবং iOS 10.0 যার ফলে এন্ড্রয়েড ও আইফোনে অনায়াসে ব্যবহার করা যাবে।

স্পেসাল ফিচার হিসাবে এই ঘড়িটির সাথে যুক্ত করা রয়েছে 2ATM Water অর্থাৎ বৃষ্টি বা সাধারণ অবস্থায় পানি ঢুকতে পারবেনা। আর এটি শুধু মাত্র একটি কালারে পাওয়া যাবে আর সেটি হচ্ছে কালো তাছাড়াও ৬ মাসের ওয়ারেন্টিতো থাকছেই।

আরওঃ সবচেয়ে কম দামের মধ্যে ভালো ক্যামেরা ফোন গুলো দেখতে এখানে ক্লিক করুন

Xiaomi Haylou LS02 Touch Screen Square Shape Smart Watch

হাত ঘড়ি মোবাইল দাম ২০২২
Xiaomi Haylou LS02

দামঃ ৳2,100

কনফিগারেশন

২০২২ সালে রিলিজ হওয়া স্মার্টওয়াচটিতে থাকছে ১.৪ ইঞ্চির একটি টাচ স্ক্রিন ও সেই সাথে এর রেজুলেশন থাকছে 320×320 পিক্সেল। সেই সাথে হাতে থেকে পরে গিয়ে যেন নষ্ট না হয় এর জন্য এটির স্ক্রিনটি 320×320 পিক্সেল স্থাপন করেছে ম্যানুফেকচারেড কোম্পানি।

এটির যে সমস্ত বিশেষ ফিচার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এটি আপনার হাতে থাকলে ২৪ ঘন্টা হার্টরেট চেক করতে থাকবে। তাছাড়াও বেস্ট লাইফটাইম ব্যাকাপ দেয়ার জন্য এটিতে রয়েছে 260mAh ব্যাটারি। এই ঘরিটি আপনার ঘুমের মান পর্যবেক্ষণ করতে সক্ষম তাই নিজেই বুঝতে পারবেন কোন সময় কেমন ঘুম হয়েছে আপানার।

মোবাইলের সাথে কানেশন যে বেটার থাকে তাই Bluetooth V5.0 ব্যবহার হয়েছে তাছাড়াও এই ঘড়িটির ব্যাটারি এমনভাবে তৈরি যে, একবার চার্জ করলে একইভাবে ২০ দিন পর্যন্ত ব্যাকাপ দিতে সক্ষম।

ঘড়িটির ওজন থাকছে 38g ও এটিতে শুরু মাত্র কালো কালার ব্যবহার হয়েছে যার ফলে বেস্ট একটি লুক দিতে সক্ষম এই ঘড়িটি। আপনি এই ঘড়িটির সাথে মোট ১ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Xiaomi Haylou RT LS05S Smart Watch

Xiaomi Haylou RT LS05S

দামঃ ৳3,150

কনফিগারেশন

Xiaomi Haylou RT LS05S মডেলের স্মার্টওয়াচ টিতে 1.28 inch TFT টাচ স্ক্রিন যার রেজুলেশন থাকছে ২৪০*২৪০ পিক্সেল। সেই সাথে ধীর্ঘ সময় চার্জিং পারফর্ম করার জন্য থাকছে 300mAh Battery যেটির মাধ্যমে ২০ দিন অনায়াসে চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

এছাড়াও এই ঘড়িতে রয়েছে Bluetooth V5.0 যা অনেক দূর থেকেও ফোনের সাথে কানেক্ট থাকতে পারবে অনায়াসে। তাছাড়াও স্পর্টসের জন্য থাকছে ১২ স্পর্ট মুড এবং এটি হাটা থেকে শুরু করে দৌড়, সাইকেলিং, ইওগা সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

এই স্মার্ট ওয়াচটির ওজন রয়েছে ৫০.৪ গ্রাম এবং এটি শুধু মাত্র কালো কালারে পাওয়া যাবে। আপনি এই ঘড়িটি ব্যবহার করার মাধ্যমে ওয়েদার থেকে শুরু করে ইমেইল, সোশ্যাল মিডিয়া অ্যাপ ও মেসেজিং করতে পারবেন অতি সহজেই।

এক কোথায় যদি বলা হয় তাহলে এই দামের মধ্যে একটি মোবাইলের মধ্যে যে সমস্ত কাজ করা যায় সব কিছুই করা যাবে। তাই চাইলেই আপনি এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন।

Xiaomi Haylou RT LS05S Smart Watch

হাত ঘড়ি মোবাইল দাম ২০২২
XINJI COBEE C1

দামঃ 2,550৳

কনফিগারেশন

প্রথমেই বলে নেই এটি একটি সম্পূর্ন ওয়াটার প্রুফ স্মার্ট ওয়াচ। শাওমির এই স্মার্ট ঘড়িতে ব্যবহার হয়েছে 1.69″ HD টাচক ডিসপ্লে এবং যার রেজুলেশন থাকছে 240×280 পিক্সেল। এই ফোনটির একটি আলাদা ফিচার রয়েছে আর সেটি হচ্ছে এটিতে ১২৮ মেগা বাইটের ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।

অধিক সময় চার্জ ব্যাকাপ দেয়ার জন্য এই ঘড়িটির সাথে দেয়া রয়েছে 260 mAh ব্যাটারি যেটি একইভাবে ২৫দিন ঘড়িটিকে চালু করে রাখতে পারবে আর কল এবং মেসেজ ও অন্যান্য কাজের জন্য এটি ৭ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

এই ঘড়িটিতে ৫.০ ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে ও সেই সাথে এর ব্যবহৃত ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকন। একদিকে পারফর্মেন্সের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এটি সাথে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ৫.০ এবং আইওএস রয়েছে ১০.০ এর।

২২.৫ গ্রামের এই স্মার্ট ওয়াচটিতে একটি সাইড বাটন থাকবে ও সেই সাথে এর কালার ক্যাটাগরি থাকছে কালো। ঘড়িটি কেনার পর থেকে মোট ৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Havit M91 Professional Sports Smart Watch

Havit M91

দামঃ 3,400৳

কনফিগারেশন

আগেই বলে রাখি এটি একটি স্পর্টস স্মার্ট ওয়াচ সাধারণ বা ক্যাজুয়াল ব্যবহার করার জন্য এটি বেষ্ট পারফর্ম করতে পারবেনা। এই ঘড়িটির সাথে রয়েছে ১.৩ ইঞ্চির একটি ডিসপ্লে এবং যার রেজুলেশন থাকছে ২৪০*২৪০ পিক্সেল।

এটির সাথে ব্যবহার করা হয়েছে ২২০ এমএইচ ব্যাটারি যেটি এই ঘড়িকে ৫ থেকে ৭ দিন ব্যবহার করার মত ক্ষমতা দিয়ে থাকবে। এটির তৈরির ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার হয়েছে জিং এবং সিলভার।

আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াটার প্রুফ কারণ আগেই বলে রেখেছি এটি একটি স্পর্ট ঘড়ি। এছাড়াও এর সাথে গ্রাভেটি সেন্সরের পাশাপাশি দেয়া রয়েছে ব্লড প্রেসার চেকাপ করার মত ক্ষমতা।

কালো কালারের এই ঘড়িতে আপনি পেয়ে যাবেন ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। আপনি যদি একজন খেলোয়াড় হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট একটি ঘড়ি হতে চলেছে।

Havit HV-M9013 1.67″ Full Touch Screen Smart Watch

Havit HV-M9013

দামঃ 2,500৳

কনফিগারেশন

Havit HV-M9013 স্মার্ট ওয়াচটিতে রয়েছে 1.69″ TFT full touch screen যার রেজুলেশন থাকছে 240×280 পিক্সেল এছাড়াও এই হাত ঘড়িটির সাথে পাওয়া যাবে 190mAh ব্যাটারি যা এটিকে ৫ থেকে ৭ দিন পর্যন্ত চালু করে রাখতে সক্ষম।

এই ঘড়িটির কেসের ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার হয়েছে স্টিল এবং সেই সাথে অভ্যান্তরিন ম্যাটেরিয়াল হিসাবে থাকছে জিঙ্ক এবং সিলিকন। এছাড়াও এই ঘড়িটির অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে এন্ড্রয়েড এবং আইওএস।

যদি এর স্পেসাল ফিচারের কথা বলি তাহলে এটির সাথে রয়েছে ২৪ ঘন্টা হার্ট রেট ডিকেটশন সেন্সর ও সেই সাথে ওয়েদার ডিকেশন, স্লিপ ডিটেকশন, রিমাইন্ডার ও মাল্টি ফাংশনাল বাটন যা দিয়ে যেকোনো কাজ করা যাবে।

কালো কালারের এই ঘড়িটিতে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি। তাই চাইলেই কিন্তু আপনি এটি কিনতে পারেন।

Havit M9021 HD Screen Smart Watch

Havit M9021

দামঃ 2,500৳

কনফিগারেশন

সুন্দর স্টাইলিশ এই ঘড়িটির সাথে থাকছে 1.69″ TFT full touch screen এবং যার রেজুলেশন থাকছে 240×280 পিক্সেল ও সেই সাথে এটির সাথে ব্যবহার হয়েছে ২০০এমএএইচ এর একটি ব্যাটারি যা এই ঘড়িটিকে ৭ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

বিশেষ কথা হচ্ছে এটির সাথে ব্লুটুথ ব্যবহার না হয়ে Chip: GR5515 ব্যবহার করা হয়েছে। এর ম্যাটেরিয়ালের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে এটিতে ব্যবহার হয়েছে বাহ্যিক ম্যাটেরিয়াল স্টিল এবং ভেতরের সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে জিং এবং সিলিকনের।

অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে এন্ড্রয়েড এবং আইওএস। এছাড়াও ওয়াটার প্রুফ থাকছে কিন্তু অধিক সময় পানি থেকে রক্ষা করতে পারবেনা ও সেই সাথে মোট ৮টি স্পোর্ট ফিচার যুক্ত করা আছে।

২৪ ঘন্টা হার্টবিট চেকাপের পাশাপাশি এটির সাথে থাকছে স্লিপ মুড, রিমাইন্ডার ও মাল্টিফাংশনাল বাটন। আপনি মোট তিনটি কালারের মধ্যে এটি পেয়ে যাবেন তার মধ্যে একটি হচ্ছে কালো এবং অন্য দুটি হচ্ছে গ্রে এবং পিংক। আর আপনি কোন প্রকার ওয়ারেন্টি পাবেননা এই স্মার্ট ওয়াচটির সাথে।

ভিডিও দেখুন

শেষ কথাঃ আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনি আপনার জন্য ভালো মানের স্মার্ট ঘড়ি খুজে পেতে সক্ষম হয়েছেন। আর্টিকেলটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *