প্রযুক্তি বাজার

১০ ওয়াট থান্ডার চার্জারসহ ২০০ মেগাপিক্সেল ক্য্যামেরার ফোন!

১৮০ ওয়াট থান্ডার চার্জারসহ ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। ইনফিনিক্স জিরো আল্ট্রা মডেলের ফোনটি আগামী বছরের শুরুতে বাজারে আসবে। ইতোমধ্যে ফোনটির একটি টিজার প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ভিডিও টিজারে দেখা গেছে, ফোনটিতে থাকবে ২.৫ ডি বাঁকা ১২০ হার্জ ওলেড ডিসপ্লে। ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা এবং ফ্রন্টে পাঞ্চ হোলের সেলফি ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেল।

ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। এতে থাকবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ফোনে থাকবে ১৮০ ওয়াটের থান্ডার চার্জার। যা ফোনকে কয়েক মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

৪৫০০ এমএএইচ ব্যাটারির ফোনটি ইনফিনিক্সের সবচেয়ে দামি ফোন হতে যাচ্ছে, এমন ধারণা প্রযুক্তিপ্রমীদের। তবে এর মূল্য কেমন হবে তা জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *