গ্যাজেট বাংলাদেশস্মার্ট ওয়াচ

500 টাকার মোবাইল ঘড়ি ২০২৩

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিম্ন বিত্ত বা মধ্যে বিত্ত পরিবার থেকে বিলং করে আর তাদের ক্ষেত্রে অধিক দাম দিয়ে একটি স্মার্ট ওয়াচ কেনা হয়ে উঠেনা। তাই আজ শুধুমাত্র তাদের জন্য 500 টাকার মোবাইল ঘড়ি গুলোর মধ্যে বেস্ট কিছু ঘড়ি তুলে ধরার চেষ্টা করবো।

আজ যে সমস্ত ঘড়ি গুলো আপনার সামনে তুলে ধরা হবে সমস্ত ঘড়ি গুলো ভালোই ফিচার যুক্ত করা থাকবে। আপনাকে শুধু কিছু সময় ব্যয় করে ঘড়ি গুলো সম্পর্কে জানতে হবে এবং সেই সাথে যে ঘড়িটি আপনার পছন্দ হবে সেটি আপনি কেনার চেষ্টা করবেন।

সাধারণ দোকান গুলোতে এই ঘড়ি গুলোর দাম অনেক বেশী চাইতে পারে তাই আপনি আজকের এই রিভিউ থেকে চেষ্টা করুন ঘড়ি গুলোর মডেল ও দাম সম্পর্কে বিস্তারিত জানার এবং সেই সাথে কিছু লিংক যুক্ত করা থাকবে যেখান থেকে আপনি অতি সহজেই অনলাইনে অর্ডার করতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক,

500 টাকার মোবাইল ঘড়ি

একটি কোথা আবারো উল্লেখ করছি আপনি অবশ্যই ঘড়ি গুলোর মডেল ও দাম নোট করে রাখার চেষ্টা করুন অথবা এই পেজটি সেভ করে রাখুন যেন ঘড়ি কেনার সময় আপনার অনেক কাজে আসে।

আজ কয়েকটি সহজলভ্য স্মার্টওয়াচ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেগুলোর মধ্যে আপনার পছন্দের ঘড়িটি খুজে বেড় করতে হবে এবং কিনতে হবে।

এমন কিছু ঘড়ি আপনাকে দেখানো হবে যে আপনার একটি হলেও পছন্দ হতে হবে আর সেই সাথে একটি কোথা না বললেই নয় আপনি সমস্ত জায়গায় খুজেও ৫০০ টাকার মোবাইল ঘড়ি কোন গুলো রয়েছে খুজে বের করতে পারবেননা।

116S 1.44″ Smart Watch

500 টাকার মোবাইল ঘড়ি
116S

দামঃ ৳ 499

বিস্তারিত জানুন

বেস্ট স্টাইলিশ এই ঘড়িটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই স্মার্ত ঘড়িটিতে ব্যবহার হয়েছে ভিন্ন ধরণের ভাষা কিন্তু বাংলা সাপোর্ট করবেনা।

এছাড়াও এই ঘড়িটি একইভাবে ১৫ দিন চালু থাকতে পারবে এবং ব্যবহার করার ক্ষেত্রে ৫ থেকে ৭ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে পারবে।

এই ঘড়িটিতে ওয়াটার প্রুফ থাকছে IP67 যার কারণে হালকা পানিতে কিছুই হবেনা কিন্তু অতিরিক্ত পানিতে রাখলে ভেতরে পানি প্রবেশ করবে।

এটি তৈরি করতে ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার হয়েছে প্লাস্টিক।

ঘড়িটিতে রয়েছে বাটন টাচ ফিচার এবং সেই সাথে এই ঘড়িটি ব্যবহার করে ব্লড প্রেশার চেকাপ করার পাশাপাশি অক্সিজেন লেভেল চেক করা যাবে। তাই আপনি চাইলে এই ঘড়িটি কিনতে পারেন।

আরওঃ বাজারের মধ্যে সবচেয়ে সেরা স্মার্ট ওয়াচ

T500 Smart Watch

500 টাকার মোবাইল ঘড়ি
T500

দামঃ ৳ 763

বিস্তারিত জানুন

আপনি এই ঘড়িটি আইফোন এবং এন্ড্রয়েড উভয় ফোনেই ব্যবহার করতে পারবেন। এটির ডিজাইন এবং ভিন্ন কালার হওয়ার কারণে ছেলে এবং মেয়ে উভয় এই ঘড়িটি ব্যবহার করতে পারবেন।

এই ঘড়িটিতে ব্যবহার হয়েছে 1.54” IPS Color Screen যার রেজোলিউশন থাকছে 240*240 পিক্সেল এবং সেই সাথে এটির ব্লুটুথ ভার্সন থাকছে Bluetooth 5.0 ও সেই সাথে ইউএসবি 3.0 সাপর্ট করতে সক্ষম।

এছাড়াও এই ঘড়িটির সাথে থাকছে ফুল টাচ স্ক্রিন এবং 3D Acceleration Sensor এর সাথে এর অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার হয়েছে Android 5.0 and ও iOS 9.0 যার ফলে ফোনে সাথে খুব সহজেই ব্যবহার করা যাবে।

180 mAh ব্যাটারির সাথে এই ঘড়িটিতে ব্যবহার হয়েছে সিলিকনের ম্যাটেরিয়াল যা এই ঘড়িটিকে মজবুজ করতে সাহায্য করেছে।

এছাড়াও এটিতে আপনি পাবেন Black / Gray / Pink তিনটি কালার।

এক্সট্রা ফিচার হিসাবে এই ঘড়িটির সাথে যুক্ত করা আছে হার্ট রেট, ব্লাড প্রেশার ও বিভিন্ন ধরণের রিমাইন্ডার।

তাই চাইলে আপনি এই বাজেটের মধ্যে ঘড়িটি নিলে মন্দ কিছু হবেনা। দারাজ থেকে অর্ডার করলে আপনি বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন।

Y68 Smart Watch

500 টাকার মোবাইল ঘড়ি
Y68

দামঃ ৳ 410

বিস্তারিত জানুন

150 mAh ব্যাটারির সাথে এই ফোনটির স্টাইল দেখতে ভালোই রয়েছে। এই ফোনটিতে ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে TPU যেটি এর অভ্যন্তরীণ দিক থেকে অনেক উন্নত করতে সক্ষম।

আপনি এই ঘড়িটি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। এই ঘড়িটির সাথে ব্যবহার হয়েছে 1.3inch TFT ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে 240*240 pixels এবং এর চার্জিং ধারণ ক্ষমতা থাকছে ১০০ এমএএইচ এর যার মাধ্যমে অনায়াসে ২ থেকে ৫ দিন চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

আপনি ইউএসবি ২.০ চার্জার ব্যবহার করে ২.৫ ঘন্টার মধ্যে এটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আপনি এই ঘড়িটির সাথে পাচ্ছেন হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, স্লিপ মনিটরিং এবং সেই সাথে মাল্টি ক্যাটাগরির স্পর্টস ফিচার।

সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে এই দামের মধ্যে বেশ ভালোই রয়েছে ঘড়িটি। আপনি চাইলে কিনতে পারেন।

কেনার জন্য এই ঘড়িটির মডেল লিখে সার্চ করলেই অনলাইন থেকে দাম একটু কম বেশীর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও আমি স্পেশালভাবে দারাজের লিংক জুড়ে দিয়েছি সেখান থেকেও কিনতে পারেন।

New Y68 Smart Watch

New Y68

দামঃ ৳ 590

বিস্তারিত জানুন

500 টাকার মোবাইল ঘড়ি টির সাথে থাকছে এন্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের সাথে এই ঘড়িটিতে রয়েছে ১.৩ ইঞ্চির একটি ডিসপ্লে যার রেজোলিউশন থাকছে 240*240 পিক্সেল।

এছাড়াও এই ঘড়িটির সাথে রয়েছে 120-180mAh এর ব্যাটারি যেটি দ্বারা একইভাবে অনায়াসে ৪ থেকে ৭ দিন ব্যবহার করা যাবে।

কম দাম হিসাবে এই ঘড়িটি অনেক ভালো রয়েছে কারণ এই দামের মধ্যে এই ঘড়িতে আরও থাকছে ১২৮মেগাবাইট রম ও সেই সাথে এই ঘড়িটে এমন কিছু ফিচার যুক্ত করা রয়েছে যার ফলে এটি ব্যবহার করে আপনি ২৪ ঘন্টা হার্টবিট চেকাপ করার পাশাপাশি স্লিপ টাইমার ফিক্সড করে দিতে পারবেন।

এছাড়াও এটি ব্যবহার করে আপনি আপনার ফিটনেস ট্রাকিং করতে পারবেন যার ফলে নিজেই বুঝতে পারবেন কোন সময় নিজের একটি ব্যায়াম করা দরকার। সব কিছু মিলিয়ে যদি বলা হয় তাহলে এই ঘড়িটি অনেক ভালোই রয়েছে চাইলে আপনি কিনতে পারেন।

Smart Watch For Man Woman

Smart Watch For Man Woman

দামঃ ৳ 785 ( দারাজ )

বিস্তারিত জানুন

এই ঘড়িটিকে ব্রেচলেট বলে অভিহিত করা যেতে পারে এবং এর সাইজ এবং স্টাইল দেখতে একদম ব্রেচলেটের মতই।

এটির সাথে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার হয়েছে যার ফলে এটি এন্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

তাছাড়াও এই ঘড়িটিতে থাকছে ১২৮ মেগাবাইট র‍্যাম ও ১.৩ ইঞ্চির ডিপ্লে যার রেজোলিশন থাকছে ২৪০*২৪০ পিক্সেলের ও সেই সাথে ডিসপ্লেটি থাকছে চার কোনা আকৃতির।

এটিতে ব্যবহার হয়েছে 180-220mAh এর ব্যাটারি যা অতি সহজেই এই ঘড়িটিকে ৭ দিন পর্যন্ত চার্জ ব্যাকাপ দিতে সক্ষম।

এছাড়াও এক্সট্রা ফিচার হিসাবে এই ঘড়িতে থাকছে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, কাউন্টডাউন, স্লিপ টাইমার, হার্টবিট চেকার, ফিটনেস ট্রাকার, কল রিমাইন্ডার, ডায়ালার ইত্যাদি।

সমস্ত ফিচার মিলে এই ঘড়িটিকে করে তুলেছে আলাদা মাপের একটি ঘড়ি। আপনি চাইলে এটি অর্ডার করতে পারেন।

i7Pro max Smart Watch

i7Pro max

দামঃ ৳ 859

বিস্তারিত জানুন

যদিও এই ঘড়িটির দাম একটু বেশী তারপরেও আপনি বাজেট বাড়িয়ে এই ঘড়িটি কিনতে পারেন কারণ এই ঘড়িতে আপনি পাবেন বেস্ট একটি আউটলুক।

বিশেষ করে এর কালার কম্বিনেশনের জন্য ছেলে এবং মেয়ে সবাই এই ঘড়িটি ব্যবহার করতে পারবেন।

এটিতে আপনি পাবেন ১.৮ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন ও এটির রেজোলিশন রয়েছে 320×385 পিক্সেলের। এছাড়াও এটিতে থাকছে 300mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি যার ফলে এটি এই ঘড়িকে ৭ দিন অনায়াসে চার্জ ব্যাকাপ দিতে পারবেন।

এছাড়াও এই ঘড়িটির অন্যান্য ফিচার হিসাবে থাকছে হার্টরেট কাউন্ট, ব্লাড প্রেশার, স্লিপ টাইম, ব্যায়াম করার জন্য রিমাইন্ডার।

তাই সমস্ত কিছু মিলে যদি এই ঘড়িটি আপনার ভালো লেগে থাকে আপনি অনায়াসে দ্বিধা ছাড়াই কিনতে পারেন।

116 Plus Smart Watch

116 Plus

দামঃ ৳ 404 ( দারাজ )

বিস্তারিত জানুন

1.3 ইঞ্চি টিএফটি ডিসপ্লের সাথে এই ঘড়িতে আরও রয়েছে এন্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম যার ফলে এন্ড্রয়েড ও আইফন উভয়েই ব্যবহার করা যাবে

বেস্ট ফ্রিকুয়েন্সির জন্য এটির সাথে থাকছে ব্লুটুথ ভার্সন ৪.০ যার ফলে বেস্ট ফ্রিকুয়েন্সি পাওয়া যাবে।

ওয়াটারপ্রুফ প্রটেশনের পাশাপাশি এই ঘড়িতে থাকছে হার্টরেট চেকাপ, ব্লাড প্রেশার চেকাপ, স্লিপ রিমাইন্ডার ইত্যাদি। সমস্ত ফিচার দেখতে গেলে ভালোই রয়েছে এই ফোনটি তাই আপনি চাইলেই এটি কিনতে পারেন।

ভিডিও দেখুন,

আরও দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *