প্রযুক্তি বাজার

২৪ হাজার টাকায় ওয়ানপ্লাসের ফাইভজি ফোন!

দুর্দান্ত ফিচারে নতুন ফাইভজি ফোন বাজারে নিয়ে এসেছে ওয়ানপ্লাস। ফোনটির মডেল ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সাশ্রয়ী মূল্যের ফোনটি উন্মোচন করেছে চীনা এ প্রতিষ্ঠান। জনপ্রিয় বাজেট ফোন ওয়ানপ্লাস নর্ড এন২০০ ফাইভজির উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে এই ফোন।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাসের নতুন ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নাইটস্কেপ, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের মতো ফিচার রয়েছে এই ফোনের ক্যামেরায়। এর ফলে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে।

নর্ড সিরিজের নতুন ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ আছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি।

নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আছে গুগলের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ইউজার ইন্টারফেস।

৪ জিবি র‍্যামের এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রো-এসডি কার্ড স্লটও রয়েছে, যা ওয়ানপ্লাসের ফোনে সচরাচর দেখা যায় না।

মিডনাইট জেড কালারে ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি ফোনটি মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।

আরও দেখুন,

আইটেল ভিশন 1 প্লাস দাম বাংলাদেশ

মাত্র ১০ হাজার টাকায় ৬.৮২ ইঞ্চি ডিসপ্লের ফোন

নোকিয়া বাটন মোবাইল ২০২২ বাংলাদেশে দাম

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ কিনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *