গ্যাজেট বাংলাদেশ

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩

আসসালামুক ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনি অনেক ভালো আছেন। আজ আমি আপনাকে ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩ এর যে যে সমস্ত মোবাইল ফোন গুলো রয়েছে তার একটি শর্ট রিভিউ দেয়ার চেষ্টা করবো।

এখানে একটি লক্ষ্যণীয় বিসয় থাকছে আর সেটি হচ্ছে আপনি ইন্টারনেট থেকে সার্চ করে অনেক ওবসাইট পাবেন যারা তাদের পেজে ৩ হাজার টাকা বাজেটের মধ্যে এমন কিছু স্মার্ট ফোন তুলে ধরেছে যেগুলোর দাম ভারতে ৩ হাজার কিন্তু বাংলাদেশের ৫ থেকে ৬ হাজার টাকা।

কিন্তু আপনি আপনার সাথে এমনটা কোনভাবেই করতে যাবনা। আপনাকে প্রথমেই বলে দেই ২০২২ সালে এসে এই বাজেটের মধ্যে কোন স্মার্ট বা এন্ড্রয়েড ফোন আপনি সারাদিন খোঁজাখুঁজি করেও পাবেননা এর কারণ হচ্ছে বর্তমান সময়ের আপডেট হওয়া অ্যাপ গুলো এই দামের ফোনে চলেনা।

এটিও বলে দেই কিছু ওয়েবসাইট আছে যারা ২০১৬ থেকে ২০১৭ সালে রিলিজ হওয়া মোবাইলের দাম আপনাকে জানিয়ে দিয়েছে। কিন্তু শুধু ভিজিটর পাওয়ার জন্য এই কাজ করা মোটেও ঠিক নয়।

তাহলে চলুন ৩০০০ হাজার টাকার মধ্যে আমরা কিছু বেস্ট বাটন ফোন দেখার চেষ্টা করি। আশা করছি আপনি মনোযোগ সহকারে দেখবেন,

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩

অবশ্যই মোবাইল গুলো দেখার পরে আপনি যাচাই বাছাই করে নিজের পছন্দের ফোনটি কেনার চেষ্টা করবেন। তাছাড়াও আমি চেষ্টা করবো আপনার জন্য বেষ্ট সব মোবাইল গুলো তুলে ধরার জন্য। তাহলে চলুন আমরা দেখা শুরু করি,

Xiaomi Mi 3

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২
Xiaomi Mi 3

দামঃ ৳ 3,190

কনফিগারেশন

যদিও স্মার্ট ফোনের রিভিউ করার কথা ছিলনা কিন্তু এই ফোনের কথা না বললেই নয় কারণ এই একটি মাত্র ফোন আমার জানা মতে ২০২২ সালে পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্ত জায়গায় আপনি এই ফোন পাবেননা। কোথায় পাবেন সেটি পরে বলছি আগে ফোন সম্পর্কে জানিয়ে দেয়ার চেষ্টা করি।

শাওমির এই ফোনটি 2G এবং 3G নেটওয়ার্ক সাপর্ট করতে পারবে এবং সি সাথে এই ফোনে আপনি দুটি সিম কার্ড ইন্সার্ট করতে পারবেন। এছাড়াও পুরাতন হিসাবে এই ফোনের সাথে আপনি পাবেন ৫ইঞ্চির একটি ডিসপ্লে।

2 GB RAM ও 16 GB রমের সাথে ফোনটি ভালোই পারফর্ম করেবে বলে আমার ধারণা। সেই সাথে এই ফোনে আলাদাভাবে কোন প্রকার মেমোরি কার্ড ব্যবহার করা যাবেনা।

ফোনটির পারফর্মেন্সের দিকে খেয়াল করলে দেখা যায় এটির সাথে এন্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমের সাথে সাথে রয়েছে Quad Core 2.3 GHz Krait 400 এর প্রসেসর এবং সেই সাথে এটি একটি Adreno 330 জিপিইউ দ্বারা পরিচালিত ফোন।

এই ফোনটির সাথে আপনি পেছন ক্যামেরা পাবেন ১৩ মেগা পিক্সেলের এবং সেই সাথে সেলফি ক্যামেরা পাবেন ২ মেগা পিক্সেল ও সেই সাথে এই ফোনের পেছন ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও করা যাবে।

