১৩ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন -বাংলাদেশের বাজারে কম টাকা বাজেটের মধ্যে অনেক গুলো ফোন এভাইলেবল রয়েছে কিন্তু ফোনের ক্যামেরার পাশাপাশি অন্যান্য ফিচার গুলো তেমন ভাল থাকেনা। আর হয়ত সেই কথা ভেবেই বাংলাদেশের বাজারে এসেছে আইটেল এস২৩ মডেলের ফোনটি।
সুন্দর ডিজাইনের পাশাপাশি বিশেষ কিছু ফিচার যুক্ত রয়েছে ফোনটির সাথে। আর যদি প্রথমেই ফোনটির বিশেষত্বের কথা বলি তাহলে বলতে হবে ফোনটির ক্যামেরার কথা কারণ এই ফোনের সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও কিউভিজিএ ক্যামেরা এছাড়াও ফোনটির সাথে আরও থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রিয়ার ক্যামেরার সাথে যুক্ত আছে Autofocus, LED flash, f/1.6, depth এবং ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করার মত ক্ষমতা। কেও যদি ব্লগ ভিডিও তৈরি করতে চায় তাহলে অনায়াসে ফুল এইচডি মুডে ভিডিও ধারণ করতে পারবে।
ডুয়াল ন্যানো সিম কার্ড সাপর্টের পাশাপাশি থাকছে ৪জি নেটওয়ার্ক সুবিধা এবং সেই সাথে আরও রয়েছে ৬.৬ ( HD+ 1612 x 720 pixels ) ইঞ্চির একটি বড় মাপের মিনিমাল নচ টাচস্ক্রিন যার ডাইমেন্সিটি থাকছে ৮.৪ মিলিমিটার।
চার্জিং পারফরমেন্স এর জন্য থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি এবং সঙ্গে থাকছে ১০ ওয়াটের একটি ফার্স্ট চার্জার। Android 12 অপারেটিং সিস্টেমের পাশাপাশি আরও থাকছে UniSoC T606 চিপ্সেট এবং Octa-core, 1.6 GHz প্রসেসর।
যদি এই ফোনের বিশেষ দিকের কথা বলি তাহলে বলবো ফোনটির স্টোরেজের কথা কেননা এই ফোনের সাথে থাকছে ৪জিবি ও ৮জিবি দুই ভ্যারিয়েন্টের র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি রম সাথে রয়েছে ডেডিকেটেড ভাবে এসডি কার্ড ইন্সার্ট করার মত সুযোগ।
সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির পাশাপাশি ফোনটির সমস্ত পারফর্মেন্স বেটার রয়েছে। আর বর্তমান বাজারে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্টে যেটি সেটির দাম হবে ৳১০,৪৯০ টাকা, ৮/ ১২৮ জিবির দাম থাকছে ৳১২,৪৯০ টাকা এবং ৮/২৫৬ জিবির ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৳১৩,৯০০ টাকা মাত্র।
আরও দেখুনঃ সেরা বাজেটের সেরা ফোন