13 হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন নিয়ে আপনি যদি অনলাইনে সার্চ করে থাকেন এবং এই পেজ ওপেন করেন তাহলে আমি বলবো আপনি সঠিক পেজটি ওপেন করেছেন। কারণ আজকের এই রিভিউ পেজে কম এবং বেশী দামের ফোন ও সেই সাথে ফোনের ফিচার গুলো সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা হয়েছে।
যেকোনো ফোন কেনার পূর্বে যে বিষয়টি সবার খেয়াল রাখতে হয় সেটি হলো ফোনের কনফিগারেশন কেমন। খারাপ কনফিগারের ফোন যদি কেনা হয় তাহলে সেই ফোন নিয়ে ঝামেলার কোন শেষ থাকেনা।
তাই আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো ফোন গুলো তুলে ধরার এবং সেই সাথে ফোনের ভালো ও খারাপদিক সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করার। আশা করছি আপনি আজকের এই রিভিউ থেকে কোন প্রকার আশাহত হবেননা। তাহলে চলুন জানতে শুরু করা যাক,
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন
আমি একটি কথা বলতে চাই, আপনি ফোন গুলোর ফিচার সমর্পকে জানার পর অবশ্যই সমস্ত ফোনের ভালো ও খারাপ দিক গুলো জানতে পারবেন। তাই একটু সময় নিয়ে দেখুন এবং চিন্তা করুন আপনার জন্য কোন ফোনটি বেটার অপশন হবে।
Samsung Galaxy A04
অফিশিয়াল | ৳12,999 3/32 GB |

কালার | কালো, সবুজ, সাদা, তামা |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৫ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ডুয়াল ৫০+২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পিক্সেল |
সেলফি ক্যামেরা | ৫ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও পি৩৫ |
প্রসেসর | অক্টা-কোর, 2.3 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৩ জিবি |
রম | ৩২ জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | নেই |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১৫ওয়াট ফাস্ট চার্জার |
বিস্তারিত আলোচনা
৬.৫ ইঞ্চির বড় মাপের ডিস্প্লের সাথে সাথে এই ফোনটির সাথে থাকছে ডুয়াল ৫০+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেই সাথে এই ফোনের সাথে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়াও এই ফোনটির সাথে ব্যবহার হয়েছে লিথিয়াম পলিমারের ৫০০০ এমএএইচ এর ব্যাটারি এবং সেই সাথে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। সেই সাথে এই ফোনের সাথে আরও থাকছে Android 12 অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio P35 এর চিপ্সেট।
এই দিকে 3 GB র্যাম এবং 32 GB রম ও আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা এবং সেই সাথে থাকছে Octa core, up to 2.3 GHz প্রসেসর। সিকিউরিটির জন্য ফোনটির সাথে যুক্ত করা আছে ফেস আনলক এবং কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছেনা এই ফোনের সাথে।
Vivo Y02s
অফিশিয়াল | ৳12,990 3/64 GB |

কালার | নেভি ব্লু, গোল্ড |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | |
ইউএসবি টাইপ-সি | |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৫৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬১২ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | পান্ডা গ্লাস |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ৮ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
সেলফি ক্যামেরা | ৫ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক MT6765V/CB Helio G37 |
প্রসেসর | অক্টা-কোর, 2.3 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৩ জিবি |
রম | 64 জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১ওয়াট ফাস্ট চার্জার |
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন বিস্তারিত আলোচনা
এই ফোনটির সাথে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ টাচ স্ক্রিন যার সাইজ থাকছে ৬.৫৬ ইঞ্চির ডিস্প্লে যেটির প্রজুক্তি হিসাবে থাকছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন। সেই সাথে এই ফোনের সাথে থাকছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়াও এই ফোনটির সাথে থাকছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আরও থাকছে ৩জিবি র্যাম এবং ৬৪জিবি রম ও সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা।
বেস্ট পারফর্মেন্স এর জন্য এই ফোনের সাথে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম এবং সেই সাথে Mediatek Helio G35 চিপ্সেট দ্বারা পরিচালিত এই ফোনটির সাথে থাকছে Octa core, up to 2.3 GHz প্রসেসর। তাছাড়াও সিকিউরিটির জন্য এই ফোনটির সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা।
Symphony Z47
অফিশিয়াল | ৳11,499 |

কালার | হানি ডিউ গ্রিন, লিনিয়েন্ট ব্লু, ওশান গ্রিন, শ্যাডো অ্যাশ |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | |
ইউএসবি টাইপ-সি | |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ৫২ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | ইউনিসক টি৬০৬ |
প্রসেসর | অক্টা-কোর, 1.6 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | 4 জিবি |
রম | 64 জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে ( 128 GB ) |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
Tecno Spark 9
অফিশিয়াল | ৳13,500 3/64 GB |

কালার | ইনফিনিটি ব্ল্যাক, স্কাই মিরর |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | |
ইউএসবি টাইপ-সি | |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ডুয়াল ১৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৩৫ |
প্রসেসর | অক্টা-কোর, 2.3 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৩ জিবি |
রম | 64 জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ফাস্ট চার্জার |
বিস্তারিত আলোচনা
ইনফিনিটি ব্ল্যাক, স্কাই মিরর এই তিনটি কালারের পাশাপাশি এই ফোনটির সাথে থাকছে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সুবিধা । সেই সাথে আমরা আরো দেখতে পাই এই ফোনে ২জি,৩জি,৪ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
তাছাড়া এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ছয় দশমিক ছয় ইঞ্চি এবং সেইসাথে এটি টাচস্ক্রিন থাকছে আইপিএস টাচস্ক্রিন।
ক্যামেরা হিসেবে ব্যবহার হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেইসাথে সেলফি ক্যামেরা পাওয়া যাচ্ছে এইট মেগাপিক্সেল এর।
কর্ম ক্ষমতা বৃদ্ধির জন্য অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ এবং সেইসাথে চিপ্সেট থাকছে মিডিয়াটেক MT6765V/CB Helio G37 এবং অক্টা কোর প্রসেসর।
এই ফোনটিতে পাওয়া যাচ্ছে মোট তিনটি ভেরিয়েন্ট এর র্যাম ব্যবহার হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে 3gb দ্বিতীয় ৪জিবি এবং তৃতীয় টি হচ্ছে 6gb এবং সেইসাথে রম হিসেবে থাকতে 64gb রম 128gb।
আপনি যদি চান যে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করবেন বা ডেডিকেটেড মেমোরি ব্যবহার করবেন তাহলে সেটি সম্ভব 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
এদিকে সিকিউরিটির জন্য এবং ফিঙ্গারপ্রিন্ট এবং সেইসাথে চার্জিং এর জন্য পলিমারের 5000mh ব্যাটারি চার্জার ব্যবহার করা হয়েছে।
Lava Blaze
অফিশিয়াল | ৳12,500 3/64 GB |

কালার | সবুজ, লাল, কালো, নীল |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.52 ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ত্রিপল ১৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পিক্সেল |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ফুল এইচডি ১০৮০ পিক্সেল |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক MT6761 Helio A22 |
প্রসেসর | অক্টা-কোর, 2.0 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৩জিবি |
রম | 64জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ফাস্ট চার্জার |
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন বিস্তারিত আলোচনা
লাভার এই ফোনটিতে আপনি সর্ব মোট তিনটি কালার পেয়ে যাবেন সবুজ লাল কালো এবং নীল এবং সেইসাথে ফোনটিতে আপনি টাচস্ক্রিন হিসেবে পাচ্ছেন মিনিমাল নচ ডিসপ্লে এবং যার সাইজ থাকতে 6.52 ইঞ্চি এবং সেইসাথে প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস টাচস্ক্রিন।
ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ত্রিপল ১৩ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল।
এদিকে কার্যক্ষমতার দেখে লক্ষ করলে দেখা যায় ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং সেইসাথে মিডিয়াটেকের চিপসেট এবং octa-core 2.0 এর প্রসেসর।
ফোনটি রিস্টার্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 3gb রেম এবং 64gb রম এবং সেইসাথে ডেডিকেটেড ভাবে মেমোরি যেন আলাদা ভাবে কেউ মেমোরি ব্যবহার করতে পারেন।
সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে এবং সেইসাথে ফিঙ্গারপ্রিন্ট ও লিথিয়াম-পলিমার 5000mh ব্যাটারি এবং ফাস্ট চার্জার।
Tecno Spark 9T
অফিশিয়াল | ৳14,990 4/128 GB |

কালার | কোয়ান্টাম ব্ল্যাক, বুরানো ব্লু, পার্টিকেল সিলভার, ভাইটালিটি গ্রিন |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৬ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬১২ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ১২+২+কিউভিজিএ মোট তিনটি |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পিক্সেল |
সেলফি ক্যামেরা | ৩২ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ফুল এইচডি ১০৮০ পিক্সেল |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | এ |
প্রসেসর | অক্টা-কোর, 2.3 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৪ জিবি |
রম | 64/১২৮জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
বিস্তারিত আলোচনা
বিশেষ করে কম দামের মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে এই ফোনটি একদম অন্যরকমভাবে আপডেট করা হয়েছে। যদিও এটি কম দাম বললে বিষয়টি অন্য রকম হয় কারণ এটি ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে নয় কারণ এর বাজেট একটু উর্ধে।
সেই অনুপাতে এই ফোনের সাথে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এচডি ৭২০*১৬১২ পিক্সেলের টাচ স্ক্রিন এবং এটি সাথে যুক্ত করা হয়েছে মাল্টিটাচ ফিচার। তাছাড়াও ফোনটিতে ১২+২+কিউভিজিএ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা দেয়া আছে এবং সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে ৩২ মেগাপিক্সেল যেটি দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা যাবে।
এছাড়াও এই ফোনটিতে রয়েছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক হেলিও জি৩৭ এর চিপ্সেট সেই সাথে অক্টাকর প্রসেসর ও এই ফোনটিতে স্টোরেজ থাকছে ৪জিবি রেম ও ৩২জিবি রম।
সিকিউরিটির জন্য ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট তাছাড়াও অন্যান্য সব ফিচারতো রয়েছেই সেই সাথে ৫০০০ এমএইচ লিথিয়াম পলিমার ননরিমুভাল ব্যাটারি।
ফোনটির ভালো দিক
ফুল এইচডি ডিসপ্লে এবং হাই রেজুলেশন সেলফি ক্যামেরা যা একজন সেলফি লাভারের জন্য অনেক বেশী দরকারি। আপডেট অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১২ এবং মিডিয়াটেকের চিপ্সেট সেই সাথে অক্টাকোরের প্রসেসর।
ওটিজি সাপর্ট এবং টাইপ সি রয়েছে। যদি বলা হয় গেমিং পারফর্মেন্স কেমন হবে তাহলে উত্তরে বলা যাবে ফ্রিফায়ার এবং পাব্জির মত গেমস গুলো অনায়াসে খেলা যাবে।
সিকিউরিটি সিস্টেম অনেক ভালো ও সেই সাথে ধীর্ঘ সময় পারফর্ম করার জন্য ৫০০০ এমএইচ ব্যাটারিতো আছেই। সব মিলিয়ে যদি বলা হয় তাহলে এই ফোনটির প্রায় সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে।
ফোনটির খারাপ দিক
ফোনটির তেমন কোন কিছু খারাপ লাগেনি কিন্তু কিছু বিষয় এই ফোনে লক্ষ্য করা যায়নি। যেমন খুব সহজেই পানি প্রবেশ করতে পারবে এবং সেই সাথে পড়ে গেলে ডিসপ্লে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কোন প্রকার কর্নিং গরিলা গ্লাস ব্যবহার হয়নি।
তাছাড়াও ব্যাটারি চার্জ করার জন্য ১০ ওয়াট চার্জার অনেক কম হয়ে যায় চাইলে ১৮ ওয়াট ব্যবহার করা যেত। যেহেতু গেমস খেলার কথা বলেছি তার একটি খারাপ দিক বলে দেই, আপনি এই ফোনে খুব হাই রেজুলেশনে গেমস খেলতে পারবেননা আপনাকে স্মুথ মুডে খেলতে হবে।
সেই সাথে সেলফি ক্যামেরার দিক দিয়ে ব্যাক ক্যামেরা তেমন ভালো পারফর্ম করতে পারবনা। যাই হোক সব ফোনের মধ্যেই কিছু না কিছু ফিচার কম থাকে।
এই বিষয় গুলো ছাড়া আমার কাছে তেমন কোনো কিছু খারাপ লাগেনি। তাই আপনি চাইলে ফোনটি কিনতে পারেন।
Symphony Z42 Pro
Official | ৳12,490 |
👉শাওমি রেডমি নোট-৮ মডেলের দাম জানুন

কালার | কালো, মধু শিশির সবুজ, চন্দ্র ধূসর |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে এবং পিছনে গ্লাস, প্লাস্টিকের ফ্রেম |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.52 ইঞ্চি |
রেজুলেশন | ১৬০০*৭২০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ১৩ মেগা পিক্সেল মেইন ক্যামেরা ও আলাদা গুলো উল্লেখ নেই |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ফুল এইচডি ১০৮০পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১১ |
চিপ্সেট | মিডিয়াটেক হেলিয় জি২৫ |
প্রসেসর | অক্টা-কোর, 2.0 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৪ জিবি |
রম | 64জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে ২৫৬ জিবি পর্যন্ত |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন বিস্তারিত আলোচনা
বর্তমানে বাংলাদেশে 13 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর যে সমস্ত ফোন রয়েছে সেগুলোর মধ্যে সিম্ফনির এই ফোনটি জায়গা করে নিয়েছে। কারণ এই দামের দামের মধ্যে ফোনটিতে অনেক সুন্দর ডিজাইন উপহার দিয়েছে।
তাছাড়াও ১৩ হাজার টাকার মধ্যে মোবাইল ফোনটিতে ব্যবহার হয়েছে ৬.৫২ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজুলেশন থাকছে ১৬০০*৭২০ পিক্সেল ও সাথে মাল্টিটাচ ফিচার। তাছাড়াও সিম্ফনি Z42 Pro এই ফোনটিতে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১১ ও সেই সাথে চিপ্সেট রয়েছে মিডিয়াটেক হেলিয় জি২৫ এবং অক্টাকোর প্রসেসর।
এদিকে স্টোরেজ এর জন্য থাকছে ৪জিবি রেম ও ৬৪ জিবি রম এবং চাইলে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ধীর্ঘ সময় চার্জিং এর জন্য রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি ও ১০ ওয়াট ফাস্ট চার্জার।
সাথে সিকিউরিটির জন্য আছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য সমস্ত ফিচার থাকছে।
ফোনটির ভালো দিক
ফোনটির দামের উপর ভিত্তি করলে দেখা যায় এই ফোনটি অনেক ভালো মানের রয়েছে কারণ এই ফোনের স্টাইল দেখতে অনেক সুন্দর সেই সাথে নচ ডিপ্লে এবং সাইজ আছে ৬.৫২ ইঞ্চি যেটি দিয়ে অনায়াসে ৪কে রেজুলেশনের ভিডিও দেখা যাবে।
স্টোরেজ এর দিকেও ঠিক রয়েছে কারণ এই ফোনটিতে রয়েছে ৪জিবি রেম ও ৩২জিবি রম যা একটি সাধারণ ফোনের জন্য অনেক বেটার হয়ে থাকে। তাছাড়াও ফোনটিতে সিকিউরিটির দিকে অনেক হার্ড রয়েছে।
এদিকে স্টাইল বেস্ট হওয়ার জন্য এই ফোনে থাকছে সামনে ও পেছনে উভয় পাশেই গ্লাস। অপারেটিং সিস্টেম, চিপ্সেট, প্রসেসর সমস্ত কিছুই অনেক ভালো রয়ছে এমনকি একবার চার্জ করলে সারাদিন ব্যাকাপ দিবে ও একবার চার্জ করে ১ ঘণ্টার মত সময় লাগবে।
ক্যামেরার স্টাইল ও ফিঙ্গার প্রিন্ট এর স্থান দেখতে ভালোই লাগছে।
ফোনটির খারাপ দিক
প্রথমেই যে বিষয়টি লক্ষ্যনীয় সেটি হচ্ছে হাত থেকে পড়ে গেলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ উভয় পাশেই গ্লাস আর আমার দেখা মতে যে সমস্ত ফোনের পেছনে গ্লাস রয়েছে সেগুলো ভেঙ্গে যায়।
এছাড়াও ফোনটিতে ওয়াটার প্রটেকশন দেয়া নেই সেই সাথে উভয় পাশে গ্লাস হওয়া সত্তেও কোন প্রকার প্রটেকশন ব্যবহার করা হয়নি। চার্জার ১০ এর চাইতে বাড়ালে অনেক ভালো হয়।
সাধারণ এই কয়েকটি দিক ছাড়া সমস্ত কিছু অনেক ভালো রয়েছে। তাই চাইলে ফোনটি কেনা যেতে পারে।
Symphony Z55
Official | ৳12,490 4/64 GB ৳13,290 4/128 GB |
টেকনো মোবাইলের দাম জানতে এখানে ক্লিক করুন

কালার | চন্দ্র ধূসর, মধু শিশির সবুজ এবং শ্যাম্পেন গোল্ড |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে এবং পিছনে গ্লাস, প্লাস্টিকের ফ্রেম |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৫২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | তিনটি ১৩ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা |
ভিডিও রেকর্ডিং | ১০৮০ পিক্সেল |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ফুল এইচডি ১০৮০ পিক্সেল |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হেলিয় জি২৫ |
প্রসেসর | অক্টা-কোর, 2.3 GHz পর্যন্ত |
স্টোরেজ | |
র্যাম | ৪ জিবি |
রম | 64/১২৮জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৫০০০ এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
বিস্তারিত আলোচনা
বিশেষ করে ১২ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন গুলোতে যে সমস্ত ফিচার রয়েছে সেগুলোর মধ্যে এই ফোনটিতে একটু ব্যাতিক্রম খেয়াল করা যায় কারণ এই ফোনে দুই ধরণের রম ব্যবহার হয়েছে একটি থাকছে ৪/৩২ জিবি এবং অন্যটি থাকছে ৪/১২৮ জিবি।
এই ফোনটিতে ডিসপ্লে থাকছে ৬.৫২ ইঞ্চির এবং তার রেজুলেশন থাকছে ৭২০*১৬০০ পিক্সেল এর। সেই সাথে এই ফোনটিতে ব্যবহার হয়েছে ট্রিপল ১৩ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।
তাছাড়াও এই ফোনে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১২ ও সাথে চিপ্সেট থাকছে মিডিয়াটেক হেলিয় জি২৫ এর এবং অক্টাকোরের প্রসেসর ব্যবহার হয়েছে। এদিকে সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট।
চার্জিং ব্যাকাপের জন্য থাকছে ৫০০০ এমএইচ লিথিয়াম পলিমারের ননরিমুভাল ব্যাটারি এবং সাথে ১০ ওয়াট ফাস্ট চার্জার। তাছাড়াও এই ফোনের সামনে এবং পেছনে উভয় পাশেই গ্লাস রয়েছে।
ফোনটির ভালো দিক
ফোনটিতে আউটলুক রয়েছে অনেক সুন্দর কারণ উভয় পাশেই গ্লাস ব্যবহার হয়েছে সেই সাথে যদি বলা হয় ডিসপ্লে, রেম, রম অনেক ভালো রয়েছে। তাছাড়াও এই ফোনের দুই ধরণের রম রয়েছে তাই ফোনের বিল্ডইন কোয়ালিটি অনেক ভালো।
এদিকে লাস্ট আপডেট অপারেটিং সিস্টেম এবং হ্যালিও জি সিরিজের চিপ্সেট যেটি দিয়ে অনেক ভালো গেমিং পারফর্মিং করা যায়। বেস্ট সিকিউরিটি সিস্টেম কারণ ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট উভয় রয়েছে।
ধীর্ঘ সময় চার্জিং পারফর্মিং এর জন্য লিথিয়াম পলিমারের ৫০০০ এমএইচ ব্যাটারিতো থাকছেই। এখন যদি মেইন বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করা যায় তাহলে সমস্ত কিছুই অনেক ভালো রয়েছে।
ফোনটির খারাপ দিক
আমি এই ফোনের মধ্যে তেমন কোন খারাপ দিক পাইনি কারণ এই বাজেটের মধ্যে যে সমস্ত ফিচার দরকার সমস্ত কিছুই রয়েছে কিন্তু ফোনটি যেহেতু দুই দিকই কাচের তাই পরে গেলে ভেঙ্গে যাওয়ার মত সম্ভাবনা ঘটতে পারে।
দামের দিক দিয়ে এই ফোনের ব্যাক ক্যামেরা আর একটু উন্নত করা যেত। তাছাড়া সমস্ত কিছু আমার কাছে ভালো লেগেছে এখন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ফোনটি কিনতে পারেন।
Nokia 1.4
Official | ৳11,999 |
১০ হাজার টাকা বাজেটের মধ্যে শাওমি মোবাইল গুলো দেখতে ক্লিক করুন

কালার | Fjord, কাঠকয়লা, ধুসর কালো ( সন্ধা ) |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | নেই |
ইউএসবি টাইপ-সি | নেই |
বডি | |
স্টাইল | মিনিমাল নচ |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৫২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬০০ পিক্সেল |
প্রযুক্তি | আইপিএস টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ডুয়াল ৮+২ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ৭২০পি |
সেলফি ক্যামেরা | ৫ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ৭২০পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | |
চিপ্সেট | কুয়ালকম স্নাপড্রাগন ২১৫ |
প্রসেসর | কুয়াডকোর ১.৩ জিএইচ |
স্টোরেজ | |
র্যাম | ১/২/৩ জিবি |
রম | ১৬/৩২/৬৪জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৪০০০এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
বিস্তারিত আলোচনা
নোকিয়ার এই ফোনটিতে থাকছে ৬.৫২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং যার ফিচার রয়েছে আইপিএস টাচ স্ক্রিন ও মালটি টাচ ফিচার। তাছাড়াও এই ফোনে ডুয়াল ৮+২ মেগা পিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে সেই সাথে সেলফি ক্যামেরা রয়েছে ৫মেগা পিক্সেল।
এদিকে অপারেটিং সিস্টেম রয়েছে এন্ড্রয়েড ১০ যা পরবর্তিতে ১১ তে আপডেট করা যাবে এবং কুয়ালকম স্নাপড্রাগন ২১৫ এর চিপ্সেট ও কুয়াডকোর ১.৩ জিএইচ প্রসেসর।
ফোনটিতে ব্যবহার হয়েছে ১/২/৩জিবির রেম ও ১৬/৩২/৬৪ জিবির রম সেই সাথে আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার মত সুবিধা। তাছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গার প্রিন্ট ও ফেস আনলক সুবিধা ও সাথে ৪০০০ এমএইচ ব্যাটারি।
ফোনটির ভালো দিক
কম দামের মধ্যে ভালো ফোনের কথা যদি বলা হয় তাহলে নোকিয়ার এই ফোনটির কোথা বলা যায় কারণ এই ফোনে রয়েছে মোট ১/৩/৪জিবি রেম এবং ১৬/৩২/৬৪ জিবি রম।
সর্বমোট তিন ধরণের ফিচার থাকার কারণে যেকেও এই ফোনটি অনায়াসে কিনতে পারবেন। তাছাড়াও এই ফোনে ব্যবহার হয়েছে ডুয়াল ক্যামেরা এবং সেই সাথে অপারেটিং সিস্টেম পরবর্তিতে আপদত করা যাবে।
চার্জিং এর জন্য রয়েছে ৪০০০ এম এইচ ব্যাটারি এবং বেস্ট সিকিউরিটি সিস্টেম। সব মিলিয়ে অনেক ভালো রয়েছে এই ফোনটি।
ফোনটির খারাপ দিক
যদি খারাপ দিকের কোথা বলা হয় তাহলে প্রথমেই বলতে হয় ক্যামেরার কোথা কারণ এই দামের মধ্যে ক্যামেরা ১৩ মেগা পিক্সেল ও ৮ মেগা পিক্সেল দিলে অনেক ভালো হত কারণ যে ক্যামেরা দেয়া আছে সেটি দিয়ে হাই রেজুলেশনে ভিডিও করা যাবেনা।
তাছাড়াও প্রসেসর তেমন ভালো পারফর্ম করতে পারবেনা বলে আমার মনে হয়। ফোনটি যেহেতু তিন ভ্যারিয়েন্টের তাই চাইলেই ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহার করতে পারতো।
এই ছাড়া সমস্ত কিছুই ভালো রয়েছে তাই চাইলে আপনি এই ফোনটি কিনতে পারেন।
Infinix Hot 12 Play
Official | ৳13,999 4/64 GB |

কালার | রেসিং ব্ল্যাক, লিজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু, লাকি গ্রিন |
সংযোগ | |
নেটওয়ার্ক | ২জি,৩জি,৪জি |
সিম কার্ড | ডুয়াল ন্যানো সিম কার্ড |
ইউএসবি | ভার্সন ২.০ |
ওটিজি | আছে |
ইউএসবি টাইপ-সি | আছে |
বডি | |
স্টাইল | পাঞ্চ হোল |
উপাদান | সামনে গ্লাস, প্লাস্টিকের বডি |
পানি প্রতিরোধী | নেই |
ডিসপ্লে | |
সাইজ | ৬.৮২ ইঞ্চি |
রেজুলেশন | ৭২০*১৬১২ পিক্সেল |
প্রযুক্তি | টিএফটি টাচ স্ক্রিন |
প্রটেকশন | নেই |
ক্যামেরা | |
ব্যাক ক্যামেরা | ট্রিপল ১৩+২+০.৩ মেগাপিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
সেলফি ক্যামেরা | ৮ মেগা পিক্সেল |
ভিডিও রেকর্ডিং | ১০৮০পি |
কর্মক্ষমতা | |
অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ১২ |
চিপ্সেট | মিডিয়াটেক হ্যালিও জি৩৫ |
প্রসেসর | অক্টাকর ২.৩ জিএইচ |
স্টোরেজ | |
র্যাম | ৪জিবি |
রম | ৬৪/১২৮জিবি |
ডেডিকেডেট মেমোরি স্লট | আছে |
সিকিউরিটি | |
ফেস আনলক | আছে |
ফিঙ্গার প্রিন্ট | আছে |
চার্জিং | লিথিয়াম পলিমার ৬০০০এমএইচ ব্যাটার ও ১০ ওয়াট ফাস্ট চার্জার |
👉৮ হাজার টাকার বাজেট ফোন দেখতে হলে ক্লিক করুন
বিস্তারিত আলোচনা
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে এই ফোনের কথা না বললেই নয় কারণ এই ফোনের সাথে ব্যবহার হয়েছে ৪জি রেম ও ৬৪/১২৮ জিবি রম সেই সাথে ৬.৮২ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে।
এদিকে স্টাইলের জন্য ব্যবহার হয়েছে পাঞ্চ হোল এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম দেয়া আছে এন্ড্রয়েড ১২ ও সাথে বেস্ট পারফর্মেন্স এর জন্য রয়েছে মিডিয়াটেক হ্যালিও জি৩৫ যেটি দিয়ে অনায়াসে অনলাইন গেমস খেলা যাবে।
ব্যাক ক্যামেরা হিয়াবে ব্যবহার হয়েছে মোট তিনটি ক্যামেরা ট্রিপল ১৩+২+০.৩ মেগাপিক্সেল যা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করা যাবে। সেই সাথে এই ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে ৮ মেগা পিক্সেল।
চার্জিং ক্যাপাসিটির জন্য থাকছে লিথিয়াম পলিমারের ৬০০০ এমএইচ ব্যাটারি ও ১০ ওয়াটের ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্ট।
ফোনটির ভালো দিক
আমার কাছে এই ফোনের সমস্ত কিছুই অনেক ভালো লেগেছে কারণ এই দামের মধ্যে ডিসপ্লে সাইজ, ক্যামেরা, অপারেটিং সিস্টেম, চিপ্সেট সমস্ত কিছুই অনেক বেস্ট ব্যবহার করা হয়েছে।
তাছাড়াও চার্জিং এর জন্য ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে যেটি একবার চার্জ করলে মিনিমাম দুইদিন আর চার্জ করতে হবেনা। তাছাড়াও হাই সিকিউরিটি পাচ্ছেন এই ফোনে।
ফোনটি খারাপ দিক
ভালোদিক দিক ছাড়া আমার কাছে খারাপ কোন কিছু লাগেনি তাছাড়াও এই ফোনের বডির স্টাইল একটু অন্য রকম লেগেছে বিশেষ করে পেছন দিকে। এমনকি ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী এই ফোনের সাথে যে চার্জার দেয়া আছে সেটি একদম বাজে।
কারণ এই মাপের ব্যাটারি চার্জ করতে মিনিমাম ১৮ ওয়াট চার্জার থাকতে হয়। এই ছিলো খারাপ দিক। সমস্ত কিছু বিবেচনা করে আপনি এই ফোনটি কিনতে পারেন।