গ্যাজেট বাংলাদেশ

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ -আমাদের দেশের মহ্যে চাহিদার মধ্যে সব চাইতে বেশী যেটি হয়ে থাকে সেটি হচ্ছে ১০০০০ টাকার মধ্যে মোবাইল। অনেক সময় দেখা যায় নিজের এই বাজেটের মধ্যে কোন সমস্ত মোবাইল গুলো রয়েছে এবং কোনটি সঠিক হবে আপনার জন্য সেটি নিয়ে যদি দ্বিধার মধ্যে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

একটি মোবাইল ফোন কেনার পূর্বে সেই মোবাইল সম্পর্কে বিস্তারিত না জেনে কেনা উচিৎ নয়। এর কারণ হচ্ছে আমদের দেশে অনেক মোবাইল ফোন রয়েছে যেগুলোর দাম ১০ হাজার টাকা।

আপনি যদি না জেনেই এই দামের মধ্যে ফোন কিনে নিয়ে আসেন এক সময় দেখা যাবে সেই ফোন আপনি বেশীদিন ব্যবহার করতে পারছেন না। তাই একটি ফোন কেনার আগে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া উচিৎ বলে আমি মনে করি।

যেমন আপনি ফোন কেনার পূর্বে ফোনের ফিচার যেমন, র‍্যাম, রম, প্রসেসর, মাদার বোর্ড ক্যামেরা সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আপনাকে। আপনি যদি শুধু ক্যামেরার দিকে নজর দিয়ে ফোন ক্রয় করেন তাহলে অনেক সমস্যার মধ্যে পরবেন।

যেমন একটি সমস্যা হচ্ছে ফোন হ্যাং হওয়া। তাই আপনার ক্যামেরা থেকে শুরু করে র‍্যাম এবং প্রসেসর সমস্ত কিছু নিয়ে বিস্তারিত জানতে হবে তারপর ফোন ক্রয় করতে হবে।

আজ বাজারে থাকা ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর একটি তালিকা এবং সুবিধা ও অসুবিধা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হবে তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনি আশাহত হবেন না।

আপনার উপকার হবেই হবে। তাহলে দেখতে থাকুন,

Xiaomi Redmi A1( শাওমি রেডমি এ১ )

Official ✭৳8,999 ৳9,999 2/32 GB
Xiaomi Redmi A1

স্পেসিফিকেশন

বাজেটের মধ্যে থাকা শাওমির এই ফোনটির সাথে রয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা। ডুয়াল ন্যানো সিম কার্ডের পাশাপাশি রয়েছে ৬.৫২ ইঞ্চির একটি বড় মাপের মিনিমাল নচ টাচ স্ক্রিন এবং সেই সাথে ডিস্প্লের সাথে যুক্ত করা হয়েছে মাল্টিটাচ ফিচার।

ডুয়াল 8+0.8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং এর পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম।

2 / 3 GB র‍্যাম ও 32GB রমের পাশাপাশি আরও রয়েছে MediaTek Helio A22 চিপ্সেট ও Quad-core, 2.0 GHz প্রসেসর। আর হ্যা এই ফোনটিতে স্টোরেজ বৃদ্ধি করার জন্য আলদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

Symphony Z60 ( সিম্ফনি জেড৬০ )

Official ✭৳9,999 3/64 GB
৳10,499 4/64 GB
Symphony Z60

স্পেসিফিকেশন

ডুয়াল ন্যানো সিম কার্ড ইন্সার্ট করার সুবিধার পাশাপাশি ফোনটিতে দেয়া রয়েছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক। পাঞ্চ হোল এর পাশাপাশি ফোনটির সাথে আরও রয়েছে ৬.৫২ ইঞ্চির বড় মাপের আইপিএস টাচ স্ক্রিন যার রেজোলিউশন থাকছে HD+ 1600 x 720 পিক্সেল এবং সেই সাথে আরও রয়েছে মাল্টিটাচ ফিচার।

 52+2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি রয়েছে লিথিয়াম পলিমার ৫০০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে UNISOC T606 চিপ্সেট এবং অক্টাকর প্রসেসর।

৩/৪ জিবি দুই ভ্যারিয়েন্টের র‍্যাম ও ৬৪জিবি রমের পাশাপাশি আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে। আর হ্যা ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

itel Vision 5 ( আইটেল ভিশন ৫ )

itel Vision 5
অফিশিয়াল৳9,690 3/32 GB
৳11,490
 4/64 GB

কনফিগারেশন

Green, Black, White তিনটি কালারের পাশাপাশি এই ফোনের সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্ট এবং সেই সাথে ডুয়াল ন্যান সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। সেই সাথে এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে Minimal Notch টাচ স্ক্রিন যার সাইজ থাকছে 6.6 ইঞ্চি এবং সেই সাথে ডিস্প্লের রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।

এই দিকে ফোনটির ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন এবং সেই সাথে মাল্টিটাচ ফিচার। তিনটি ৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে।

চার্জিং পারফর্মিং এর জন্য দিকে খেয়াল রেখে এই ফোনের সাথে থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি এবং সেই সাথে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার ব্যবহার হয়েছে।

এছাড়াও ফোনটির বেস্ট পারফর্মেন্স এর জন্য থাকছে Android 12 Go Edition এবং Android 12 অপারেটিং সিস্টেম। UniSoC SC9863A চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম এবং রম। যেমন প্রথম ভার্সনে থাকছে ৩জিবি র‍্যাম এবং ৩২জিবি রম ও সেই সাথে দ্বিতীয় ভার্সনে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি রম এবং আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

Octa-core, 1.6 GHz প্রসেসরের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা।

Vivo Y02 ( ভিভ ওয়াই০২ )

Vivo Y02
অফিশিয়াল৳9,999 2/32 GB

কনফিগারেশন

Cosmic Grey, Orchid Blue দুটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে এই ফোনে ডুয়াল ন্যান সিম ব্যবহার করা যাবে।

মিনিমাল নচ টাচ স্ক্রিনের পাশাপাশি ফোনটির ডিসপ্লের সাইজ থাকছে ৬.৫১ ইঞ্চি যার রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল এবং সেই সাথে ডিসপ্লের প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মালটিটাচ ফিচার।

সেই সাথে এই ফোনটির সাথে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়াম ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটির সাথে থাকছে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio P22 চিপ্সেট।

Octa core প্রসেসর দ্বারা চালিত এই ফোনটির সাথে থাকছে ২জিবি র‍্যাম এবং ৩২জিবি রম ও সেই সাথে আলাদাভাবে এসডি কার্ড ব্যবহার করার মত সুবিধা। সিকিউরিটির জন্য এই ফোনটির সাথে যুক্ত আছে ফেস আনলক ফিচার কিন্তু কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট দেয়া নেই।

Xiaomi Redmi A1 ( শাওমি রেডমি এ১ )

Xiaomi Redmi A1
অফিশিয়াল৳9,190 2/32 GB

কনফিগারেশন

শাওমি রেডমি এ১ মোবাইলটির সাথে থাকছে তিন প্রজুক্তির নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে ডুয়াল ন্যান সিম কার্ড ইন্সার্ট করার মত সুযোগ। Minimal Notch টাচ স্ক্রিন এবং 164.9 x 76.8 x 9.1 millimetres ডাইমেনশনের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে বড় মাপের একটি ডিস্প্লে যার সাইজ থাকছে ৬.৫২ ইঞ্চি। এই দিকে ডিসপ্লের সাইজ থাকছে HD+ 720 x 1600 পিক্সেল যেটির সাথে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।

দুটি ৮+০.৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এইদিকে ফোনটির সাথে থাকছে লিথিয়াম পলিমার 5000 এমএএইচ ব্যাটারি এবং সেই সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

Android 12 Go Edition অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটির সাথে থাকছে MediaTek Helio A22 এর চিপ্সেট। Quad-core, 2.0 GHz প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে দুই ভ্যারিয়েন্টের র‍্যাম যেখানে একটিতে থাকছে ২জিবি ও অন্যটিতে থাকছে ৩জিবি র‍্যাম এবং সেই সাথে ফোনটির সাথে থাকছে ৩২জিবি রম ও ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ।

ফোনটির সাথে সুধু মাত্র ফেস আনলক সুবিধা পাওয়া যাবে। কোন প্রকার ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়নি হয়তবা পরবর্তি আপডেট আসার পর যুক্ত করা হতে পারে।

itel A24 Pro ( আইটেল স্মার্ট ৬ এইচডি )

itel A24 Pro
অফিশিয়াল৳6,990 

কনফিগারেশন

Ocean Blue, Sky Black, Sky Cyan এই তিনটি কালারের সাথে সাথে এই ফোনটিতে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা। এছাড়াও এই ফোনের সাথে রয়েছে ৫ইঞ্চির একটি স্টান্ডার্ড ডিসপ্লে যার রেজুলশ থাকছে 854 x 480 pixels এর।

টাচ এর প্রযুক্তি হিসাবে আপনি পাবেন TN Touchscreen এবং সেই সাথে মাল্টিটাচ ফিচার। এই ফোনটিতে রয়েছে ২মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ০.৩ সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে ৭২০পি মুডে ভিডিও ধারণ করা যাবে।

বেস্ট চার্জিং পারফর্ম করার জন্য এই ফোনের সাথে রয়েছে Lithium-ion 3020 mAh একটি ব্যাটারি ও সেই সাথে Android 11 (Go Edition) অপারেটিং সিস্টেম এবং Quad-core, 1.4 GHz এর প্রসেসর।

Unisoc SC9832e দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে ২জিবির র‍্যাম ও ৩২জিবির রম এবং সেই সাথে ৩২ জিবির রম। তাছাড়াও আপনি এই ফোনের সাথে ৩২জিবি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ফিচার। আপনি কোন প্রকার ফিঙ্গার প্রিন্ট পাবেননা এই ফোনটির সাথে। সল্প বাজেট হিসাবে এই সময়ে এই ফোনের সাথে যা যা আছে ভালোই আছে কিন্তু ক্যামেরা একটু উন্নত করতে পারতো।

Realme C30 ( রিয়েলমি সি৩০ )

Realme C30
অফিশিয়াল৳9,999 2/32 GB

কনফিগারেশন

রিয়েলমির সি৩০ মডেলের এই ফোনের সাথে রয়েছে Lake Blue, Bamboo Green এই দুটি কালার এবং সেই সাথে এই ফোনের সাথে আরও থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।

এদিকে ফোনটির বডির স্টাইলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, এই ফোনের সাথে থাকছে Minimal Notch ডিস্প্লে এবং যার সাইজ থাকছে 6.5 inches এবং সেই সাথে ডিসপ্লের রেজোলিউশন থাকছে HD+ 720 x 1600 পিক্সেল।

সেই সাথে ডিসপ্লেতে প্রযুক্তি হিসাবে থাকছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। এছাড়াও এই ফোনের সাথে ক্যামেরা হিসাবে থাকছে 8 Megapixel ব্যাক ক্যামেরা এবং সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 5 Megapixel ক্যামেরা।

আর ব্যাক ক্যামেরা দিয়ে ১০৮০পি এবং সেলফি ক্যামেরা দিয়ে ৭২০পি মুডে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও ফোনটির বেস্ট চার্জিং পারফর্মিং এর জন্য থাকছে Lithium-polymer 5000 mAh ব্যাটারি এবং সেই সাথে ১০ ওয়াট এর ফাস্ট চার্জার।

এদিকে ফোনটির পারফর্মেন্স এর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের সাথে আপনি পেয়ে যাবেন Android 11 অপারেটিং সিস্টেম এবং Octa core এর প্রসেসর।

Unisoc Tiger T612 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনের সাথে আরও থাকছে 2 GB র‍্যাম ও 32 GB রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। আর যদি সিকিউরিটির কথা বলা হয় তাহলে এই ফোনের সাথে থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

যারা সাধারণ ব্যবহার করার জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি কিনতে পারে।

Infinix Smart 6 HD ( ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৯,৯৯৯

ইনফিনিক্স এর নতুন মডেলের এই ফোনটিতে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সাথে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করার সুযোগ আর এই ফোনটি আপনি পাবেন তিনটি কালার Force Black, Origin Blue, Aqua Sky যার ফলে আপনি আপনার পছন্দের কালারটি নির্বাচন করতে পারবেন।

ফোনটির বডির দিকে খেয়াল করলে দেখা যায় এই ফোনে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ ডিসপ্লে যার গ্লাস ডিসপ্লে এবং প্লাস্টিক বডি ও ব্যাকসাইড। তাছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। ভাবা যায় এই দামে বিগ সাইজ ডিসপ্লে।

আইপিএস টাচ স্ক্রিনের সাথে এই ফোনে আপনি পাচ্ছে হাই রেজুলেশন HD+ 720 x 1600 pixels (266 ppi) যেটি একটি মিনিমাম বাজেটের ফোনের জন্য বেষ্ট। সব মিলিয়ে ডিসপ্লেতে আরও থাকছে মাল্টিটাচ ফিচার অর্থাৎ আপনি অনেক গুলো আঙ্গুল এক সাথে ব্যবহার করতে পারবেন।

যদি ক্যামেরার কথা বলা হয় তাহলে এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যেটি দিয়ে ১০৮০পিক্সেল মুডে ভিডিও ধারণ করা যাবে। ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল যার ভিডিও রেজুলেশন ৭২০পিক্সেল আর রাতে ছবি তোলার জন্য ডিসপ্লে ফ্ল্যাশ।

চার্জিং এর দিকে দেখলে, এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি যেটি দিয়ে করে অনায়াসে সারাদিন ব্যবহার করা যাবে।

অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিশন ও চিপসেট ইউনিসক SC9863A (28nm) এবং প্রসেসর Octa-core, up to 1.6 GHz এবং স্টোরেজ পাবেন ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম।

তাছাড়াও আপনি চাইলেই আলাদাভাবে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ফেস আনলক ব্যবহার করা যাবে।

অন্যান্য ফিচার

WiFi, hotspot, Bluetooth , GPS , FM, USB v2.0, OTG

ভালো এবং খারাপ দিক

আমার কাছে এই ফোনের প্রায় সমস্ত কিছুই অনেক ভালো লেগেছে কারণ এই দামের মধ্যে হাই রেজুলেশন ডিসপ্লে, স্টোরেজ, অপারেটিং সিস্টেম, প্রসেসর সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে।

বিশেষ কথা বললে ব্যাটারি দেয়া আছে ৫০০০ এমএএইচ এর যেটি ফোনের জন্য বেস্ট পারফর্মেন্স দিতে সক্ষম। আর যদি খারাপের কথা বলা হয় তাহলে এই ফোনে ফাস্ট চার্জার দেয়া দরকার ছিল।

তাছাড়া ব্যাক ক্যামেরা দিয়ে তেমন ভালো ছবি তোলা যাবেনা কারণ এর ফিচার কিউভিজিএ। এছাড়া সমস্ত কিছুই আমার কাছে দারুণ লেগেছে। তাই আপনি চাইলেই এই ফোনটি কিনতে পারেন।

Tecno Pop 5 LTE ( টেকনো পপ ৫ লাইট )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৮,৯৯০ ২/৩২ জিবি
৳ ১০,৪৯০ ৩/৩২ জিবি

আউট স্ট্যান্ডিং লুক এবং এই আই ক্যামেরার সাথে বাজারে এসেছে এই ফোনটি। টেকনোর এই ফোনটিতে রয়েছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক যা আপনার ইন্টারনেট ব্রাউজিং এর জন্য অনেক ভালো পারফর্ম করবে।

আপনি আপনার পছন্দের কালারের মধ্যে পেয়ে যাবেন এই ফোনটি কারণ এটিতে ব্যবহার করা হয়েছে আইস ব্লু, ডিপসি লাস্টার, ফিরোজা সায়ান যা আপনার ভালো লাগবেই।

আপনি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ন্যানো সিম এবং মিনিমাল নচ ডিসপ্লে যেটি থাকছে ৬.৫২ ইঞ্চিতে এবং এই ডিস্প্লের রিসলিশন থাকছে ৭২০*১০৮০ পিক্সেল যেটি এইচডি ভিডিও দেখার জন্য অনেক ভালো পারফর্ম করবে।

টাচ স্ক্রিন এর ফিচার থাকছে মাল্টি টাচ এবং স্ক্রিন থাকছে আইপিএস টাচ স্ক্রিন। আপনি এই ফোনটিতে টাচ স্ক্রিন প্রটেক্টর পাবেন না তাই আলাদা ভাবে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে হবে।

ক্যামেরার দিকে রয়েছে ৮ মেগাপিক্সেল এআই ব্যাক ক্যামেরা এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেল তাছাড়াও আপনি রাতের বেলা ছবি তোলার জন্য ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন। ক্যামেরার সাথে সাথে আপনি এই ক্যামেরা ব্যবহার করে আপনি ১০৮০ পিক্সেল এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

চার্জিং এর দিকে যদি খেয়াল করা করা যায় তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এই ব্যাটারি চার্জ করার রয়েছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং যেটি আপনার ফোনকে ঘণ্টার মধ্যে চার্জ করতে পারবেন।

অপারেটিং সিস্টেম এবং চিপসেট এর দিকে রয়েছে, এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং চিপসেট রয়েছে ইউনিসক এর ও প্রসেসর রয়েছে অক্টাকর এর।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২/৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম যেটি এই ফোনকে ভালোই পারফর্মিং করতে সাহায্য করবে।

আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আলাদা মেমোরি কার্ড ব্যবহার করার জন্য ডেডিকেডেট স্লট এবং ফিঙ্গার প্রিন্ট যেটি থাকছে ফোনের পেছন পাশে।

অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট ( ব্যাক সাইড ), ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১১ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

আমার কাছে এই ফোনটির তেমন কোন কিছু খারাপ লাগেনি কারণ এই দামের মধ্যে যা যা দরকার সব রয়েছে। যেমন আপনার চাহিদা অনুযায়ী এটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে যার রিসলিশন পাবেন ৭২০*১০৮০ পিক্সেল।

তাছাড়াও এই ফোনে র‍্যাম ব্যবহার করা হয়েছে ৩ জিবি যেটি এই দামের মধ্যে বেশীরভাগ ফোনের ব্যবহার করা হয়না। ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। কালার কম্বিনেশন এর দিক দিয়ে অনেক ভালো লেগেছে আমার কাছে কারণ এক মানুষের যে ধরণের রঙ পছন্দ সেই ধরণের রঙ ব্যবহার করা হয়েছে।

এখন যদি খারাপ দিকের কথা তুলা ধরা হয় তাহলে তেমন কিছু খারাপ লাগেনি আমার কাছে শুধু ক্যামেরার দিকটি ভালো লাগেনি। ফোনটিতে চাইলে ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারতো।

