দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট -ফেসবুক এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে, আমরা যদি দিনের মধ্যে একবার ব্যবহার করতে না পারি তাহলে যেনো সেই দিনটাই কাটতে চায়না। কিন্তু এই ফেসবুক অনেক সময় ক্ষতির কারণও হতে পারে।
যেমন ধরুন আপনার ব্যবহার করা ফোনটি হারিয়ে গেলো যেটাতে আপনার ফেসবুক লগিন করা ছিলো। এমন অবস্থায় কিন্তু আপনার ফোন যে ব্যক্তির কাছে যাবে সে অনায়াসে ফোন ব্যবহার করতে পারবে সাথে আপনার ফেসবুক অ্যাক্যাউন্টও ব্যবহার করতে পারে।
সাধারণ আপনার প্রফাইল ব্যবহার করেই আপনার পরিচিত অনেকের কাছে থেকে মিথ্যা কথা বলে টাকা নিতে পারে বা বড় কোনো ক্ষতি করতে পারে যেমন আপনার প্রফাইল থেকে বাজে একটি কাজ করে বসলো।
অফিসের কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন। কিন্তু বের হওয়ার সময় তা লগআউট করতে ভুলে যান প্রায় সময়। হয়তো দরকারে আপনার পরেই আপনার কম্পিউটারে অন্য কেউ কাজ করছে। আবার ধরুন কোনো বন্ধুর ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করেছেন। তবে পরে আর তা লগআউট করেননি।
এখন কথা হচ্ছে এমন ঘটনা ঘটলে কি করা যেতে পারে? অবশ্যই উপায় রয়েছে কারণ ফেসবুক নিজে থেকেই এই উপায় বলে দিয়ে রেখেছে তার ব্যবহার কারীদের সুবিধার জন্য। আপনি অন্য একটি ফোনে আপনার ফেসবুক লগিন করেই অন্য ফোনে থাকা অ্যাকাউন্ট লগ আউট করে দিতে পারবেন শুধু কয়েক ধাপ নিয়ম অনুসরণ করেই।
এমন ভুল প্রায় সবাই করে থাকেন। এটি কিন্তু খুবই বিপদজ্জনক। যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তবে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্টটি লগআউট করতে পারবেন। বিশ্বের যে কোনো স্থান থেকেই কাজটি করতে পারেন।
দূর থেকে ফেসবুক লগ আউট করার উপায়
- আপনার কাছে থাকা মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে ফেসবুক লগইন করুন। মেনু থেকে সেটিংস অপশনে যান। > সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
- ডানদিকে কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে ‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশন। এই অপশনটির পাশে এডিট বাটনে ক্লিক করুন।
- এবার আপনি বর্তমান ফেসবুক ব্যবহারের সময়, স্থান ও যন্ত্রের ধরন প্রভৃতি লগ পাবেন। প্রতিটি অপশনের পাশে ‘এন্ড অ্যাকটিভিটি’ নামের বাটন দেখা যাবে।
- যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা ‘এন্ড অ্যাকটিভিটি’ বাটনটিতে চাপ দিয়ে লগ আউট করতে পারবেন।
- আগে যতগুলো ডিভাইসে লগ ইন করা ছিল, এখান থেকে সেগুলোও বন্ধ করতে পারবেন সহজেই।
আরও দেখুন,