ফোনটির সাথে আর থাকছে ৩০৫০ এমএইচ এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যা দিয়ে ২৫ ঘন্টা চার্জ ব্যাকাপ রাখা যাবে। যদিও বলা হয়েছে ২৫ ঘন্টা কিন্তু এই ব্যাটারি দ্বারা কোনোভাবেই এত সময় চার্জ ব্যাকাপ দেয়া সম্ভব নয় কিন্তু আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন।

আর আপনি এই ফোনটি শুধুমাত্র পাবেন বিডি স্টলের ওয়েবসাইটে। শুধু কষ্ট করে অনলাইন থেকে অর্ডার করলেই আপনার হাতে তারা ফোনটি পাঠিয়ে দিবে।

আরওঃ ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় জানুন এখানে ক্লিক করে

Samsung Metro 350

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২
Samsung Metro 350

দামঃ ৳3,550

কনফিগারেশন

আপনার বাজেট যদি ৩ হাজার টাকার মধ্যে একটু বেশী হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আপনি এই ফোনটি কালো, সাদা এবং নীল রঙয়ের মধ্যে পেয়ে যাবেন।

ফিচার ফোন এর কারণেই হয়ত এই ফোনের সাথে শুধু মাত্র ২জি নেটওয়ার্ক সুবিধা যুক্ত করা রয়েছে। এছাড়াও এই ফোনের সাথে আপনি পাবেন দুটি সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা এবং সেই সাথে ২.৪ ইঞ্চির একটি ডিসপ্লে।

১২০০ এমএইচ ব্যাটারির সাথে সাথে এই ফোনে ব্যবহার হয়েছে ২ মেগা পিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিতে র‍্যাম থাকছে ৩২ মেগা বাইটের এবং সেই সাথে আপনি এই ফোনের সাথে আলাদাভাবে ১৬জিবি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে কল রেকর্ডিং ফিচার যুক্ত করা রয়েছে এই ফোনের সাথে। চাইলে আপনি ফোনটি কিনতে পারেন।

Nokia 220 (4G)

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২
Nokia 220 4G

দামঃ ৳3,999

কনফিগারেশন

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩ নোকিয়া ২২০ ৪জি মডেলের ফোনটির সাথে ব্যবহার হয়েছে কালো এবং নিল এই দুটি কালার এবং সেই সাথে এই ফোনের সাথে যুক্ত করা হয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং দুইটি মিনি সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ।

এছাড়াও এই ফোনটির সাথে রয়েছে 2.4 inches একটি ডিসপ্লে যার রেজুলেশন পাওয়া যাবে 240 x 320 pixels এর। ফোনটিতে রয়েছে 0.3 MP ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট। তাছাড়াও Lithium-ion 1200 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে যা এই ফোনকে একইভাবে ৬৪৮ ঘন্টা পর্যন্ত চালু রাখতে সক্ষম।

16 MB র‍্যামের সাথে এই ফোনে রয়েছে 24 MB রম এবং সেই সাথে একটি ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। কল রেকর্ড ফিচারের সাথে সাথে এফএম রেডিও ও ইউএসবি ২.০ দেয়া রয়েছে তাই চাইলেই আপনি এই ফোনটি কিনতে পারেন।

এটি বাংলাদেশের যেকোনো মোবাইলের দোকান থেকে আপনি কিনতে পারবেন।

আরও দেখুনঃ

Nokia 110

Nokia 110

দামঃ ৳2,599

কনফিগারেশন

Ocean Blue, Pink, Black এই দুটি কালারের পাশাপাশি এই ফোনের সাথে শুধু মাত্র ২জি নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটিতে থাকছে 1.77 inches একটি কিউভিজিএ ডিসপ্লে যার রেজুলেশন রয়েছে 120 x 160 pixels এর।

এই ফোনটিতে ব্যবহার হয়েছে ভিজিএ ক্যামেরা যেটি দিয়ে খুব পরিষ্কার ছবি তোলা যাবেনা। বিশেষ করে ফিচার ফোন গুলো মানুষ ক্যামেরা দেখে কিনতে যায়না বরং এর ফিচার ও মান দেখেই কিনে থাকে।

Lithium-ion 800 mAh ব্যাটারি রয়েছে এই ফোনের সাথে যেটি এই ফোনকে ৪৪৪ ঘন্টা চার্জ ব্যাকাপ দিতে সক্ষম। তাছাড়াও এই ফোনটিতে থাকছে ৪এমবি র‍্যাম ও ৪ এমবি রম এবং সেই সাথে একটি ৩২জিবির মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

কল রেকর্ডিং ও ফ্লাস লাইট ফিচার সহ এই ফোনটি ভালোই পারফর্মিং করে থাকে। যদি আপনি একটু কম বাজেটের মধ্যে ফিচার ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য সেরা হতে চলেছে।

Nokia 110 (2022)

Nokia 110 ( 2022 )

দামঃ ৳2,500

কনফিগারেশন

ডুয়াল সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এই ফোনের সাথে রয়েছে ২জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে একটি কিউভিজিএ ক্যামেরা। এছাড়াও এই ফোনটির সাথে রয়েছে ৪মেগাবাইট র‍্যাম ও ৪ মেগাবাইট রম এবং সেইস আথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

1000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি এই ফোনের সাথে থাকছে 1.77 ইঞ্চির একটি টিএফটি এলসিডি ডিসপ্লে। যেহেতু গত আগস্ট মাসে এই ফোনটি রিলিজ করা হয়েছে আপনি চাইলে যেকোনো একটি শপ থেকে কিনতে পারবেন।

যদি এই ফোনটির ক্যামেরার কথা বলি তাহলে এটিতে রয়েছে কিউভিজিএ ব্যাক ক্যামেরা। অসাধারণ ফিচার সহ এই ফোনটি বর্তমানে অনেকের কাছেই পছন্দের একটি ফোনে পরিনিত হয়েছে তাই আপনি চাইলে কিনতে পারেন।

আরও দেখুনঃ

Nokia 105 ( 2022 )

Nokia 105

দামঃ ৳2,099

কনফিগারেশন

নোকিয়ার এই ফোনটিতে আপনি পাবেন ২জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে দুইটি সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। এছাড়াও এই ফোনের সাথে থাকছে 1.77 inches একটি টিএফটি এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন পাওয়া যাবে 120 x 160 pixels

MediaTek MT6261D দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ৪ মেগাবাইট র‍্যাম ও ৪ মেগাবাইট রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ। পরিষ্কার সাউন্ডে আপনি এই ফোনে গান শুনতে পারবেন কিন্তু ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার হয়নি।

চার্জিং ক্যাপাসিটির জন্য এই ফোনের সাথে থাকছে 800 mAh একটি ব্যাটারি যা এই ফোনকে ৩ থেকে ৪ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম। সদ্য বাজারে আসা এই ফোনটি প্রায় সমস্ত জায়গায় পাওয়া যাবে।

Nokia 105+ (2022)

Nokia 105+

দামঃ ৳2,500

কনফিগারেশন

২জি নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি এই ফোনটির সাথে রয়েছে ডুয়াল মিনি সিম কার্ড ব্যবহার করার মত সুবিধা। এছাড়াও এই ফোনটিতে থাকছে 1.77 inches একটি টিএফটি এলসিডি ডিসপ্লে এবং যার রেজুলেশন রয়েছে 120 x 160 pixels এর।

ফোনটি যেন ভালো পারফর্মিং করে তাই এটি সাথে থাকছে MediaTek MT6261D চিপ্সেট ও সেই সাথে ৪ মেগাবাইট র‍্যাম ও ৪ মেগাবাইট রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।

তাছাড়াও এই ফোনের সাথে রয়েছে 800 mAh এর লিথিয়াম আয়ন রিমুভাল ব্যাটারি। আর আপনি এই ফোনের সাথে কোন ক্যামেরা পাবেননা কিন্তু এটি বলা যায় আপনি এই ফোনটি অনেক সাচ্ছন্দের সাথেই ব্যবহার করতে পারবেন।

এগুলো দেখতে পারেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *