10000 টাকার মধ্যে ভিভো মোবাইল ২০২৩
অনেকেই রয়েছে যারা তাদের পছন্দের মোবাইল ফোন হিসেবে ভিভো বেঁছে নেয়। বিশেষ ক্ষেত্রে কম দামের মোবাইল গুলোর চাহিদা আমাদের দেশে অনেক বেশী। তাই আজ 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল গুলোর একটি তালিকা তৈরি করবো।
আপনি এই আর্টিকেল থেকে নিজের পছন্দের মোবাইল ফোনটি খুজে নিতে পারবেন। একটি মোবাইল দাম কম হলেও কিন্তু ফিচার এর দিকে ভালো হয়ে থাকে। আজ আপনার জন্য কম দামের হলেও ভালো মোবাইল ফোন গুলো তুলে ধরার চেষ্টা করবো। তাই আপনি ভিভো মোবাইল গুলোর দাম এবং স্পেসিফিকেশন সব কিছু ভালোভাবে দেখে নিবেন।
তাহলে দেখতে থাকুন 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল। চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু কম দামের ফোন তুলে ধরতে। আশা করছি ফোন গুলো আপনাদের ভালো লাগবে।
একটি কথা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, যে ফোন কিনুন না কেন সেই ফোনের কনফিগারেশন যেন ভালো হয়। যেমন র্যাম, রম , প্রসেসর, ব্যাটারি ইত্যাদি। কারণ এগুলোর দিকে লক্ষ্য রেখে ফোন না কিনতে পারলে পরবর্তিতে সমস্যা হতে পারে। যেমন ফোন স্লো হয়ে যাওয়া।
ভিভো Y02S (Vivo Y02S)

অফিশিয়াল | ১৯,৯৯৯ টাকা |
কনফিগারেশন
Black, Blue এই দুটি কালার নিয়ে বাজারে আসা এই ফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির আইপিএস টাচ স্ক্রিন যার রেজুলেশন রয়েছে। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি রয়েছে MMediatek MT6765 Helio P35 চিস্পেট ও Octa-core প্রসেসর।
স্টোরেজের দিকে খেয়াল করলে দেখা যায় যে, এই ফোনে রয়েছে 2 GB/3 GB র্যাম এবং 32GB/ 64GB রম। ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভিভো Y22 ( Vivo Y22 )

অফিশিয়াল | ১৯,৯৯৯ টাকা |
কফিগারশন
সদ্য রিলিজ হওয়া এই ফোনটির সাথে রয়েছে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে এই ফোনটির সাথে আরও থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। এছাড়াও এই ফোনটির সাথে আরও থাকছে ওটিজি এবং ইউএসবি টাইপসি ব্যবহার করার মত সুযোগ।
৬.৫৫ ইঞ্চির বড় মাপের মিনিমাল নচ টাচ স্ক্রিনের পাশাপাশি ফিচার হিসাবে যুক্ত রয়েছে আইপিএস টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফিচার। এদিকে ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে রয়েছে ডুয়াল ৫০+২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেই সাথ ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে যুক্ত রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি পারফর্মেন্সের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় যে, এই ফোনটির সাথে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং সেই সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তাছাড়াও এই ফোনটির সাথে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম।
Mediatek Helio G85 চিপ্সেট এবং Octa core, up to 2.0 GHz প্রসেসরের পাশাপাশি এই ফোনটির সাথে আরও থাকছে দুই ভ্যারিয়েন্টের র্যাম এবং রম যেমন প্রথম ভ্যারিয়েন্টের সাথে রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি রম এবং সেই সাথে দ্বিতীয় ভ্যারিয়েন্টের সাথে থাকছে ৬জিবি র্যাম এবং ১২৮জিবি রম।
আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
ভিভো Y02এ ( Vivo Y02a )

অফিশিয়াল | ১১,৯৯৯ টাকা |
কনফিগারেশন
2G, 3G, 4G নেটওয়ার্ক এর পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার মত সুযোগ। Minimal Notch ৫.১ ইঞ্চি বড় মাপের ডিসপ্লের সাথে যুক্ত করা রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেই সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি এই ফোনটির সাথে রয়েছে Android 12 Go Edition অপারেটিং সিস্টেম ও Mediatek Helio P35 চিপ্সেটের পাশাপাশি এই ফোনটির সাথে আরও রয়েছে Octa core, up to 2.35 GHz প্রসেসর এবং ৩জিবি র্যাম ও ৩২ জিবি রম সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুযোগ। এদিকে ফোনটির সিকিউরটির জন্য পাচ্ছেন ফেস আনলক সুবিধা।
ভিভো Y৯১সি ( Vivo Y91C )

অফিশিয়াল | ১০,৯৯০ টাকা |
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
কনফিগারেশন
১০ হাজার টাকার এই ফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে এবং ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল সেলফি ক্যারেরা যা মোটামুটি একটি পারফর্ম করে বলে আশা করা যায়। আপনি এই ফোনটিতে পাচ্ছেন ২ জিবি র্যাম এবং ৩২ জিবি রম সাথে আলাদা মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কার্ড স্লট।
চার্জিং এর জন্য এই ফোনটিতে রয়েছে ৪০৩০ এমএইচ ননরিমুভাল ব্যাটারি যেটি সারাদিন চার্জ ব্যাকাপ দিতে সক্ষম। চার্জ করার জন্য সাথে পেয়ে যাবেন সাধারণ একটি চার্জার।
আপনি চাইলে এই ফোনটি অনায়াসে ক্রয় করতে পারবেন। মোবাইল টির আউট লুক এই দামের মধ্যে অনেক বেস্ট মনে হয়েছে আমার কাছে। আপনার কাছে হয়ত লাগতে অনেক ভালো। কারণ সচারাচর এই দামে এমন লুক পাওয়া যায় না।
তাছাড়াও ক্যাজুয়াল ব্যবহার করলে তিন দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে পারবে। লক এর ক্ষেত্রে পেয়ে যাবেন ফেস লক। আপনি এই ফোনটি ক্রয় করতে পারেন।
এদিকে ফোনটির অপারেটিং সিস্টেম দেয়া রয়েছে এন্ড্রয়েড ওরিও ভি৮.১ এবং চিপসেট মিডিয়িয়াটেক হ্যালিও পি২২। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর ২.০ জিএইচজি। সব মিলিয়ে ভালো একটি পারফর্ম করবে বলে আশা করা যায়।
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল টির পারফর্মেন্স
যেকোনো ফোন কেনার পূর্বে তার যে পারফর্মেন্স রয়েছে সেটি সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নিয়ে তারপরেই সেই ফোনটি কিনতে হয়। আপনি যদি এই ফোনটির পারফর্মেন্স এর দিকে যান তাহলে দেখবেন এটিতে রয়েছে বড় একটি ডিসপ্লে যার মাপ ৬.২২ ইঞ্চি যেটি কিনা একটি ফোনের জন্য পারফেক্ট বলে মনে হয় আমার কাছে।
তাছাড়াও এই ফোনটিতে রয়েছে ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা যা দিনের বেলা অনেক ভালো ছবি এবং ভিদিও করতে অনেক ভালো পারফর্ম করবে। বিশেষ করে ১০ হাজার টাকার মধ্যে যে সমস্ত ফোন গুলো রয়েছে সেই সমস্ত ফোন ১৩ মেগা পিক্সেল ক্যামেরা বেশী ব্যবহার করা হয়ে থাকে। সেলফি ক্যামেরার কথা যদি বলা হয় থালে যেটি রয়েছে সেটি পারফেক্ট।
আর যদি আউটলুকের কথা বলা যায় তাহলে এই ফোনটিতে অনেক ভালো ধরণের আউটলুক রয়েছে। সামনে এবং পেছন থেকে একদম প্রফেশনাল একটি লুক। তাই আপনি এই ফোনটি অনায়াসে কিনতে পারেন।
অন্যান্য ফিচার
সমস্ত ফোনের মত এটিতে রয়েছে ফেস লক, এফএম রেডিও, ওয়াইফাই, ইউএসবি ইত্যাদি।
ভালো এবং খারাপ দিক,
এই দিক দিয়ে যদি খেয়াল করা যায় তাহলে দেখা যায় অনেক ভালো আউটলুক রয়েছে। ক্যামেরা, র্যাম এবং রম যেটি রয়েছে সেটি পারফেক্ট। যদিয় প্রসেসর দেয়া আছে অক্টাকরের ২.০ জিএইচ। বিশেষ করে যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনের ক্যামেরা। পেছনে যদি ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হত তাহলে অনেক ভালো লুক আসতো।
আরেকটি বিষয় মিস্টেক আছে সেটি হচ্ছে ফিঙ্গার লক নেই। এই দামের মধ্যে ফিঙ্গার লক দেয়া দরকার ছিল। তার পরেও সব মিলিয়ে এই দামে পারফেক্ট একটি ফোন। আপনি চাইলে কিনতে পারেন।
ভিভো Y১এস ( Vivo Y1s )

অফিশিয়াল | ৯,৯৯০ টাকা |
কনফিগারেশন
ভিভোর এই মোবাইল ফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে যার রিসলিউশন থাকছে ৭২০*১৫২০ পিক্সেল। ফোনটিতে টাচ স্ক্রিন দেয়া আছে আইপিএস ডিসপ্লে।
ফোনটির স্টোরেজ এর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই ফোনটিতে রয়েছে ২জিবি র্যাম ও ৩২ জিবি রম। ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাক ১৩ এবং সেলফি ৫ যার ভিডিও ধারণ ক্ষমতা ১০৮০ পিক্সেল। আপনি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড।
এই মোবাইল টিতে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যেহেতু ১৩ মেগা পিক্সেল ক্যামেরা দেয়া আছে তাই দিনের বেলা পরিস্কার ছবি তুলতে পারবেন। শুধু ছবি নয় আপনি চাইলে ভিডিও ধারণ করতে পারবেন সেটিও ফুল এইচডি।
ওয়াইফাই, ব্লুটুথ, অডিও জ্যাক সহ সব ধরণের সাধারণ ফিচার যুক্ত করা আছে ভিভোর এই ফোনটিতে। আউট লুকের দিকে লক্ষ্য করলে দেখা যায় । নচ ডিসপ্লে থাকার কারনে এই মোবাইলটিকে সামনে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাই এই দামের মধ্যে আপনি এটি ক্রয় করতে পারেন অনায়াসে।
নেটওয়ার্ক হিসেবে ফোনটিতে দেয়া আছে ২জি, ৩জি এবং ৪জি। অডিও জ্যাক সহ ফ্ল্যাশ লাইট দেয়া আছে যেটি ব্যবহার করে আপনি রাতের বেলা ছবি তুলতে পারবে অনায়াসে।
আপনি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন আলাদা মেমোরি কার্ড। ব্যাটারি দেয়া আছে ৪০৩০ এমএএইচ। আপনি এই মোবাইলটিএ ফিঙার প্রিন্ট পাবেন না। তাছাড়া অন্যান্য সব ফোনের মত সব ধরণের ফিচার পেয়ে যাবেন।
ভিভো Y৯০ ( Vivo Y90 )

অফিশিয়াল | ৮,৯৯০ টাকা |
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
কনফিগারেশন
১০ হাজার টাকার মধ্যেই আপনি এই ফোনটি পেয়ে যাবেন। এই ফোনটিতে রয়েছে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে যার রিসলিশন থাকছে ৭২০*১৫২০ পিক্সেল। ৮ মেগা পিক্সেল পিছনের ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল সামনের ক্যামেরা।
এই ফোনটিতে রয়েছে ২ জিবি রাম এবং ৩২ জিবি রম সাথে ২৫৬ জিবি আলাদা মেমোরি ব্যবহার করার সুযোগ। আপনি এই মোবাইলে পেয়ে যাচ্ছেন ফেস লোক। ফিঙার প্রিন্ট দেয়া নেই। চারজিং ক্যাপাসিটির জন্য রয়েছে ৪০৩০ এমএএইচ নন রমুভাল ব্যাটারি।
যদিও ব্যাটারির ক্যাপাসিটি কম দেয়া আছে তার পরেও অনেক সময় চার্জ ধারণ করে রাখবে। কারণ যে ব্যাটারি দেয়া আছে সেটি লিথিয়াম পলিমারের। চার্জ করার জন্য সাধারণ চার্জার ব্যবহার করা হয়েছে।
অন্যান্য সব ফোনের মত এই ফোনেও সাধারণ সব ফিচার যুক্ত করা রয়েছে। যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ফাস্ট ইন্টারনেট সব কিছু।
এন্ড্রয়েড ওরিয় ভি৮.১ অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক হ্যালিও এ২২ চিপ্সেট। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টাকর ২.০ জিএইচ। প্লাস্টিক বডি এবং গ্লাস ফ্রন্ট। সব মিলিয়ে এই দামে ভালো ফিচার যুক্ত করা রয়েছে।
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
ভিভো Y৭১ ( ViVo Y71 )

অফিশিয়াল | ৯,৯৯০ টাকা |
কনফিগারেশন
ভিভো Y৭১ মডেলের এই মোবাইল ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে এবং ২জিবি র্যামের সাথে ১৬ জিবি রম। ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আপনি এই ফোনটিতে পাচ্ছেন ৪জি নেটওয়ার্ক। অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ওরিয় ভি৮.১ এবং প্রসেসর দেয়া আছে কুয়াডকোর ১.৪ জিএইচ।
আপনি চাইলে এই ফোনটি ব্যবহার করে সাধারণ সব ধরণের ভিডিও গেমস খেলতে পারবেন। কিন্তু হাই গ্রাফিক এর গেমস গুলো খেলতে পারবেন না। যেমন পাব্জি,ফ্রিফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি।
এই ফোনটির আউটলুক অনেক বেশী আকর্ষণীয় তাই আপনার হাতে মধ্যে অনেক সুন্দর লাগবে ফোনটি। ডিসপ্লে বেশী বড় না হওয়ার কারনে পকেটের মধ্যে অনায়াসে রাখা যাবে।
অন্যান্য সব মোবাইল ফোন গুলোর মতই এই ফোনটিতে প্রায় সব ধরণের ফিচার আপনি পেয়ে যাবেন। যেমন, এফএম রেডিও, অডিও জ্যাক, লাউড স্পিকার, ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুযোগ। সব মিলিয়ে ফোনটি ভালই ফিচার যুক্ত রয়েছে।
ভিভো Y১৫এস ( Vivo Y15s )

অফিশিয়াল | ১২,৯৯০ টাকা |
কনফিগারেশন
ভিভোর এই মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন থাকছে ৭২০*১৬০০ পিক্সেল এবং আই পিএস টাচ স্ক্রিন। এই ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যান সিম কার্ড।
সাথে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক দেয়া আছে। ১২,৯৯০ টাকার এই মোবাইল টিতে দেয়া আছে ১৩+২ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। ৩ জীবী র্যাম এবং ৩২ জীবী রম। তাছাড়াও এই ফোনটিতে আলাদা ভাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
চার্জিং পারফর্মিং এর জন্য ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার নন রিমুভাল ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য ১০ ওয়াট চার্জার। এই ফোনটির এক বিশেষ গুন হচ্ছে, এই ফোন থেকে অন্য একটি ফোনে চার্জ দেয়া যাবে। যার জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ ওয়াট রিভার্স চার্জিং।
যদি অপারেটিং সিস্টেম এর কথা বলা হয়, তাহলে এটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিসন। এবং চিপসেট দেয়া আছে মিডিয়া টেক হ্যালিও পি৩৫। আপনি এই ফোনটির সাথে পেয়ে যাবেন ফিঙার প্রিন্ট।সব মিলিয়ে এই ফোনটি অনেক ভালো পারফর্মিং করবে।
ভিভো Y১২এস ( Vivo Y12s )

অফিশিয়াল | ১১,৯৯০ টাকা |
কনফিগারেশন
৬.৫১ ইঞ্চি ( রেজুলেশন ৭২০*১৬০০ ) ডিসপ্লের সাথে এই ফোনটিতে ব্যবহার করা যাবে ডুয়াল ন্যানো সিম কার্ড। নেটওয়ার্ক দেয়া আছে ২জি, ৩জি এবং ৪জি।
ভিভোর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা, একটি ১৩ মেগা পিক্সেল এবং অন্যটি ২ মেগা পিক্সেল। তাছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল। সব মিলিয়ে ভিডিও রেজুলেশন দিবে ১০৮০পি।
ভিডিও ধারণ করার সময় যদি একটু লাইটের ব্যবস্থা ক্রয়া যায় তাহলে আপনি ফুল এইচডি রেজুলেশন পেয়া যাবেন এতে কোন ধরণের সন্দেহ নেই। তাছাড়া সেলফি ক্যামেরাতে দিনের বেলা ছবি উঠবে একদম এইচডি কুয়ালিটি।
জদি র্যামে ও রমের কথা বলা যায় তাহলে এই ফোনটিতে রয়েছে ৩ জীবি র্যাম এবং ৩২ জীবি রম। তাছাড়াও আলাদা ভাবে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং। সাথে ৫ ওয়াট রিভার্স চার্জিং।
অপারেটিং সিস্টেম দেয়া আছে এন্ড্রয়েড ১০ গো এবং চিপসেট মিডিয়াটেক হ্যালিও পি৩৫। ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য সব ফোনের মতই আলাদা সব ধরণের ফিচার। আপনি চাইলে এই দামে ফোনটি কিনতে পারেন।
যদিও এটি একটি বাজেট মোবাইল ফোন, আপনার জন্য বেস্ট হতে চলেছে । সামনের এবং পেছনের আউটলুক একদম অসাধারণ লেগেছে আমার কাছে। একটু বাজেট বাড়িয়ে এই ফোনটি কিনতে পারেন আপনি।
ভিভো Y৮১ ( Vivo Y81 )

অফিশিয়াল | ১৪,৯৯০ টাকা |
কনফিগারেশন
আকর্ষণীয় আউটলুকের সাথে এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬.৩৫ ইঞ্চি ডিস্প্লে যার সাথে রেজুলেশন রয়েছে ৭২০*১৫৪৪ পিক্সেল ও আই পিএস টাচ স্ক্রিন। আপনি ভিভোর এই মোবাইল ফোনটিতে ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড।
সাধারণ ভাবে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক। আপনি চাইলে এই ফোনটি ব্যবহার করে অনলাইন ভিডিও গেমস প্লে করতে পারবেন। লো গ্রাফিক ব্যবহার করার মাধ্যমে পাব্জি এবং ফ্রিফায়ার খেলা যাবে অনায়াসে।
কারন এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন, র্যাম রয়েছে ৩ জিবি এবং রম রয়েছে ৩২ জিবি। আপনি আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করে ফাইল স্টোরেজ করে রেখে দিতে পারবেন।
এই হিসাবে ভালই পারফর্মিং করবে বলে আশা করা যায়। ব্যাক ক্যামেরা একটি ১৩ মেগাপিক্সেল। এদিকে সেলফি ক্যামেরা দেয়া আছে ৫ মেগা পিক্সেল। এই ফোনটিতে ২৫৬ জিবি মেমোরি কার্ড আলাদাভাবে ব্যবহার করা যাবে।
ফোনটিতে আপনি পাচ্ছেন ফিঙার প্রিন্ট এবং ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার নন রিমুভাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং। এক ঘন্টা চার্জ করে সারা দিন ব্যবহার করেতে পারবেন অনায়াসে।
10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
শেষ কথা
যদি তালিকার শেষের দিকে কিছু দামি মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে বর্তমানে ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে ভিভোর বেশী মোবাইল অ্যাভাইলেবল নেই।
তাই আপনার চাহিদার উপর ভিত্তি করেই কিছু বেশী দামের ফোন তুলে ধরা হয়েছে, যেগুলো সাধ্যের মধ্যেই। আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন। আপনাকে সঠিক উত্তর দেয়া হবে। আপনি যদি চান অন্য কেও এই ফোনের তালিকাটি দেখুন তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন।
ভাই আমি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক চাই| আমাকে বল কী করতে হবে? Website Name: Nixgle.com
অনুগ্রহ করে আপনি আপনার ইমেইল চেক করুন