৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩
৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ – বাংলাদেশের বাজারে যে সমস্ত মোবাইল ফোন গুলো পাওয়া যায় তার মধ্যে ১০ হাজার টাকা বাজেটের এবং সেই সাথে ৮ হাজার টাকা বাজেটের ফোন গুলো অধিক চাহিদা পূর্ন।
বিশেষ করে কম বাজেটের মধ্যে মোবাইল গুলোর ফিচার ভালো হওয়ার কারণে প্রায় সবার কাছেই এই দামের ফোন গুলো অনেকের পছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমাদের দেশের বেশীরভাগ মানুষ মধ্যে বিত্ত তাই এই বাজেটের মধ্যে ফোন গুলো সবার কাছেই অধিক বেশী প্রিয়।
তাই আজ মাত্র ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ নিয়ে এমন কিছু ফোনের রিভিউ দেয়ার চেষ্টা করবো যেগুলোর ফিচার এবং কনফিগারেশন অনেক ভালো হতে চলেছে।
আপনি একটু সময় নিয়ে আজকের এই রিভিউ আর্টিকেলটি দেখুন এবং সেই সাথে ফোন গুলোর দামের পাশাপাশি কনফিগারেশন গুলো দেখার চেষ্টা করুন। আপনার কাছে যে ফোনটি ভালো লাগবে সেই ফোনটি কেনার চেষ্টা করুন আশা করি আপনি অনেক উপকৃত হবেন।
৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
আজকের এই আর্টিকেলে বেছে বেছে সবচেয়ে ভালো মডেলের ফোন গুলো তুলে ধরার চেষ্টা করবো। এর পূর্বে বেশ কিছু বাজেট মোবাইল ফোনের দাম এবং ফিচার গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন।
তাহলে চলুন ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ আর্টকেলটি শুরু করা যাক,
Nokia C2 2nd Edition

Official ✭ | ৳8,499 |
নোকিয়ার সি২ মডেলের ফোনটি এর পূর্বে অনেকের কাছে চাহিদার একটি ফোন ছিল আর তারই ধারা বজায় রেখে বাংলাদেশের বাজারে নোকিয়ার তার দ্বিতীয় এডিশন নোকিয়া সি২ ফোনটি নতুন করে রিলিজ করে।
আর এবার ফোনটির সাথে রয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও থাকছে Dark Blue, Warm Gray এই দুটি কালার। এছাড়াও এই ফোনের সাথে এক্সট্রাভাবে ডুয়াল ন্যানো সিম কার্ড সাপর্ট করার সুবিধা যুক্ত করা রয়েছে।
5.7 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে থাকছে এই ফোনটির সাথে এবং সেই সাথে ফোনটির সাথে থাকছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন এবং সেই সাথে মাল্টিটাচ ফিচার। ফোনটির সাথে আরওঃ থাকছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Lithium-polymer 2400 mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে Android 11 অপারেটিং সিস্টেম ও Quad-core, 1.5 GHz প্রসেসর এবং সেই সাথে এই ফোনটির সাথে আরও থাকছে দুই ভ্যারিয়েন্টের র্যাম যার মধ্যে প্রথমটিতে থাকছে ১জিবি র্যাম ও দ্বিতীয়টিতে থাকছে ২জিবি র্যাম এবং সেই আথে আরও থাকছে ৩২জিবি রম ও আলাদাভাবে এসডি কার্ড প্রবেশ করানোর মত সুবিধা ও সেই সাথে সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক সুবিধা।
আরও দেখুনঃ ১০ হাজার টাকায় সেরা কয়েকটি মোবাইল ফোন
Symphony i73

Official ✭ | ৳7,499 |
Aqua Green, Forest Green, Cobalt Blue এই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এই ফোনটিতে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
৬ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লের পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে আইপিএস টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার। ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে লিথিয়াম আয়ন ৩১৫০ এমএএইচ ব্যাটারি ও সেই সাথে Android 11 গো এডিশন অপারেটিং সিস্টেম।
UNISOC SC9832E চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে থাকছে Quad-core, 1.4 GHz প্রসেসর। আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার পাশাপাশি এই ফোনটির নিরাপত্তার জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Symphony i85

Official ✭ | ৳8,299 |
2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড সুবিধা। Glory Blue, Silk Green এই কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ৬.৬ ইঞ্চির মিনিমাল নচ টাচ স্ক্রিন যার রেজোলিউশন দেয়া রয়েছে HD+ 1600 x 720 পিক্সেল এবং সেই সাথে ডিসপ্লের সাথে যুক্ত করা রয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচার।
ডুয়াল ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেই সাথে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে লিথিয়াম পলিমার ৪০৫০ এমএএইচ ব্যাটারি এবং সেই সাথে Android 12 গো এডিশন অপারেটিং সিস্টেম।
UNISOC SC9863A1 ও Octa-core, 1.6 GHz প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে আরও থাকছে ২জিবি র্যাম ও ৩২জিবি রম এবং সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।
এইদিকে ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব মিলিয়ে দেখলে দেখা যায় এই ফোনটি সাধারণ ব্যবহার করার জন্য অনেক ভালো রয়েছে তাই চাইলে এই ফোনটি আপনি কিনতে পারেন।
আরও দেখুনঃ শাওমির সেরা কয়েকটি বাটন মোবাইল ফোন
itel A49 Play

Official ✭ | ৳7,990 |
Sky Cyan, Starry Black এই দুটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে রয়েছে 2G, 3G, 4G নেটওয়ার্ক এবং ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। এছাড়াও এই ফোনটির সাথে আরও থাকছে ৬.৩ ইঞ্চির মিনিমাল নচ টাচ স্ক্রিন।
আইপিএস টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ৫+০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লিথিয়াম পলিমার ৪০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে আরও রয়েছে Android 11 গো এডিশন অপারেটিং সিস্টেম এবং UniSoC SC9832E এর চিপ্সেট।
Quad-core, 1.4 GHz প্রসেসরের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ২জিবি র্যাম ও ৩২জিবি রম এবং আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ। এদিকে সিকিউরিটির জন্য ফোনটির সাথে থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Walton Primo GH10i

Official ✭ | ৳8,290 |
Sky Cyan, Starry Black দুটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে থাকছে ৬.৩ ইঞ্চি মিনিমাল নচ টাচ স্ক্রিন ও মাল্টিটাচ ফিচারের পাশাপাশি থাকছে আইপিএস টাচ স্ক্রিন।
ডুয়াল ৫+০.৩ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Lithium-polymer 4000 mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে Android 11 অপারেটিং সিস্টেম ও UniSoC SC9832E এর চিস্পেট।
Quad-core, 1.4 GHz দ্বারা চালিত এই ফোনটির সাথে থাকছে ২জিবি র্যাম এবং ৩২ জিবি রম ও সেই সাথে আলাদাভাবে ১২৮জিবি মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। ফেস আনলক সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি সব কিছু ভালো রয়েছে তাই চাইলে এই বাজেটের মধ্যে ফোনটি কিনতে পারেন।
আরও দেখুন