তাছাড়া সব মিলিয়ে এই ফোনটি আপনি ব্যবহার করার জন্য কিনতে পারেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে শুধু মডেলটি মনে রেখে খুজতে হবে আপনাকে।

আরও দেখুন,

itel Vision 3 ( আইটেল ভিশন ৩ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৮,২৯০ ২/৩২ জিবি
৳৯,১৯০ ৩/৬৪ জিবি
৳১০,৪৯০ ৪/৬৪ জিবি

বর্তমান সময়ে ১০ হাজার টাকার মধ্যে আইটেলের এই মোবাইলটিতে রয়েছে ২জি, ৩জি এবং ৫জি নেটওয়ার্ক সাপর্ট যার ফলে আপনি খুব সহজেই উচ্চ মানের ইন্টেনেট স্পিড এর সেবা নিতে পারবেন।

ফোনটি দুইটি কালারে বাজার জাত করা হয়েছে। আপনার চাহিদা অনুযায়ী যে কালার পছন্দ হয় সেই কালার কিনতে পারবেন। কালার গুলোর মধ্যে রয়েছে, হাল্কা নীল এবং কালো।

তাছাড়াও আপনি এই ফোনটিতে দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন সাথে ওয়াই-ফাই এবং হস্টস্পট তো আছেই।

যদি বডির দিকে লক্ষ্য করা যায় তাহলে এই ফোনটিতে রয়েছে মিনিমাল নচ ডিসপ্লে এবং প্লাস্টিক বডি ও গ্লাস ফ্রন্ট। তাছাড়াও আপনি এটিতে পাচ্ছেন ৬.৬ ইঞ্চি ডিসপ্লে যার রিসলিশন থাকছে ৭২০*১৬০০ পিক্সেল।

টাচ স্ক্রিন হিসাবে থাকছে আইপিএস টাচ ও ফিচার পাবেন মাল্টি টাচ অর্থাৎ অনেক গুলো আঙ্গুল দিয়ে একত্রে টাচ করা যাবে। সব কিছুইতো বলা হল ক্যামেরা কেন বাদ থাকছে?

ফোনটিতে আপনি পাচ্ছেন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল। আপনি অবশ্য এই ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

এখন যদি চার্জিং এর কথা বলা হয় তাহলে এই ফোনটিতে রয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএ এইচ ব্যাটারি যা এই ফিচার ফোনের জন্য পারফেক্ট। আপনি ব্যাটারি চার্জ করার জন্য পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার যেটি ব্যবহার করে ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা সম্ভব।

ফোনের যে দিকটি মানুষ বেশী খেয়াল করে সেটি হচ্ছে র‍্যাম এবং রম। আপনি এই ফোনে তিন ধরণের র‍্যাম পাবেন ২জিবি, ৩জিবি এবং ৪জিবি। সাথে রম থাকছে ৩২ ও ৬৪ জিবি।

দামের দিক দিয়ে তেমন বেশী পার্থক্য নেই বললেই চলে। তাছাড়াও এই ফোনটিতে রয়েছে অক্টাকর প্রসেসর এবং এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। বেস্ট ফিচার হিসাবে আপনি এই ফোনে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট।

অন্যান্য ফিচার,

ফিঙ্গার প্রিন্ট, ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও, অপারেটিং সিস্টেম ১১ গো এবং ফাইনাল এডিশন ইত্যাদি।

ফোনটির ভালো এবং খারাপ দিক

এই দামের মধ্যে যদি বিবেচনা করা হয়ে থাকে তাহলে এই দামের মধ্যে অনেক ভালো ফিচার সমৃদ্ধ যুক্ত ফোন এটি। সমস্ত ফিচার আমার কাছে ভালোই লেগেছে বিশেষ করে র‍্যাম এর বিষয়টি।

এর কারণ হচ্ছে সবার চাহিদার উপর ভিত্তি করে এটিতে তিন ধরণের র‍্যাম ব্যবহার করা হয়েছে। দাম অবশ্য আলাদা আলদা রয়েছে সেটি নিয়ে কোন সমস্যা নেই।

ব্যাটারি এই ফোনের জন্য যেটুকু দরকার সেটুকুই দেয়া আছে। আবার এই দামের মধ্যে ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। সব কিছু মিলিয়ে ফোনটি ভালোই রয়েছে।

এখন যদি খারাপের দিকে বলা হয় তাহলে আমার কাছে তেমন কিছু খারাপ লাগেনি কিন্তু ফোনটি যেহেতুই তিন ধরণের দামের উপর নির্ভর সে অনুযায়ী ব্যাটারি আরও একটু ভালো দিলেই হতো যেমন ৫০০০ এর পরিবর্তে ৬০০০।

সব মিলিয়ে যদি বলা হয় তাহলে আপনার জন্য ভালোই হবে ফোনটিতে। আপনি যদি ৪ জিবির র‍্যাম এর ফোনটি ক্রয় করেন তাহলে অনলাইন ভিডিও গেমসও খেলতে পারবেন।

তাই চাইলে আপনি এই ফোনটি কিনতে পারেন।

Samsung Galaxy A03 Core ( স্যামসাঙ গ্যালাক্সি এ০৩ কোর )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৯,৬৯৯ ২/৩২ জিবি

এই সময়ে বাজারে স্যামসাং এর তেমন কোন ফোন রিলিজ নেই বললেই চলে। কিন্তু এ বছরে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং নতুন মডেলের এই ফোনটি রিলিজ করেছে আপনাদের জন্য।

আপনি চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন কারণ এই ফোনটিতে ২জি,৩জি এবং ৪জি নেটওয়ার্ক যুক্ত রয়েছে। আপনি এই ফোনটি পাবেন দুই ধরণের রঙে এক হচ্ছে কালো এবং দুই হচ্ছে নীল।

আপনি চাইলে যেকোনো কালারের ফোন ক্রয় করতে পারেন। তাছাড়াও স্যামসাং এর এই ১০ হাজার টাকার ফোনটিতে রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপর্ট। ৬.৫ ইঞ্চি ডিস্প্লের সাথে পাবেন মিনিমাল নচ টাচ স্ক্রিন।

বডি থাকছে ফ্রন্ট গ্লাস এবং ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক। তাছাড়াও ডিস্প্লের রিসলিশন হিসাবে থাকছে ৭২০*১৬০০ পিক্সেল সেটিও আবার এইচডি।

ক্যামেরার দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যার ভিডিও রিসলিশন থাকছে ১০৮০ পিক্সেলের।

ফোনটিতে পাচ্ছেন আপনি ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে থাকছে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ইউনিসক এর চিপসেট ও প্রসেসর রয়েছে অক্টাকোর।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম। আপনি চাইলে আলাদাভাবে ৩২ জিবি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে এগুলোই রয়েছে।

অন্যান্য ফিচার,

ফিঙ্গার প্রিন্ট, ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও ( উল্লেখ করা নেই ), অপারেটিং সিস্টেম ১১ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ফোনটির ভালো এবং খারাপ দিক

সমস্ত কিছু বিবেচনা করার পর আমার কাছে ভালোই লেগেছে ফোনটি কারণ এই দামের মধ্যে র‍্যাম, রম, প্রসেসর, ব্যাটারি ক্যামেরা সমস্ত কিছু ভালই রয়েছে। আমাদের প্রায় সকলের জানা রয়েছে যে, এই দামের ফোন গুলোতে ফিচার এমনি হয়ে থাকে।

এখন যদি এই ফোনটির খারাপ দিকে লক্ষ্য করা হয় তাহলে আমার কাছে ব্যাক্তিগত ভাবেই কয়েকটি বিষয় ভালো লাগেনি যেমন, ফোনটির ব্যাক সাইডের লুক একদমই বাজে লেগেছে আমার কাছে।

তাছাড়াও ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে মাত্র একটি। অন্যান্য সব ফোনের মত একের অধিক ক্যামেরা ব্যবহার করতে পারতো ফোনটি। যাই হোক ৮ মেগাপিক্সেল হিসাবে এটি ঠিকি রয়েছে।

তারপর ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে একটি ১৮ ওয়াটের হলেও ফাস্ট চার্জার দেয়া উচিৎ ছিল। তুলনা মূলক দাম একটি বেশী মনে হয়েছে আমার কাছে যেমন ৯ হাজার এর কম হলে ঠিক ছিল।

এই সাধারণ বিষয় ছাড়া সমস্ত কিছু ভালই রয়েছে। আপনি চাইলে নিজের বাজেটের মধ্যে এই ফোনটি কেনতে পারেন।

এগুলো দেখতে পারেন,

Tecno Spark Go 2022 ( টেকনো স্পার্ক গো ২০২২ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৯,৪৯০ ২/৩২ জিবি

গত বছর ২০২১ সালের টেকনোর এই মডেলের ফোনটি যে যে কিনেছে প্রায় সবারই পছন্দ হয়েছে। এক কথায় যদি বলা হয় তাহলে প্রায় সবারই পছন্দের একটি ফোন হচ্ছে টেকনো স্পার্ক গো।

কম দামের মধ্যে ভালো একটি ফোন হওয়াতে এই ফোনটি আবার নতুন করে রিলিজ করেছে টেকনো। তাই আমি মনে করি এই ফোনটি আউটলুক থেকে শুরু করে ফেচার গুলো অনেক ভালো লাগবে এবং আপনার ক্রয় করার মত একটি ফোন হতে পারে।

১০ হাজার টাকার মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক এবং ডুয়াল ন্যানো সিম কার্ড সাপর্ট করার মত ক্ষমতা সাথে আছে ওয়াইফাই এবং হটস্পট।এখন যদি ফোনটির স্টাইলের কথা বলা হয় তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ ডিসপ্লে, সামনে রয়েছে গ্লাস এবং পেছনে প্লাস্টিক। তাছাড়াও আপনি এই ফোনটিতে পাচ্ছেন ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে যার রিসলিশন হিসাবে থাকছে ৭২০*১৬০০ পিক্সেল।

আপনি সাথে এই ফোনটিতে পেয়া যাবেন মাল্টি টাচ ফিচার অর্থাৎ আপনি কয়েক আঙ্গুল ব্যবহার করেও এই ফোন ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে সমস্ত কিছু ভালোই রয়েছে।

ক্যামেরার দিকে লক্ষ্য করলে দেখা যায় এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেল এর মোট দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেই সাথে রয়েছে এআই লেন্স। সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

আপনি এই ফোনটির সাথে পেয়ে যাবেন ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম। তাছাড়াও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিশন। ফোনটিতে প্রসেসর দেয়া রয়েছে কুয়াডকোর ১.৮ জিএইচ এবং চিপসেট রয়েছে মিডিয়াটেক হ্যালিও a20 যেটি থাকছে 12 মিলিমিটার।

অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট ( ব্যাক সাইড ), ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১১ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

ফোনটির যদি আউটলুকের দিকে খেয়াল করা হয় তাহলে দেখা যায়, এই ফোনটি দেখতে আকর্শনীয় তাই আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে কেও বলতে পারবেনা এটি কম দামি মোবাইল ফোন।

তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে এবং ক্যামেরা রয়েছে ১৩ এবং ৮ মেগাপিক্সেল যার মধ্যে ব্যাক ক্যামেরার লুক রয়েছে খুবি সুন্দর। তাছাড়াও এই ফোনটিতে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম যেটি এই দামের মধ্যে সঠিকটিই ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে প্রসেসর ও অনেক ভালো রয়েছে তাই আপনি চাইলে এই ফোনটি কিনতেই পারেন।

এখন যদি খারাপ দিকের কথা বলা হয়, আমার কাছে তেমন কিছু খারাপ লাগেনি এই ফোনে। কারণ এই দামের মধ্যে যে ফিচার গুলো খেয়াল করলাম এটি সঠিক রয়েছে। আপনি যদি ফোনটি কিনেন তাহলে ক্ষতির সম্মুখীন হবেন না বলে আমার ধারণা।

তাছাড়াও অন্যান্য ফোন সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে যেটি পছন্দ হয় সেটি ক্রয় করবেন।

Xiaomi Redmi 9A ( শাওমি রেডমি ৯এ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৮,৭৯৯ ২/৩২ জিবি

আমাদের সুবিধার জন্য এই ফোনের দাম ১০,৪৯৯ টাকা টাকা থেকে ৮,৭৯৯ টাকা করা হয়েছে তাই আপনি চাইলে এই সুযোগে ফোনটি কিনতেই পারেন কারণ এই দাম যখন তখন বেড়ে যেতেই পারে।

আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে তিন ধরণের কালার গ্রানাইট গ্রে, পিকুক গ্রিন, স্কাই ব্লু যেটি আপনার কাছে ভালো লাগবে বলে আশা করি।

আপনি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড। তাছাড়াও এই ফোনের স্টাইলের উপর নজর দিয়ে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইড প্লাস্টিক।

এদিকে সাইজ রয়েছে ৬.৫৩ ইঞ্চি যার রিসলিশন রয়েছে ১৬০০*৭২০ পিক্সেল যেটি থাকছে ফুল এইচডিতে। আপনি এটিতে পেয়ে যাবেন আইপিএস এলসিডি টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ ফিচার।

ফোনটিতে ব্যাক ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং পেছন ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেল। ভিডিও ধারণ করলে এটিতে ১০৮০ পিক্সেল রিসলিশন দিয়ে থাকবে।

চার্জিং ব্যাকাপ এর জন্য এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং চার্জ করার জন্য ১০ ওয়াট এর ফাস্ট চার্জার।

এদিকে ফোনটির অপারেটিং সিস্টেম দেয়া রয়েছে এন্ড্রয়েড ১০ এবং চিপসেট থাকছে মিডিয়াটেক হ্যালিও জি২৫। তাছাড়াও ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকর ২.০ জিএইচজে।

২ জিবি র‍্যামের সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩২ জিবি রম। সব মিলিয়ে ফোনটি ভালই পার্ফম করবে বলে আশা করা যায়।

অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট ( নেই ), ফেস আনলক, ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১১ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

স্টাইল এর দিকে ফোনটি এই বাজেটের মধ্যে ভালই রয়েছে। বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন ফোন গুলোর মধ্যে এটি একটি কারণ এই দামের মধ্যে রয়েছে অসাধারণ অনেক ফিচার। তাই যদি আপনি এই ফোনটি ক্রয় করে থাকেন আশা করি আপনি আশাহত হবেননা।

ডিস্প্লের দিকে বেটার পার্ফমেন্স রয়েছে কারণ ১০ হাজার টাকার মোবাইল ফোন গুলোর মধ্যে যে সমস্ত ফোন রয়েছে সেগুলোর ডিসপ্লে বেশীরভাগ ৬.৫২ এর মধ্যেই থাকে কিন্তু এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে এবং সাথে আইপিএস টাচ স্ক্রিন।

আপনি এই ফোনটিতে খারাপ কোন কিছু পাবেননা কিন্তু আপনি এই ফোন দিয়ে অনলাইন হাই গ্রাফিক এর গেমস গুলো খেলতে পারবেন না। এর কারণ হচ্ছে প্রসেসর এবং র‍্যাম ও রম সমস্ত কিছু গেমস খেলার মত পারফর্ম করবে না।

এই বিষয় ছাড়া আমি ভালো ছাড়া খারাপ কিছু পাইনি। কারণ এই দামের মধ্যে এর চাইতে ভালো ফিচার আপনি পাবেন না। তাই চাইলে আপনি এই ফোনটি ক্রয় করতে পারেন।

Infinix Smart 5 Pro ( ইনফিনিক্স স্মার্ট ৫ প্র )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ ও ২০২৩

অফিশিয়াল৳ ৮,৯৯০ ২/৩২ জিবি

আরও কিছু ১০ হাজার এর মধ্যে মোবাইল

স্টাইল এবং সৌন্দর্য এর দিক দিয়ে প্রায় সবারই পছন্দের একটি ফোন হচ্ছে টেকনো স্মার্ট ৫ প্র। অনেক গুলো কালার নিয়ে ফোনটি এসেছে বাজারে যেমন রয়েছে কালো, নীল এবং আরও অনেক কিছু রঙ।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২জি,৩জি এবং ৪জি নেটওয়ার্ক। তাছাড়াও আপনি এই ফোনে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড।

এই ফোনের ডিস্প্লের দিকে যদি খেয়াল করা হয় তাহলে দেখা যাচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি টাচ ডিসপ্লে যার সাথে রয়েছে মিনিমাল নচ। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৭২০*১৬০০ পিক্সেল।

তাছাড়াও বডিতে ব্যবহার করা হয়েছে, টাচ স্ক্রিন গ্লাস এবং ব্যাক সাইড রয়েছে প্লাস্টিক। ইনফিনিক্স এর এই ফোনটিতে রয়েছে দুইটি ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা যার একটি থাকবে Qvga ও সাথে রয়েছে অটোফোকাস এবং এলইডি লাইট।

ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল। সামনে এবং পিছনের দুই ক্যামেরা দিয়েই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করতে পারবেন।

আপনি এই ফোনে পেয়ে যাবেন দুই জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিশন। চিপসেট সম্পর্কে তেমন কোন কিছু উল্লেখ করা নেই।

এই ফোনে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকর ১.৬ জিএইচজি। আপনি এই ফোনে আলদা ভাবে ২৫৬ জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করা হয়েছে।

অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট ( পেছন পাশে ), ফেস আনলক, ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১১ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন বাংলাদেশ এর ইনফিনিক্স এর ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন ৮৯৯০ টাকায়। এই দামের মধ্যে সমস্ত কিছু অনেক ভালই রয়েছে। কারণ এই দামের মধ্যে আপনি এই ফোনে পাবেন ২জিবি র‍্যাম এবং ৩২জিবি রম তাছাড়াও আলাদা দিয়ে ব্যবহার করা যাবে ২৫৬ জিবি মেমোরি কার্ড।

এই দামের মধ্যে আপনি বেস্ট ফিচারের ক্যামেরা পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ৮ মেগাপিক্সেল সাথে ১০৮০ পিক্সেল এর ভিডিও ধারণ করার ক্ষমতা।

এখন যদি স্টাইল এর কথা বলা হয় তাহলে দেখা যাচ্ছে এই ফোনের ব্যাক সাইড অনেক সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যার কারনে এর আউটলুকটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

এখন যদি ফোনটির খারাপ দিকের দিকে খেয়াল করা হয় তাহলে আমার কাছে তেমন কোন কিছুই খারাপ লাগেনি। এই দামের মধ্যে এই ফোনে যাযা দরকার সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে।

তাই আপনি যদি চান এই ফোনটি অনায়াসে কিনতে পারেন।

Symphony ATOM II ( সিম্ফনি এটম ২ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৮,৭৯০ ২/৩২ জিবি

অনেক আগে থেকেই সিম্ফনি সবারই একটি পরিচিত ব্র্যান্ড। আমাদের দেশের প্রায় সবাই সিম্ফনির বাটন মোবাইল ফোন গুলো ব্যবহার করেছেন কিন্তু সেই ফোন গুলো কারো কাছে বেশী দিন টিকতে পারেনি যার কারনে সবারই এই ফোনের উপর এক ধরণের নিশ্চয়তা হাড়িয়ে গিয়েছে।

কিন্তু তারপরেও আজ সিম্ফনির এই মডেরলের ফোন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা কারণ বর্তমান সময়ের ফোন গুলোর মধ্যে আপনি এই ফোনটি কিনতেই পারেন।

সিম্ফনির এই ফোনে ব্যবহার করা হয়েছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক। আপনি কয়েকটি কালারের মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন তার মধ্যে রয়েছে Jolly Blue, Midnight Blue, Mint Green, Pine Green।

তাছাড়াও অন্যান্য সব ফোনের মতই আপনি এই ফোনে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড।

এখন যদি বডি স্টাইলের কথা উল্লেক করা হয় তাহলে এই ফোনে ব্যবহার করা হয়েছে, মিনিমাল নচ, ফ্রন্ট গ্লাস এবং প্লাস্টিক বডি। শুধু তাই নয় এই ফোনের ডিস্প্লের সাইজ রয়েছে ৬.৫২ ইঞ্চি যার রিসলিশন থাকছে ১৬০০*৭২০ পিক্সেল।

টাচ স্ক্রিন হিসাবে আপনি এই ফোনে পেয়া যাবেন আইপিএস টাচ স্ক্রিন এবং ফিচার হিসাবে থাকছে মাল্টি টাচ। এই ফোনটিতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল যার সাথে ফিচার হিসাবে থাকছে ।

  • Autofocus।
  • LED flash
  • Portrait mode
  • Night mode
  • HDR & more

তাছাড়াও আপনি এই ফোনের সেলফি ক্যামেরা হিসাবে পাচ্ছেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সব মিলিয়ে এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

ফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। র‍্যাম ব্যবহার করা হয়েছে ২জিবি এবং রম রয়েছে ৩২ জিবি। অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১০ গো এডিশন ও প্রসেসর রয়েছে অক্টাকর ১.৮ জিএইচজি।

অন্যান্য ফিচার

১০০০০ টাকার মধ্যে মোবাইল ফিঙ্গার প্রিন্ট ( পেছন পাশে ), ফেস আনলক , ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১০ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

প্রথমেই বলবো এই ফোনের আউটলুকের কথা। যদি বলা হয় আমার কাছে খুব যে ভালো লেগেছে সেটি কিন্তু মোটেও ঠিক নয়। এটা বলছিনা যে, আপনার কাছে খারাপ লাগবে, আপনার কাছে ভালো লাগতেও পারে। আউটলুক রয়েছে সাদামাটা।

যদিয় তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তারপরেও কিন্তু এটির রিস্লিশন একই রয়েছে সেটিতে কোন সমস্যা নেই। ফোনের স্টাইল সুন্দর করার জন্য তিনটি ক্যামেরা ও একটি ফ্লাস লাইট ব্যবহার করা ঠিক আছে কিন্তু ৮ এর পরিবর্তে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা উচিৎ ছিল।

সেলফি তোলার জন্য যে ক্যামেরা রয়েছে সেটি পারফেক্ট। র‍্যাম এবং রম যা দরকার সেটিই ব্যবহার করা হয়েছে। আমার দেখা লো বাজেটের অর্থাৎ দশ হাজার টাকা মোবাইল ফোন বাংলাদেশ এর মধ্যে যে সমস্ত ফোন গুলো রয়েছে তার ফিচার হিসাবে র‍্যাম এবং রম এমনই হয়ে থাকে।

এই ফোন সম্পর্কে তেমন কিছু বলার নেই। আপনার যদি বাজেটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। যেহেতু লিস্টে রাখা রয়েছে ফোনটি সেহেতু খারাপ নেই কোন কিছু।

ভালো এবং খারাপ দিক উভয় আপনার সামনেই তুলে ধরা হয়েছে বাকিটা আপনার চয়েজ।

Symphony i69 ( সিম্ফনি আই৬৯ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৬,৯৯০ ২/৩২ জিবি

যারা এদম কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করছি আজ। কারণ এই ফোনের ফিচারের মধ্যে রয়েছে ২জি, ৩জি এবং ৪জি উভয় নেটওয়ার্ক রয়েছে যা সব দামি ফোনের মধ্যেই রয়েছে।

তাছাড়াও আপনি এই ফোনে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড। আপনি সুন্দর স্টাইলের সাথে তিন Black, Blue, Green তিন ধরণের কালারের পেয়ে যাচ্ছেন এই ফোনটি।

একন যদি স্টাইলের কথা উল্লেক করা হয় তাহলে দেখা যায় ফোনটির ডিসপ্লে রয়েছে ফুল ভিউ অর্থাৎ কোন ধরণের নচ বা ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়নি। তাছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে, স্ক্রিন গ্লাস এবং পেছন ও ব্যাক সাইড প্লাস্টক ব্যবহার করা হয়েছে।

ডিস্প্লের সাইজ ও অনেক ভালো রয়েছে, গুন গত দিক থেকে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে যার রিসলিশন থাকছে ১৪৪০*৭২০ পিক্সেল। এদিকে এই মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে আইপিএস টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার সেই সাথে পাবেন আই প্রটেকশন অর্থাৎ এই ফোনের ডিসপ্লে ব্যবহার করার ক্ষেত্রে চোখে ক্ষতির কারণ হবেনা হলেও তুলনা মূলক কম।

ক্যামেরার দিকে খেয়াল করলে দেখা যায় এই ফোনে ব্যবহার করা হয়েছে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে ৭২০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে।

চার্জিং এর জন্য ব্যবহার করা হয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি কিন্তু কোন ধরণের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়নি।

এখন যদি পার্ফর্মিং এর দিকে খেয়াল করলে দেখা যায়, অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিশন। চিপসেট এর বিষয়ে কোন কিছু উল্লেক করা নেই কিন্তু প্রসেসর এর কথা উল্লেক রয়েছে। এই ফোনে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টাকর ১.৬ জিএইচজে।

আপনি এই ফোনে পেয়ে যাচ্ছেন ২জিবি র‍্যাম এবং ৩২জিবি রম। তাছাড়াও আপনি রি ফোনে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা স্লট পেয়ে যাবেন।

অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট ( পেছন পাশে ), ফেস আনলক , ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১০ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

কম দামের মধ্যে এই ফোনের স্টাইলটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ অনেক দিন পরে কম দামের মধ্যে সুন্দর একটি পুরাতন স্টাইল নিয়ে বাজারে এসেছে এই ফোনটি।

অনেকের চাহিদার একটি ফোন হচ্ছে সিম্ফনি। এই ফোনে কম দামের মধ্যেই রেখেই ব্যবহার করা হয়েছে ২জিবি র‍্যাম এবং ৩২জিবি রম। এই ফোনটিতে কি চিপসেট ব্যবহার করা হয়েছে সেটি উল্লেখ করা দরকার ছিল।

প্রসেসর যেটি ব্যবহার করা হয়েছে সেটি অনেক ভালই রয়েছে। তাছাড়াও ক্যামেরা এবং ডিস্প্লের ফিচার অন্যান্য সব ফোনের মত ভালই রয়েছে কিন্তু আপনি এই ফোনের ক্যামেরা ব্যবহার করে হাই রিসলিশন এবং পরিপূর্ন ক্লিয়ার ছবি ও ভিডিও নাও পেতে পারেন কারণ এর আগে সিম্ফনির যে সমস্ত ক্যামেরা আসছে সমস্ত ফোনের ক্যামেরা একই ক্যাটাগরিতে আসছে।

এখন যদি আরও কিছু খারাপ দিকের কথা উল্লেক করা হয়ে তাহলে দেখা যায় এই ফোনে রয়েছে মাত্র ৩০০০ এমএএইচ ব্যাটারি যেটি কোন ফোনের জন্য পার্ফেক্ট হতে পারেনা। তাছাড়াও যে পরিমাণ দাম রয়েছে এই ফোনে আপনি হতাশ হবেননা।

তাই আপনি যদি একদম কম বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান তাহলে এই ফোন আপনার জন্য ভালই হবে ইনশাল্লাহ।

Lava X2 ( লাভা এক্স২ )

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
অফিশিয়াল৳ ৯,০৯০ ২/৩২ জিবি

বেশ কিছুদিন পর বাজারে আপডেট হয়েছে লাভার এই ফোনটি। অনেকেই রয়েছেন লাভা ফোনের অনেক বেশী ভক্ত তাই তাদের জন্য এই ফোনের কিছু ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আপনার ভালো লাগলে কিনতেই পারেন।

আপনি লাভার এই ফোনটিতে পাবেন ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুযোগ। এই ফোনটি রিলিজ হয়েছে এই মার্চ মাসেই তাই আপনি চাইলে ফোনটি ব্যবহার করে দেখতে পারেন।

এখন যদি ফোনের কালারের দিকে খেয়াল করা হয় তাহলে দেখা যায় এই ফোনে ব্যবহার করা হয়েছে Blue, Cyan যেটি দেখতে অসাধারণ। তাছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে গ্লাস টাচ স্ক্রিন এবং বডি ও ব্যাক সাইড রয়েছে প্লাস্টিকের।

এই ফোনে ২ জিবি র‍্যামের সাথে ব্যবহার করা হয়েছে ৩২ জিবি রম। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও আইপিএস টাচ স্ক্রিন। এই ফোনের ডিসপ্লেতে রিসলিশন ব্যবহার করা হয়েছে ১৬৪০*৭২০ পিক্সেল।

এখন যদি ক্যামেরার কথা উল্লেক করা হয়ে তাহলে লাভার এই ফোনে রয়েছে ৮ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা যেটি ব্যবহার করে ৭২০ এফপিএস এ ভিডিও ধারণ করা যাবে।

এই ফোনে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ ও চিপসেট রয়েছে মিডিয়াটেক। প্রসেসর হিসাবে রয়েছে অক্টাকোর।

সব কিছু জানানো হলো কিন্তু চার্জিং বিষয়ে কেন নয়? তাহলে জানুন, এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি কিন্তু কোন ধরণের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়নি। আপনি এই ফোন চার্জ করার জন্য পাচ্ছেন সাধারণ চার্জার অন্যান্য সব ফোনের মত।

 অন্যান্য ফিচার

ফিঙ্গার প্রিন্ট , ব্লুটুথ, অডিও, ভিডিও, এফএম রেডিও , অপারেটিং সিস্টেম ১০ গো, অডিও জ্যাক, ইউএসবি ইত্যাদি।

ভালো এবং খারাপ দিক

সাধারণ একটি স্টাইলের সাথে এই ফোনটির জন্য যে সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে সমস্ত কিছুই ভালো রয়েছে কারণ আপনি এই ফোনে পাচ্ছেন ২জি র‍্যাম এবং ৩২ জিবি রম সেটি দ্বারা এই ফোনটি ভালই পারফর্ম করবে বলে আশা করছি।

সুদীর্ঘ একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যেটিতে পাওয়া যাচ্ছে আইপিএস টাচ স্ক্রিন। তাছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএইএইচ যা আপনার ফোনকে দীর্ঘ সময় ব্যাকাপ দিতে সাহায্য করে থাকবে।

বিশেষ করে আমার কাছে এই ফোনের চিপসেট অনেক ভালো লেগেছে কারণ এই ফোনে রয়েছে মিডিয়াটেক চিপসেট। তাছাড়াও ছবি এবং ভিডিও ধারণ করার জন্য ব্যবহার করা হয়েছে ৮ মেগা পিক্সেল পেছনের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা রয়েছে ৫ মেগা পিক্সেল।

সমস্ত কিছু মিলিয়ে ভালই লেগেছে কিন্তু ফাস্ট চার্জার ব্যবহার করা হয়নি এই ফোনে। ৮ মেগা পিক্সেল এর বদলে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করলে এই দামের মধ্যে সব কিছু ঠিক ঠাক হত।

তাছাড়া সব কিছু ভালই রয়েছে তাই আপনি চাইলে কিনতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *