টিপস

How to Fax From iPhone Dingtone 100% Free

How to Fax From iPhone Dingtone : এটি এমন একটি মোবাইল অ্যাপ যা ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আইফোন এবং এন্ড্রয়েড ফোন থেকে কল এবং মেসেজ / ফ্যাক্স করা যায়। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার কতে পারেনা।

কিন্তু আমি আজ আপনাকে এই অ্যাপ ব্যবহার করা সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেয়ার চেষ্টা করবো। আপনি শুধু একটি সময় নিয়ে পড়বেন না হলে কিছু বুঝতে পারবেননা।

যেকোনো টিউটোরিয়াল পোস্ট পড়ার জন্য একটু সময় ব্যয় করতে হয় কারণ সেই পোস্টে অনেক গুলো স্টেপ থাকে যার মধ্যে যেকোনো একটি স্টেপ বাদ পরে গেলে আপনার কাজ সঠিকভাবে সম্পন্ন হবেনা। তাই চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক।

ফ্রিতে কল এবং মেসেজ করবেন যেভাবে

এই অ্যাপটির একটি বিশেষ গুন রয়েছে আর সেটি হচ্ছে আপনি অ্যাপ থেকে ইন্টারনেট ব্যবহার করে কল করলেও একটি রিয়েল নাম্বার দেখাবে। বাংলাদেশ থেকে কল করলে অন্যদেরকে ইউএস এর নাম্বার দেখাবে।

এর কারণ হচ্ছে এই অ্যাপটি বিশেষ করে ইউএস এর জন্য তৈরি করা হয়েছে কিন্তু বিশেষ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এটি বাংলাদেশ থেকে ব্যবহার করা যাবে সেটি কিভাবে স্টেপ বাই স্টেপ বলে দেয়া হবে।

এই অ্যাপটি আইফোন এবং এন্ড্রয়েড ফোনে একদম ফ্রিতেই ব্যবহার করা যাবে। শুধু মাত্র ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাতেই হবে কিন্তু তার পূর্বে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই আপনার ফোন থেকে প্রথমে অ্যাপল ষ্টোর ওপেন করে নিতে হবে এবং ওপেন হওয়ার পর আপনাকে সার্চ করতে হবে Dingtone: Phone Calls + Texts এবং প্রথমেই যে অ্যাপটি আপনি পেয়ে যাবেন সেটিকে ডাউনলোড করে নিবেন।

How to Fax From iPhone Dingtone
Dingtone Phone Call

অ্যাপটি যখন ইন্সটল কমপ্লিট হয়ে যাবে তখন এই অ্যাপটি ওপেন করে নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্সটল হওয়ার পরে ওপেন হতে চায়না যার কারণে একটি ফ্রি ভিপিএন ব্যবহার করতে হয়।

আপনি অ্যাপল স্টোর থেকে ফ্রিতে একটি ভিপিএন ডাউনলোড করেনিন ( যদি ওপেন না হয় )। আর ভিপিএন কানেক্ট করার পর অবশ্যই US বা United States সিলেক্ট করে দিতে হবে তাছাড়া হবেনা।

অ্যাপটি ওপেন হওয়ার পরে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এর জন্য আপনি আপনার ফোন নাম্বার ব্যবহার করতে পারেন অথবা ইমেইল ব্যবহার করতে পারেন। ভালো হবে ইমেইল ব্যবহার করলে।

আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেইল ব্যবহার করবেন সেটিকে একটি কোড পাঠিয়ে দেয়া হবে এবং সেই কোডটি আপনি বসিয়ে দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এর পর আপনি একদম ফ্রিতে কল এবং মেসেজ করতে পারবেন।

দেখুনঃ যে নিয়ম মানলে ফোন অনেক সময় চার্জ থাকে

How to Fax From iPhone Dingtone

এটিকে একটি ইলেক্টনিক্স ভারচুয়াল ফাক্স মেশিন বলা হয়ে থাকে কারণ এই অ্যাপ দিয়ে খুব সহজেই Fax করা যায়। Dingtone থেকে ফ্যাক্স করার জন্য আপনার আইফোনে আলদা একটি অ্যাপ ব্যবহার করতে হবে যার নাম Dingtone Fax যা ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাপটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনাকে ওপেন করে নিতে হবে এবং একটি আক্যাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেননা।

অ্যাক্যাউন্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটি মোবাইল নাম্বার অথবা ইমেইল ব্যবহার করতে হবে। এর জন্য আপনি যেহেতু ইউএস এর নাম্বার পাবেননা তাই একটি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করতে হবে।

ভার্চুয়াল নাম্বার না পেলে আপনি ইমেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। নিজে যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে একজন প্রফেশনাল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ মাধ্যম।

এখানে একটি বিষয় আপনার জানা দরকার সেটি হচ্ছে আপনি এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করতে পারবেননা এর জন্য আপনাকে ক্রেডিট কিনতে হবে। তাছাড়াও আপনি কিছুদিনের জন্য ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন এবং সেটি দিয়ে শিখতে পারবেন।

আপনার আক্যাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ এর হোম পেজ চলে আসবে এবং দেখতে পারবেন একদম বাম পাশে ফ্যাক্স আইকন রয়েছে সেখানে ক্লিক করেদিন।

Dingtone Fax

এর পর আপনি মোবাইল নাম্বারের অপশনে গিয়ে যে নাম্বারে পাঠাতে চান সেই নাম্বার তুলুন এবং Scan Image or Document এর উপরে ক্লিক করে আপনি যে যেটি ফ্যাক্স করতে চান তার একটি ছবি তুলে সেন্ড বাটনে ক্লিক করুন তাতেই কাজ হয়ে যাবে।

যখন ফ্যাক্স চলে যাবে তখন আপনাকে একটি কনফারমেশন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। আর এভাবেই আপনি অতি সহজেই ডিংটন অ্যাপটি ব্যবহার করে কল, মেসেজ ও ফ্যাক্স করতে পারবেন। বিশেষ কোথা এটি এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।

আরওঃ সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করার সঠিক নিয়ম জেনে নিজেকে সুরক্ষিত রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *