৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩
আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ৪০০০ হাজার টাকা বাজেটের মধ্যে একটি মোবাইল কিনতে চান আর কোন সব মোবাইল গুলো বর্তমান বাজারে রয়েছে সেটি দেখার জন্য ৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল কিন্তু নিজের কাঙ্ক্ষিত ফোন গুলো দেখতে পাননা।
আই আজ আপনাকে এই বাজেটের মধ্যে কিছু স্মার্ট ফোন ও বাটন ফোন দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনি এই পেজ থেকে আশাহত হবেনান। তাই একটু সময় নিয়ে ফোনের মডেল, দাম ও ফিচার গুলো বিস্তারিতভাবে জেনে নেয়ার চেষ্টা করবেন।
যেহেতু প্রতিটি ফোন কম বাজেটের মধ্যে হতে চলেছে তাই আপনার উচিৎ হবে যে ফোনটির ফিচার একটু ভালো সেটি ক্রয় করা। যেমন ক্যামেরা, র্যাম ও রম সমস্ত কিছু দেখেই একটি ফোন কেনার চেষ্টা করুন। তাহলে চলুন ফোন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক,
আমি আবারো রিপিট করছি আপনি অবশ্যই সমস্ত ফোনের ফিচার গুলো আগে দেখবেন এবং তারপর নিশ্চিত করবেন কোন ফোনটি আপনি কিনতে চাচ্ছেন। স্মার্ট ফোন থেকে শুরু করে বাটন ও হাত ঘড়ি দেখানো হবে।
৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩
বেনকো y১০ ( Benco Y10 )

দামঃ ৪,১৯০ টাকা মাত্র
কনফিগারেশন
৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে এটি একটি কারণ এই দামের মধ্যে এটি একটি ভালো মানের ফোন। এই ফোনের সাথে আপনি ২জি ও ৩জি নেটওয়ার্ক সুবিধা পাবেন ও সে সাথে ডুয়াল মাইক্রো সিম কার্ড ব্যবহার করতে পারবেন।
ফোনটির ডিসপ্লের দিকে যদি খেয়াল করা হয় তাহলে দেখা যায় এটির সাথে ৫ ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ও সেই সাথে ফিচার হিসাবে রয়েছে মাল্টি টাচ।
যদি ফোনটির পারফর্মেন্সের কথা বলা হয় তাহলে দেখা যায় যে, এই ফোনের সাথে থাকছে অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড পাই গো এডিশন ও সেই সাথে এটি একটি Unisoc SC7731e, Quad-core, 4×ARM Cortex-A7 চিপ্সেট দ্বারা পরিচালিত মোবাইল ফোন।
এই ফোনের সাথে ব্যাক ক্যামেরা দেয়া আছে ৫ মেগা পিক্সেল ও সেই সাথে সেলফি ক্যামেরাও ৫ মেগাপিক্সেল তাই এটি দিয়ে ভালোমানের ছবি ও ভিডিও আশা করা যায়না। তাছাড়াও এই ফোনটিতে রয়েছে ১জিবি র্যাম ও ৩২ জিবি রম এবং সেই সাথে ২৫৬জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।
আর যদি বিশেষ ফিচারের কথা বলি তাহলে আপনি এই দামের মধ্যে পেছন পাশে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়া যাবেন। এছাড়াও চার্জিং পারফর্মিং এর জন্য এই ফোনটির সাথে যুক্ত করা রয়েছে লিথিয়াম পলিমারের 2500 mAh একটি ব্যাটারি।
আইটেল এ২৩ প্র (Itel A23 Pro)

দামঃ ৪,৪৯০ টাকা মাত্র
কনফিগারেশন
Itel A23 Pro মডেলের ফোনটির সাথে আপনি পেয়ে যাবেন ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে ডুয়াল সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। এছাড়াও এই ফোনটির সাথে 5.0 inches একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন থাকছে 480 x 854 pixels এর।
তাছাড়াও এই ফোনের ডিসপ্লের প্রযুক্তি হিসাবে রয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও মালটি টাচ ফিচার। ফোনটির বেস্ট পারফর্মিং এর জন্য Android 10 (go Editon) অপারেটিং সিস্টেম এবং সেই সাথে 1.4GHz Quad Core প্রসেসর এবং এটি একটি Unisoc SC9832e চিপ্সেট দ্বারা চলমান একটি স্মার্ট ফোন।
ফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে এই ফোনের সাথে থাকছে ১জি র্যাম ও ৮জিবি রম তাছাড়াও ৩২ জিবি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ।
যদি ক্যামেরার কথা বলা হয় তাহলে এই ফোনের সাথে ব্যাক ক্যামেরা হিসাবে যুক্ত করা রয়েছে ২মেগা পিক্সেলের একটি ক্যামেরা ও সেই সাথে সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে ০.৩ মেগাপিক্সেল কামেরা যা দিয়ে পরিষ্কার ছবি তোলা সম্ভব নয়।
চার্জিং পারফর্মিং এর জন্য এটির সাথে থাকছে ২৪০০এমএএইচের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। যেহেতু বাজেট একদম দামের মধ্যে তাই ফিচার গুলো একটু দুর্বল হওয়া স্বাভাবিক।
আরওঃ ২০২২ সালে রিলিজ হওয়া শাওমি মোবাইল গুলো দেখতে এখানে ক্লিক করুন
উই এ৫০ ( We a50 )

দামঃ ৩,৫৯৯ টাকা মাত্র
কনফিগারেশন
We a50 মডেলের ফোনটিতে শুধু মাত্র ২জি এবং ৩জি নেটওয়ার্ক সুবিধা পাওয়া কিন্তু কিন্তু এই ফোনের সাথে ডুয়াল মাইক্রো সিম কার্ড ইন্সার্ট করার মত সুবিধা রয়েছে। এছাড়াও এই ফোনের সাথে রয়েছে 5 inches একটি এইচডি আইপিএস টাচ স্ক্রিন যার রেজুলেশন থাকছে FWVGA সিরিজের অর্থাৎ নরমাল ভিউ।
এদিকে এই ফোনটিতে ব্যবহার হয়েছে এন্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিন্স সিস্টেম ও সেই সাথে এটির যে প্রসেসর রয়েছে সেটি হচ্ছে 1.3GHz Quad Core এবং সেই সাথে এটি একটি Mali-T820 চিস্পেট দ্বারা পরিচালিত মোবাইল ফোন।
ফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে আমরা দেখে পাই যে এটির সাথে রয়েছে 512 MB র্যাম ও সেই সাথে 8 GB রম এবং সেই সাথে এই ফোনের সাথে আলাদাভাবে ৩২জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
এছাড়াও এই ফোনের জন্য ব্যাক ক্যামেরা থাকছে ৫মেগা পিক্সেলের ও সেলফি ক্যামেরা থাকছে ২মেগা পিক্সেলের। আর পেছন ক্যামেরা ব্যবহার করে ৭২০পি মুডে ভিডিও ধারণ করা যাবে।
এই ফোনের সাথে কোন প্রকার ফেস আনলক বা ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাবেনা কিন্তু ধীর্ঘ সময় চার্জ ব্যাকাপ দেয়ার জন্য এই ফোনের সাথে যুক্ত করা রয়েছে ২০০০ এমএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি।
আরওঃ সবচেয়ে কম দামের মধ্যে অধিক ভালো ক্যামেরা ওয়ালা ফোন গুলো দেখুন
সিম্ফনি আই১২ ( Symphony i12 )

দামঃ ৪,৩৯০ টাকা মাত্র
কনফিগারেশন
Symphony i12 ফোনটির সাথে আপনি পেয়ে যাবেন 2G ও 3G নেটওয়ার্ক সুবিধা ও সেই সাথে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। ও সেই সাথে ফোনের স্টাইলটি অনেক সুন্দর বিশেষ করে কালার কম্বিনেশন।
এছাড়াও এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে 5.45 inches একটি আইপিএস টাচক স্ক্রিন যার সাথে যুক্ত করা আছে মাল্টি টাচ ফিচার। আর ফোনের ডিসপ্লের একটি দিক অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে এর রেজুলেশন থাকছে 720 x 1440 pixels যা দিয়ে খুব সহজেই ফুল এইচডি ভিডিও দেখা যাবে।
যদি অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তাহলে দেখতে পাওয়া যায় কে এই ফোনের সাথে অপারেটিং সিস্টেম থাকছে Android 10 Go Editon ও সেই সাথে 1.3GHz Quad-Core Processor একটি প্রসেসর রয়েছে এবং চিস্পেট হিসাবে এটির সংগে থাকছে Mali T820
আপনি এই ফোনটির সাথে ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন ৮ মেগা পিক্সেল ও সেই সাথে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ৫ মেগা পিক্সেল আর উভয় ক্যামেয়া দিয়েই আপনি ১০৮০পি মুডে ভিডিও করতে পারবেন।
এছাড়াও এই ফোনের স্টোরেজ হিসাবে যুক্ত করা রয়েছে ১জি র্যাম ও ১৬ জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। চার্জিং পারফর্মিং এর দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে, এই ফোনের সাথে যুক্ত করা রয়েছে ২৪০০এমএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি।
ফোনটি রিলিজ হয়েছে ২০২০ সাল নাগাদ তাই মার্কেটে খুজে পাওয়া হয়ত একটু কস্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন কারণ এখনো অনেক মার্কেট গুলোতে কম বাজেটের মধ্যে ভালো ভালো ফোন বিক্রি করে থাকে।
ম্যাক্সিমাস পি১ ( Maximus P1 )

দামঃ ৪,৯৯০ টাকা মাত্র
কনফিগারেশন
Maximus P1 ফোনটির সাথে শুধুমাত্র ২জি ও ৩জি নেটওয়ার্ক সুবিধা রয়েছে কিন্তু এই ফোনের সাথে ডুয়াল সিম কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির বেস্ট লুকের জন্য অনেকের কাছেই পছন্দের একটি ফোন এটি।
৪০০০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল টিতে ব্যবহার হয়েছে 5.72 inches একটি আইপিএস টাচ স্ক্রিন যার রেজুলেশন থাকছে 480 x 960 pixels এর এবং সেই সাথে ফিচার হিসাবে যুক্ত করা রয়েছে মাল্টিটাচ।
এই ফোনটির পারফর্মেন্সের থাকছে Android 8.1 Oreo (Go Edition) এবং Quad Core 1.3GHz প্রসেসর এবং সি সাথে এই ফোনটি পরিচালিত করার জন্য এর সাথে MTK6580 চিপ্সেট ব্যবহার করা হয়েছে।
১জিবি র্যাম ও ১৬জিবি রমের সাথে এই ফোনের মধ্যে আলাদাভবে ৩২জিবির মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও এইফ অনের চার্জিং এর জন্য থাকছে 2400 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি।
যদি ক্যামেরার কথা বলি তাহলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনের ব্যাক ক্যামেরা থাকছে ৮ মেগা পিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকছে ৫ মেগা পিক্সেল। আর পেছন পাশের ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও ধারণ করা যাবে।
আরওঃ শাওমির রেডমি ৯ মডেলের ডুয়াল ক্যামেরা ফোনটি দেখুন আপনার ভালো লাগবে
ওয়ালতো প্রিমো ই১২ ( Walton Primo E12 )

দামঃ ৪,৪৯০ টাকা মাত্র
কনফিগারেশন
ওয়ালটনের এই মোবাইল ফোনটিতে Light Blue, Raspberry Red, Black তিনটি কালারের পাশাপাশি এই ফোনের সাথে আপনি 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা পেয়ে যাবেন এবং সেই সাথে Dual (Micro + Nano) SIM কার্ড ব্যবহার করার মত সুযোগতো থাকছেই।
5.0 inches আইপিএস টাচ স্ক্রিনের সাথে ব্যবহার হয়েছে মাল্টিটাচ ফিচার। এছাড়াও এই ফোনটিতে পেছন ক্যামেরা থাকছে ৫মেগা পিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকছে ২ মেগা পিক্সেল এবং সেই সাথে পেছন ক্যামেরা দিয়ে ১০৮০পি মুডে ভিডিও ধারণ করা যাবে।
Lithium-ion 2000 mAh চার্জিং ক্ষমতার সাথে সাথে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে Android 10 (Go Edition) এবং Quad-core, 1.4 GHz প্রসেসরতো থাকছেই।
1 GB র্যাম এবং 8 GB রমের পাশাপাশি এই ফোনের সাথে আলাদাভবে ৬৪জিবি মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তাছাড়াও এই ফোনের সাথে সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক সুবিধা।
৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল -বাটন মোবাইল
ইতোমধ্যে আপনাকে ৪ হাজার টাকার মধ্যে যে সমস্ত ফোন গুলো দেখিয়েছি সব গুলোই ছিল স্মার্ট ফোন কিন্তু এবার বাটন ফোনের চমক নিয়ে কথা বলা হবে কারণ এই বাজেটের মধ্যে বর্তমানে যে সমস্ত বাটন ফোন গুলো পাওয়া যায় সব গুলোই বেস্ট পারফর্মিং করে থাকে।
তাই চলুন বাটন মোবাইলের দাম ২০২২ এ কি কি ফোন গুলো পাওয়া যাচ্ছে এবং কোনটি আপনার জন্য অনেক ভালো হবে সেটি সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিত ভাবে জানা শুরু করে দেই।
Nokia 110 4G

দামঃ ৩,৭৯৯ টাকা মাত্র
কনফিগারেশন
যেহেতু এই ফোনটির দাম একটু বেশী তাই এই ফোনের বেস্ট ফিচার সম্পর্কে বলতে হয় আর সেটি হচ্ছে এই ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা রয়েছে এবং সেই সাথে ডুয়াল সিম কার্ড ব্যবহার করা যাবে।
যদি বলা হয় এটি একটি স্মার্ট ফোনের চেয়ে কম কিছু নয়। 1.8 inches ডিসপ্লের সাথে এই ফোনের সাথে ব্যবহার হয়েছে Li-Ion 1020 mAh, removable ব্যাটারি যেটি একবার চার্জ করলে একইভাবে ১৩ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে পারবে।
এছাড়াও এই ফোনের ডিসপ্লেতে থাকছে টাচ এবং সেই সাথে মাল্টি টাচ ফিচার ও বিদ্যমান। এই ফোনের সাথে 48 MB র্যাম রয়েছে ও সেই সাথে 128 MB রম। বাটন ফোনের সাথে এর চেয়ে বেশী র্যাম এবং রমের দরকার নেই।
Nokia 225 4G

দামঃ ৪,১৯৯ টাকা মাত্র
কনফিগারেশন
বিশেষ করে নোকিয়া ২২৫ সিরিজের ফোনটি বাজারে নিয়ে আসে তখন নোকিয়া প্রেমিকরা একদম হুমড়ি খেয়ে পরে। আর সেই সমস্ত প্রেমিকদের জন্য নোকিয়া আবার এই ফোনকে আপডেট করে ৪জি নেটওয়ার্ক সুবিধা সহ অনেক কিছুই দিয়েছে।
যেমন এই ফোনের সাথে থাকছে 2.4 inches একটি ডিসপ্লে এবং সেই সাথে টিএফ টি টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার। এছাড়াও এই ফোনটিতে চার্জিং এর জন্য Li-Ion 1150 mAh, removable ব্যাটারি যুক্ত করা রয়েছে।
ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি 64 MegaByte র্যাম ও 128 MegaByte রম ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
জাভা অপারেটিং সিস্টেম এবং Unisoc UMS9117 চিপ্সেটের সাথে ফোনটি ভালো পারফর্ম করবে বলে আমার ধারণা। আর যদি ক্যামেরার কথা বলি থালে এটিতে ০.৩ মেগা পিক্সেলের একটি ক্যামেরা রয়েছে।
এগুলো দেখতে পারেন,