প্রযুক্তি খবরব্লগ পোস্ট

২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস করবে মানুষ: নাসা

চাঁদে মানুষের পা পড়েছিল সর্বশেষ ১৯৭২ সালে। এরপর একাধিকবার চাঁদে মহাকাশযান পাঠানো হয়েছে। কিন্তু কোনোবারই তাকে মানুষ ছিল না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিকল্পনা করছে শিগগিরই নভোচারীসহ চাঁদে অভিযান পরিচালনা করার।

নাসার পরিকল্পনা অনুযায়ী, চন্দ্রযানের পরবর্তী অভিযানে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখবেন বিজ্ঞানীরা।

সম্প্রতি চাঁদে সফল ভাবে আর্টেমিস-১ মহাকাশযান নামিয়েছে নাসা।

নাসা অভাস দিল, চাঁদে ঘর-বাড়ি বানিয়ে মানুষের বাসযোগ্য করে তোলা হবে।

নাসার চন্দ্রযান অভি‌যানের অন্যতম প্রধান হোয়ার্ড হু বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস শুরু করতে পারবে মানুষ। আমরা চন্দ্রপৃষ্ঠে লোক পাঠাব। তারা ওখানে থাকবেন। ওখানে থেকে বৈজ্ঞানিক গবেষণা করবেন।’

সমস্ত প্রস্তুতি সত্ত্বেও গত কয়েক মাসে বার কয়েক শেষবেলায় আর্টেমিস-১-এর উৎক্ষেপণ থমকে গিয়েছিল। পরে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযানটি। তবে এবার তাতে কোনও মানুষ পাঠানো হয়নি। এ বারের উৎক্ষেপণের লক্ষ্য ছিল, চাঁদের সফল ভাবে যানটি পৌঁছে ও ফিরে আসতে সক্ষম কিনা তা দেখার।

আরও দেখুনঃ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে মাসে লাখ টাকা আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *