বাজারে আসছে নোকিয়ার দুর্দান্ত ৫জি মোবাইল
সেই প্রথম থেকেই দূরদান্ত ফিচার ফোনের পাশাপাশি স্মার্ট ফোন নিয়ে বাজার দখল করে আসছে নোকিয়া। চলতি বছরের মধ্যেই নোকিয়া মোট ১০টি মডেলের ফোন বাজারে নিয়ে এসেছে ঠিক এবারো নতুন এক মডেলের ফোন নিয়ে এসেছে নোকিয়া যার মডেল Nokia 6600 5G
আর এই ফোনটিতে রয়েছে ৬৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং সেই সাথে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নোকিয়ার এই ফোনটির মডেল হচ্ছে Nokia 6600 5G যেটি বিশ্ব বাজারে সারা ফেলবে বলে ধারণা করছে অনেকেই।
মাইক্রোসফট লঞ্চ করার পরে নোকিয়া অনেকটা মুখ থুবরে পরেছিল কিন্তু একার পর এক স্মার্ট ও ফিচার ফোন নিয়ে আসার ফলে তারা নতুন করে আশার মুখ দেখতে পায়। হয়ত এবার এর চেয়ে বেশী কিছু করতে চলেছে নোকিয়া মোবাইল ফোন কোম্পানি।
আপনি যদি বেটার এবং দুর্দান্ত স্মার্ট ফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে Nokia 6600 5G মডেলের এই ফোনটি। ফিচার হিসাবে ফোনটিতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৭ প্রটেকশন এবং সেই সাথে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় মাপের ডিসপ্লে।
শুধু তাই নয়, এই মোবাইল ফোনটির সাথে ৭০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি রয়েছে এমনই কথা বলেছে কোম্পানি। ফোনটির প্রসেসর এর কথা যদি বলি তাহলে, Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর থাকবে এই মোবাইলটির সাথে।
এই দিকে অপারেটিং সিস্টেম হিসাবে পাওয়া যায় Android ১৩ এবং সেই সাথে যদি ফোনটির ভ্যারিয়েন্টের কথা বলি তাহলে, এই মোবাইল ফোনটিতে থাকছে 6GB RAM+128GB STORAGE এবং 8GB RAM+256GB STORAGE এই দুই ভ্যারিয়েন্ট।
এইদিকে ফোনটির ক্যামেরার কথা বললে দেখা যায় যে, ফোনটিতে 64MP প্রধান ক্যামেরার সাথে 20MP ওয়াইড সেন্সর সেটআপ এবং 24MP সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটির সাথে। ফোনটির দামের কথা যদিও প্রকাশ কোর নেই তারপরেও ১৫,০০০ টাকার পাশাপাশি হতে পারে এমন ধারণা করা হচ্ছে। কবে নাগাদ রিলিজ হবে সেটি প্রকাশ হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে বিশ্ববাজারে লঞ্চ করা হবে।