প্রযুক্তি বাজারব্লগ পোস্ট

২৮ হাজার টাকার ফোনে ১২ জিবি র‌্যাম, এক চার্জে চলবে ৪৮ দিন!

রাগেড ডিজাইনে নতুন স্মার্টফোন বাজারে এনেছে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল। প্রতিকূল পরিস্থিতিতে ব্যবহার উপযোগী এই মোবাইল ফোনের মডেল ওকিটেল ডব্লিউপি২১। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা।

ওকিটেলের দাবি, একবার ফুল চার্জে ফোনটি দিয়ে টানা ১২ ঘণ্টা ভিডিও দেখা যাবে। এছাড়া ৩৫ ঘণ্টা মিউজিক প্লে ব্যাক, ৬৯ ঘণ্টা ভিডিও কলিংয়ে কথা বলা যাবে। এক চার্জে প্রায় ৪৮ দিন স্ট্যান্ডবাই মুডে চলবে।

ডিভাইসটিতে ১২ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৬ সেন্সর। এছাড়া থাকছে ২০ মেগাপিক্সেলের সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।

নাইট ভিশন ক্যামেরা থাকায় রাতেও ভালো ছবি তোলা ও ভিডিও করা যাবে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

ওকিটেলের নতুন এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেটের ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

৯ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিং প্রাপ্ত।

গ্যাজেট রিভিউ থেকে আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *